নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপল্লিতে হামলার ঘটনায় দুটি মামলায় ৫৯ জন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বুধবার আসামিরা জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন-উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হান্নান মিয়া, হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. জামাল মিয়া, সাবেক সহসাংগঠনিক সম্পাদক আজদু মিয়াসহ দলের অনেক নেতা-কর্মী।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৬ সালের ৩০ অক্টোবর রাসরাজ দাস নামে একটি ফেসবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপল্লিতে এ হামলার ঘটনা ঘটে। পরে দেশে-বিদেশে এ হামলার ঘটনায় প্রতিবাদ জানান বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। সে দিনের ঘটনায় ৮টি মামলা দায়ের করা হয়েছিল। এরই মধ্যে নাসিরনগর সদরের দত্ত বাড়িতে হামলার ঘটনায় কাজল জ্যোতি দত্ত বাদী হয়ে একটি দায়ের করেন। একই সঙ্গে উপজেলার হরিপুর ইউনিয়নের রসরাজ দাসের বাড়িতে হামলার ঘটনায় তাঁর ভাই দয়াময় দাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় গতকাল আদালতে হাজিরা দিতে গিয়ে তাঁরা গ্রেপ্তার হন।
মামলার দায়িত্বপ্রাপ্ত কোর্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) কামরুল ইসলাম বলেন, দুটি মামলায় ৫৯ জন আদালতে হাজিরা দিতে গেলে আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ২০১৬ সালের ৩০ অক্টোবরের ঘটনায় সব কটি মামলার তদন্ত প্রতিবেদনই আদালতে জমা দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপল্লিতে হামলার ঘটনায় দুটি মামলায় ৫৯ জন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বুধবার আসামিরা জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন-উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হান্নান মিয়া, হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. জামাল মিয়া, সাবেক সহসাংগঠনিক সম্পাদক আজদু মিয়াসহ দলের অনেক নেতা-কর্মী।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৬ সালের ৩০ অক্টোবর রাসরাজ দাস নামে একটি ফেসবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপল্লিতে এ হামলার ঘটনা ঘটে। পরে দেশে-বিদেশে এ হামলার ঘটনায় প্রতিবাদ জানান বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। সে দিনের ঘটনায় ৮টি মামলা দায়ের করা হয়েছিল। এরই মধ্যে নাসিরনগর সদরের দত্ত বাড়িতে হামলার ঘটনায় কাজল জ্যোতি দত্ত বাদী হয়ে একটি দায়ের করেন। একই সঙ্গে উপজেলার হরিপুর ইউনিয়নের রসরাজ দাসের বাড়িতে হামলার ঘটনায় তাঁর ভাই দয়াময় দাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় গতকাল আদালতে হাজিরা দিতে গিয়ে তাঁরা গ্রেপ্তার হন।
মামলার দায়িত্বপ্রাপ্ত কোর্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) কামরুল ইসলাম বলেন, দুটি মামলায় ৫৯ জন আদালতে হাজিরা দিতে গেলে আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ২০১৬ সালের ৩০ অক্টোবরের ঘটনায় সব কটি মামলার তদন্ত প্রতিবেদনই আদালতে জমা দেওয়া হয়েছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে