লক্ষ্মীপুর ও রামগঞ্জ প্রতিনিধি
লক্ষ্মীপুরে রামগঞ্জে বাস থেকে নামিয়ে এক নারীকে (২২) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। আজ শনিবার সকালে এ ঘটনায় ওই নারী বাদী হয়ে রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় বাসের হেলপার আজাদ উদ্দিন ও উপজেলার কাজীরখিল এলাকার এমরান হোসেনের নাম উল্লেখসহ একজনকে অজ্ঞাত উল্লেখ করে এ মামলা করা হয়।
গতকাল শুক্রবার রাতে ওই নারী এ ঘটনার শিকার হন বলে জানা গেছে।
এ দিকে গত রাতেই আটক বাসের হেলপার আজাদ উদ্দিনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক।
ওসি এমদাদুল হক বলেন, ‘ওই নারীকে ধর্ষণচেষ্টার ঘটনায় তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত এমরান হোসেনসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারকৃত আজাদ হোসেনকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হবে। ভুক্তভোগীকে তাঁর মামার জিম্মায় দেওয়া হয়েছে। বাসের হেলপার এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে।’
পুলিশ বলছে, শুক্রবার রাত ৮টার দিকে চাটখিল থেকে নোয়াখালীর সোনাপুরে যাওয়ার জন্য ওই নারী জননী নামের একটি বাসে ওঠেন। ভুলক্রমে রামগঞ্জের সোনাপুর নামক স্থানে ওই নারীকে নামিয়ে দেয়। পরে ঘটনাটি ওই বাসচালক ও হেলপারকে জানালে তারা ওই নারীকে নোয়াখালীগামী অন্য একটি গাড়িতে তুলে দেওয়ার কথা বলে আবার গাড়িতে উঠে বসতে বলেন। এর কিছুক্ষণ পরেই এমরান হোসেন ও তাঁর দুই সহযোগী গাড়ি থেকে ওই নারীকে জোরপূর্বক তুলে নিয়ে বাস টার্মিনালের পেছনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে এ কথা জানতে পেরে বাজারের নৈশপ্রহরী শাহজাহান মিয়াসহ অন্যরা এগিয়ে গেলে অভিযুক্ত এমরান হোসেনসহ অন্যরা সেখান থেকে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে রামগঞ্জ থানা হেফাজতে নেয়।
এদিকে বাস টার্মিনালের প্রহরী শাহজাহান মিয়া ঘটনাস্থলেই মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হন। পরে তাঁকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগে তাঁর মৃত্যু হয় বলে জানান চিকিৎসক।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গুনময় পোদ্দার জানান, শাহজাহান মিয়া নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনার আগে মৃত্যু হয়েছে। হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে ধারণা করা হয়।
লক্ষ্মীপুরে রামগঞ্জে বাস থেকে নামিয়ে এক নারীকে (২২) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। আজ শনিবার সকালে এ ঘটনায় ওই নারী বাদী হয়ে রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় বাসের হেলপার আজাদ উদ্দিন ও উপজেলার কাজীরখিল এলাকার এমরান হোসেনের নাম উল্লেখসহ একজনকে অজ্ঞাত উল্লেখ করে এ মামলা করা হয়।
গতকাল শুক্রবার রাতে ওই নারী এ ঘটনার শিকার হন বলে জানা গেছে।
এ দিকে গত রাতেই আটক বাসের হেলপার আজাদ উদ্দিনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক।
ওসি এমদাদুল হক বলেন, ‘ওই নারীকে ধর্ষণচেষ্টার ঘটনায় তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত এমরান হোসেনসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারকৃত আজাদ হোসেনকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হবে। ভুক্তভোগীকে তাঁর মামার জিম্মায় দেওয়া হয়েছে। বাসের হেলপার এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে।’
পুলিশ বলছে, শুক্রবার রাত ৮টার দিকে চাটখিল থেকে নোয়াখালীর সোনাপুরে যাওয়ার জন্য ওই নারী জননী নামের একটি বাসে ওঠেন। ভুলক্রমে রামগঞ্জের সোনাপুর নামক স্থানে ওই নারীকে নামিয়ে দেয়। পরে ঘটনাটি ওই বাসচালক ও হেলপারকে জানালে তারা ওই নারীকে নোয়াখালীগামী অন্য একটি গাড়িতে তুলে দেওয়ার কথা বলে আবার গাড়িতে উঠে বসতে বলেন। এর কিছুক্ষণ পরেই এমরান হোসেন ও তাঁর দুই সহযোগী গাড়ি থেকে ওই নারীকে জোরপূর্বক তুলে নিয়ে বাস টার্মিনালের পেছনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে এ কথা জানতে পেরে বাজারের নৈশপ্রহরী শাহজাহান মিয়াসহ অন্যরা এগিয়ে গেলে অভিযুক্ত এমরান হোসেনসহ অন্যরা সেখান থেকে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে রামগঞ্জ থানা হেফাজতে নেয়।
এদিকে বাস টার্মিনালের প্রহরী শাহজাহান মিয়া ঘটনাস্থলেই মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হন। পরে তাঁকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগে তাঁর মৃত্যু হয় বলে জানান চিকিৎসক।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গুনময় পোদ্দার জানান, শাহজাহান মিয়া নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনার আগে মৃত্যু হয়েছে। হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে ধারণা করা হয়।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে