নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকায় কোরবানির পশু বিক্রি করে গ্রামে ফিরছিলেন গরুর ব্যাপারীরা। এ সময় তাঁদের কাছে থাকা বিপুল পরিমাণ টাকা লুট করে গাড়ি থেকে রাস্তায় ফেলে দেন ডাকাত দলের সদস্যরা। লুট করা সেই টাকায় কোরবানিও দেন ডাকাত দলের নেতারা। গত শনিবার ডাকাতি করা ওই চক্রের সক্রিয় ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নাবিস্কো এলাকায় ও ময়মনসিংহের কোতোয়ালি থানাধীন চরপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
গ্রেপ্তাররা হলেন—মো. ফয়সাল আহাম্মেদ রিগান (৩০), মো. তারেক মিয়া (৩৫), তানভীর আহম্মেদ অন্তর (২৬), মো. মিলন (২২), মো. জাবেদ ইকবাল ওরফে বাদল (৩২), আব্দুল্লাহ আল মামুন (৩৭), মো. রতন মিয়া (৩৮), মো. সেলিম মিয়া (৩০), মো. রুবেল মিয়া (৩৪) ও মো. সুমন মিয়া (৩৫)। এ সময় তাদের কাছ থেকে সাত লাখ ১৪ হাজার টাকা, ১৩টি মোবাইল ফোন, দুটি চাকু ও প্লাস্টিকের রশি উদ্ধার করা হয়।
ডিবির মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, গত ১৬ জুন রাজধানীতে গরু বিক্রি করে ব্যাপারীদের একটি দল জামালপুর যাওয়ার জন্য বিমানবন্দর থেকে বাসে ওঠেন। বাসে ওঠার পর বাসের দরজা লক করে দেন হেলপার। আব্দুল্লাহপুর যাওয়ার আগেই ব্যাপারীদের কাছে হেলপার ভাড়া চান। ব্যাপারীরা পরে ভাড়া দিতে চাইলে তাঁদের কাছে থাকা গরু বিক্রির টাকা ছিনিয়ে নেন হেলপারসহ বাসে আগে থেকে অবস্থান করা ডাকাত দলের সদস্যরা। পরে তাঁদের শার্টের কলার ধরে বাস থেকে ফেলে দেওয়া হয়।
ডিবির এই কর্মকর্তা বলেন, এই ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা হলে ডাকাত দলের ১০ জনকে গ্রেপ্তার করা হয়। লুট করা টাকার মধ্য থেকে ২ লাখ ১০ হাজার টাকা দিয়ে ডাকাত দলের অন্যতম নেতা মো. জাবেদ ইকবাল ওরফে বাদল এবার ঈদে গরু কোরবানি দিয়েছেন। লুটের টাকার মধ্য থেকে এক লাখ ৭৫ হাজার টাকা দিয়ে ডাকাত দলের আরেক নেতা মো. তারেক মিয়া একটি গরু কোরবানি দেন।
হারুন অর রশীদ বলেন, বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে ডাকাতি করা, অস্থায়ী গরুর হাট থেকে পাইকারদের অনুসরণ করে ডাকাতি, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের কাছ থেকে লুট, বিমানবন্দরে প্রবাসীদের গাড়ির গতিরোধ করে লুটসহ এখন পর্যন্ত ২০০ থেকে ২৫০টি ডাকাতির ঘটনা ঘটিয়েছে চক্রটি। ডাকাত দলের নেতৃত্ব দেন বাদল, তারেক ও লিটন নামে আরেক পলাতক ডাকাত।
গ্রেপ্তারদের বিরুদ্ধে ঢাকা, ময়মনসিংহ ও গাজীপুরে একাধিক মামলা রয়েছে। এতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকায় কোরবানির পশু বিক্রি করে গ্রামে ফিরছিলেন গরুর ব্যাপারীরা। এ সময় তাঁদের কাছে থাকা বিপুল পরিমাণ টাকা লুট করে গাড়ি থেকে রাস্তায় ফেলে দেন ডাকাত দলের সদস্যরা। লুট করা সেই টাকায় কোরবানিও দেন ডাকাত দলের নেতারা। গত শনিবার ডাকাতি করা ওই চক্রের সক্রিয় ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নাবিস্কো এলাকায় ও ময়মনসিংহের কোতোয়ালি থানাধীন চরপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
গ্রেপ্তাররা হলেন—মো. ফয়সাল আহাম্মেদ রিগান (৩০), মো. তারেক মিয়া (৩৫), তানভীর আহম্মেদ অন্তর (২৬), মো. মিলন (২২), মো. জাবেদ ইকবাল ওরফে বাদল (৩২), আব্দুল্লাহ আল মামুন (৩৭), মো. রতন মিয়া (৩৮), মো. সেলিম মিয়া (৩০), মো. রুবেল মিয়া (৩৪) ও মো. সুমন মিয়া (৩৫)। এ সময় তাদের কাছ থেকে সাত লাখ ১৪ হাজার টাকা, ১৩টি মোবাইল ফোন, দুটি চাকু ও প্লাস্টিকের রশি উদ্ধার করা হয়।
ডিবির মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, গত ১৬ জুন রাজধানীতে গরু বিক্রি করে ব্যাপারীদের একটি দল জামালপুর যাওয়ার জন্য বিমানবন্দর থেকে বাসে ওঠেন। বাসে ওঠার পর বাসের দরজা লক করে দেন হেলপার। আব্দুল্লাহপুর যাওয়ার আগেই ব্যাপারীদের কাছে হেলপার ভাড়া চান। ব্যাপারীরা পরে ভাড়া দিতে চাইলে তাঁদের কাছে থাকা গরু বিক্রির টাকা ছিনিয়ে নেন হেলপারসহ বাসে আগে থেকে অবস্থান করা ডাকাত দলের সদস্যরা। পরে তাঁদের শার্টের কলার ধরে বাস থেকে ফেলে দেওয়া হয়।
ডিবির এই কর্মকর্তা বলেন, এই ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা হলে ডাকাত দলের ১০ জনকে গ্রেপ্তার করা হয়। লুট করা টাকার মধ্য থেকে ২ লাখ ১০ হাজার টাকা দিয়ে ডাকাত দলের অন্যতম নেতা মো. জাবেদ ইকবাল ওরফে বাদল এবার ঈদে গরু কোরবানি দিয়েছেন। লুটের টাকার মধ্য থেকে এক লাখ ৭৫ হাজার টাকা দিয়ে ডাকাত দলের আরেক নেতা মো. তারেক মিয়া একটি গরু কোরবানি দেন।
হারুন অর রশীদ বলেন, বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে ডাকাতি করা, অস্থায়ী গরুর হাট থেকে পাইকারদের অনুসরণ করে ডাকাতি, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের কাছ থেকে লুট, বিমানবন্দরে প্রবাসীদের গাড়ির গতিরোধ করে লুটসহ এখন পর্যন্ত ২০০ থেকে ২৫০টি ডাকাতির ঘটনা ঘটিয়েছে চক্রটি। ডাকাত দলের নেতৃত্ব দেন বাদল, তারেক ও লিটন নামে আরেক পলাতক ডাকাত।
গ্রেপ্তারদের বিরুদ্ধে ঢাকা, ময়মনসিংহ ও গাজীপুরে একাধিক মামলা রয়েছে। এতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৭ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৭ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে