শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুর জেলার শিবচরে এক তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরের দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আবু খালাসীর ছেলে সাগর খালাসী (১৯) এবং ফালান শেখের ছেলে আল আমিন শেখ।
এর আগে রোববার রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে চার যুবকের নামে মামলা দায়ের করেন। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে শিবচর পুলিশ। গত ৮ মে জেলার শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের পদ্মার চর এলাকার তাহের শিকদারের কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচরের এক হতদরিদ্র দিনমজুর পরিবারের ১৯ বছর বয়সী মেয়েটি গত ৮ মে বিকেলে জামা-কাপড় কিনতে স্থানীয় বাজারে যায়। বাড়ি ফেরার সময় সন্ধ্যার দিকে স্থানীয় একটি ব্রিজের ওপর আড্ডা দিতে থাকা অভিযুক্তরা মেয়েটির গতিরোধ করে মোবাইল নম্বর চান। নম্বর না দিয়েই মেয়েটি তড়িঘড়ি করে বাড়ির পথে হাটতে থাকলে পিছু নেন তাঁরা। এরপর একটি নির্জন স্থানের পৌঁছালে পেছন থেকে মুখ চেপে পাশে একটি পাট খেতে নিয়ে তাঁকে ধর্ষণ করে। একপর্যায়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এলে যুবকেরা পালিয়ে যান এবং এ ঘটনা কাউকে না জানাতেও হুমকি দেন তাঁরা।
ঘটনাটি জানাজানি হলে ৬ দিন পর রোববার রাতে ওই এলাকার বাক্কাস মোল্লার ছেলে হাসান মোল্লা (২১), লাল মিয়া শিকদারের ছেলে মেহেদী শিকদার (২১), আবু খালাসীর ছেলে সাগর খালাসী (১৯) এবং ফালান শেখের ছেলে আল আমিন শেখ (২৪) এর নামে বাদী হয়ে ভুক্তভোগী মামলা দায়ের করেন। এরপরই অভিযুক্তদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ।
ভুক্তভোগীর দিনমজুর বাবা অভিযোগ করে জানান, হতদরিদ্র হওয়ায় ভয়ে এবং একই সঙ্গে মেয়েটি অসুস্থ থাকার কারণে ঘটনার পর পরই থানায় যেতে পারেননি। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভয় দিলে রোববার রাতে গিয়ে অভিযুক্ত চার যুবকের নামে মামলা দায়ের করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘মামলা দায়েরের পরই আমরা অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছি। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। শিগগিরই তাদের গ্রেপ্তারে সক্ষম হব।’
মাদারীপুর জেলার শিবচরে এক তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরের দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আবু খালাসীর ছেলে সাগর খালাসী (১৯) এবং ফালান শেখের ছেলে আল আমিন শেখ।
এর আগে রোববার রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে চার যুবকের নামে মামলা দায়ের করেন। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে শিবচর পুলিশ। গত ৮ মে জেলার শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের পদ্মার চর এলাকার তাহের শিকদারের কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচরের এক হতদরিদ্র দিনমজুর পরিবারের ১৯ বছর বয়সী মেয়েটি গত ৮ মে বিকেলে জামা-কাপড় কিনতে স্থানীয় বাজারে যায়। বাড়ি ফেরার সময় সন্ধ্যার দিকে স্থানীয় একটি ব্রিজের ওপর আড্ডা দিতে থাকা অভিযুক্তরা মেয়েটির গতিরোধ করে মোবাইল নম্বর চান। নম্বর না দিয়েই মেয়েটি তড়িঘড়ি করে বাড়ির পথে হাটতে থাকলে পিছু নেন তাঁরা। এরপর একটি নির্জন স্থানের পৌঁছালে পেছন থেকে মুখ চেপে পাশে একটি পাট খেতে নিয়ে তাঁকে ধর্ষণ করে। একপর্যায়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এলে যুবকেরা পালিয়ে যান এবং এ ঘটনা কাউকে না জানাতেও হুমকি দেন তাঁরা।
ঘটনাটি জানাজানি হলে ৬ দিন পর রোববার রাতে ওই এলাকার বাক্কাস মোল্লার ছেলে হাসান মোল্লা (২১), লাল মিয়া শিকদারের ছেলে মেহেদী শিকদার (২১), আবু খালাসীর ছেলে সাগর খালাসী (১৯) এবং ফালান শেখের ছেলে আল আমিন শেখ (২৪) এর নামে বাদী হয়ে ভুক্তভোগী মামলা দায়ের করেন। এরপরই অভিযুক্তদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ।
ভুক্তভোগীর দিনমজুর বাবা অভিযোগ করে জানান, হতদরিদ্র হওয়ায় ভয়ে এবং একই সঙ্গে মেয়েটি অসুস্থ থাকার কারণে ঘটনার পর পরই থানায় যেতে পারেননি। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভয় দিলে রোববার রাতে গিয়ে অভিযুক্ত চার যুবকের নামে মামলা দায়ের করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘মামলা দায়েরের পরই আমরা অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছি। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। শিগগিরই তাদের গ্রেপ্তারে সক্ষম হব।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে