টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী এবং সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের গাড়িতে ফের হামলা করেছেন নৌকার সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আজ শনিবার বিকেল ৫টার দিকে টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ডের গরুহাট সড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরে আহত দুই সমর্থককে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিক তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ সময় স্বতন্ত্র মেয়র প্রার্থীর গাড়ির বহরে থাকা দুটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। ঘটনার পর মেয়র প্রার্থী জায়েদা খাতুন তাঁর প্রচারে অংশ নেওয়া শতাধিক নেতা-কর্মী নিয়ে গাজীপুরের ছয়দানা এলাকায় ফিরে যান।
জায়েদা খাতুনের প্রধান নির্বাচন সমন্বয়কারী তাঁর ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘এ নিয়ে পাঁচবার আমাদের ওপর নৌকার সমর্থক ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা করল। আজও গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে। তারা পুলিশকেও মানছে না। আমরা পুলিশি পাহারায় টঙ্গী থেকে চলে যাচ্ছি।’
এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করবেন কি না—এমন প্রশ্নে জাহাঙ্গীর বলেন, ‘গাড়ি ভাঙচুরের ঘটনায় ইতিপূর্বে টঙ্গী পূর্ব থানা একটি মামলা করা হয়েছে। আজকের বিষয়ে সিদ্ধান্ত নেইনি।’
স্থানীয়রা জানান, আজ বিকেলে টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে গেলে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একদল লোক প্রথমে মেয়র প্রার্থী জায়েদা খাতুনের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে হামলাকারীরা বহরে থাকা অপর দুটি গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরে টঙ্গী পূর্ব থানা-পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তাঁর মা স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন ও তাঁর কর্মী-সমর্থকেরা ওই এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় নৌকার সমর্থকেরা একই এলাকায় নৌকার প্রার্থী আজমত উল্লা খানের পক্ষে প্রচারণা চালাতে যান। পরে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুপক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। এ সময় দুটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।’
ঘটনার বিষয়ে জানতে নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। আমি আমার নির্বাচনী প্রচারণায় আছি।’
গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী এবং সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের গাড়িতে ফের হামলা করেছেন নৌকার সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আজ শনিবার বিকেল ৫টার দিকে টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ডের গরুহাট সড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরে আহত দুই সমর্থককে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিক তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ সময় স্বতন্ত্র মেয়র প্রার্থীর গাড়ির বহরে থাকা দুটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। ঘটনার পর মেয়র প্রার্থী জায়েদা খাতুন তাঁর প্রচারে অংশ নেওয়া শতাধিক নেতা-কর্মী নিয়ে গাজীপুরের ছয়দানা এলাকায় ফিরে যান।
জায়েদা খাতুনের প্রধান নির্বাচন সমন্বয়কারী তাঁর ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘এ নিয়ে পাঁচবার আমাদের ওপর নৌকার সমর্থক ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা করল। আজও গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে। তারা পুলিশকেও মানছে না। আমরা পুলিশি পাহারায় টঙ্গী থেকে চলে যাচ্ছি।’
এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করবেন কি না—এমন প্রশ্নে জাহাঙ্গীর বলেন, ‘গাড়ি ভাঙচুরের ঘটনায় ইতিপূর্বে টঙ্গী পূর্ব থানা একটি মামলা করা হয়েছে। আজকের বিষয়ে সিদ্ধান্ত নেইনি।’
স্থানীয়রা জানান, আজ বিকেলে টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে গেলে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একদল লোক প্রথমে মেয়র প্রার্থী জায়েদা খাতুনের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে হামলাকারীরা বহরে থাকা অপর দুটি গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরে টঙ্গী পূর্ব থানা-পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তাঁর মা স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন ও তাঁর কর্মী-সমর্থকেরা ওই এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় নৌকার সমর্থকেরা একই এলাকায় নৌকার প্রার্থী আজমত উল্লা খানের পক্ষে প্রচারণা চালাতে যান। পরে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুপক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। এ সময় দুটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।’
ঘটনার বিষয়ে জানতে নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। আমি আমার নির্বাচনী প্রচারণায় আছি।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে