হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীতে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলায় হারজিত নিয়ে কথা-কাটাকাটির জেরে এক চা দোকানিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম মো. ফারুক (৩৭)। এ ঘটনায় নিহতের ছোট বোন জেসমিন আক্তার গুরুতর আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার আমান বাজার জয়নাব ক্লাবের পশ্চিম পাশের নাজিম কলোনিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ফারুক পরিবার নিয়ে কলোনিতে ভাড়া থাকতেন। তার বাবার নাম কোরবান আলী ফোকাস বাচ্চু। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়।
ঘটনার খবর পেয়ে মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মইনুদ্দিন চিশতী নামে একজনকে আটক করেছে মডেল থানা-পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্র জানায়, আইপিএল খেলার হারজিত নিয়ে মঙ্গলবার রাতে চা দোকানি ফারুকের সঙ্গে ফয়সালের কথা-কাটাকাটি হয়। এর জেরে ফয়সাল দলবল নিয়ে প্রথমে ফারুকের চা দোকানে এবং পরবর্তীতে বাসায় হামলা চালায়। এ সময় হামলাকারীদের হাতে থাকা লাঠিসোঁটা ও তাদের উপর্যুপরি কিল ঘুষির আঘাতে ফারুক ও তার বোন জেসমিন আহত হয়। আহত অবস্থায় ফারুককে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে ঘটনাস্থল পরিদর্শনকারী হাটহাজারী থানা উপপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘গত মঙ্গলবার রাত ১১টা থেকে ১টার মধ্যে আমান বাজারের জয়নাব ক্লাবের পশ্চিম পাশে নাজিম কলোনির ভাড়া বাসায় ফয়সাল ও ফারুক নামের দুই যুবকের মধ্যে মারামারি হয়। মূলত আইপিএল খেলা নিয়ে এ ঘটনা ঘটে। ঘটনার মূল হোতা ফয়সাল এখনো গ্রেপ্তার হননি।’
আজ বুধবার বিকেলে হাটহাজারী মডেল থানা ডিউটি অফিসার উপপরিদর্শক মো. বেলাল আজকের পত্রিকাকে জানান, নিহত ফারুকের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ এখনো পাওয়া যায়নি।
নিহত ফারুকের মা সুরমা বেগম বলেন, ‘আমি আমার ছেলে হত্যার বিচার দাবি করছি। এই ঘটনায় অভিযুক্তদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করব।’
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, ‘ক্রিকেট (আইপিএল) খেলা নিয়ে কথা-কাটাকাটির জেরে ফারুক নামে চা দোকানিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলা তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামের হাটহাজারীতে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলায় হারজিত নিয়ে কথা-কাটাকাটির জেরে এক চা দোকানিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম মো. ফারুক (৩৭)। এ ঘটনায় নিহতের ছোট বোন জেসমিন আক্তার গুরুতর আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার আমান বাজার জয়নাব ক্লাবের পশ্চিম পাশের নাজিম কলোনিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ফারুক পরিবার নিয়ে কলোনিতে ভাড়া থাকতেন। তার বাবার নাম কোরবান আলী ফোকাস বাচ্চু। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়।
ঘটনার খবর পেয়ে মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মইনুদ্দিন চিশতী নামে একজনকে আটক করেছে মডেল থানা-পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্র জানায়, আইপিএল খেলার হারজিত নিয়ে মঙ্গলবার রাতে চা দোকানি ফারুকের সঙ্গে ফয়সালের কথা-কাটাকাটি হয়। এর জেরে ফয়সাল দলবল নিয়ে প্রথমে ফারুকের চা দোকানে এবং পরবর্তীতে বাসায় হামলা চালায়। এ সময় হামলাকারীদের হাতে থাকা লাঠিসোঁটা ও তাদের উপর্যুপরি কিল ঘুষির আঘাতে ফারুক ও তার বোন জেসমিন আহত হয়। আহত অবস্থায় ফারুককে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে ঘটনাস্থল পরিদর্শনকারী হাটহাজারী থানা উপপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘গত মঙ্গলবার রাত ১১টা থেকে ১টার মধ্যে আমান বাজারের জয়নাব ক্লাবের পশ্চিম পাশে নাজিম কলোনির ভাড়া বাসায় ফয়সাল ও ফারুক নামের দুই যুবকের মধ্যে মারামারি হয়। মূলত আইপিএল খেলা নিয়ে এ ঘটনা ঘটে। ঘটনার মূল হোতা ফয়সাল এখনো গ্রেপ্তার হননি।’
আজ বুধবার বিকেলে হাটহাজারী মডেল থানা ডিউটি অফিসার উপপরিদর্শক মো. বেলাল আজকের পত্রিকাকে জানান, নিহত ফারুকের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ এখনো পাওয়া যায়নি।
নিহত ফারুকের মা সুরমা বেগম বলেন, ‘আমি আমার ছেলে হত্যার বিচার দাবি করছি। এই ঘটনায় অভিযুক্তদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করব।’
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, ‘ক্রিকেট (আইপিএল) খেলা নিয়ে কথা-কাটাকাটির জেরে ফারুক নামে চা দোকানিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলা তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে