নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে মোটরসাইকেলের বিকট শব্দ করা নিয়ে ঝগড়ার জেরে মনিরুজ্জামান রাফি (২৫) হত্যার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িতরা উঠতি বয়সের তরুণ। তাঁরা পাড়া–মহল্লার অপরাধী চক্র হিসেবে পরিচিত ‘কিশোর গ্যাং’–এর সদস্য।
সোমবার (১০ জুন) দুপুরে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) শাকিলা সোলতানা এক সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডে জড়িত সাতজনকে গ্রেপ্তারসহ ওই খুনের ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
গ্রেপ্তার সাতজন হলেন—জাহিদুল ইসলাম (২২), মোবারক হোসেন (২৩), ইকবাল হোসেন ইমন (২২), শাহরিয়ার আল আহমেদ (২০), তাহরিয়ার আহমেদ বাঁধন (২০), মারুফ চৌধুরী (২১) ও জুবায়ের বাশার (৩৪)।
এর আগে রোববার ভোর সাড়ে ৪টা নাগাদ পতেঙ্গা সি–বিচ এলাকায় দুই পক্ষের মারামারিতে ছুরিকাঘাতের শিকার হন মনিরুজ্জামান রাফি। একই ঘটনায় রায়হান (২৭) নামে তাঁর এক বন্ধু আহত হয়েছেন। নিহত রাফি চট্টগ্রাম নগরীর দক্ষিণ–মধ্যম হালিশহরের বাকের আলী ফকিরের টেক এলাকার বাসিন্দা।
সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানা বলেন, রোববার ভোর ৪টার পরে আমাদের কাছে খবর আসে, মোটরসাইকেলের সাইলেন্সারের বিকট শব্দ নিয়ে দু–গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এর মধ্যে এক গ্রুপে চার থেকে পাঁচজন, অন্য গ্রুপে ১৪ থেকে ১৫ জন ছিল।
তদন্তে জানা গেছে, ১৫ জনের গ্রুপটি চারজনের গ্রুপের ওপর হামলা করে। হামলার একপর্যায়ে রাফিকে অপর পক্ষের লোকজন ছুরিকাঘাত করে ও তাঁর বন্ধু রায়হানকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে নিয়ে গেলে রাফিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছুরিকাঘাতকারী মোবারক হোসেনও গ্রেপ্তার হয়েছেন।
মোটরসাইকেলের সাইলেন্সারের উচ্চশব্দ নিয়ে ঝগড়ার সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানান পুলিশ কর্মকর্তা শাকিলা।
হত্যাকাণ্ডে জড়িতদের সঙ্গে কিশোর গ্যাংয়ের সংশ্লিষ্টতা পাওয়া গেছে জানিয়ে উপ কমিশনার বলেন, ‘এটি কিশোর গ্যাংয়ের হত্যাকাণ্ড ধরে নেওয়া যায়। কারণ যারা এ কাজ করেছে তারা অনেকেই সদ্য কৈশোর পার করা উঠতি বয়সের তরুণ। এরা গভীর রাতে কিংবা ভোরে মোটরসাইকেল নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে। তারা বিচে গিয়ে মারামারি করবে, এটি অস্বাভাবিক কিছু নয়।’
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, রাফি ও তাঁর তিন বন্ধু রাতে কোরবানির পশুর হাটে গিয়েছিলেন। সেখানে গরু দেখা শেষে মোটরসাইকেল করে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় ঘুরতে গিয়েছিলেন। এ সময় তাঁদের মোটরসাইকেলের উচ্চশব্দ নিয়ে মোবারকসহ স্থানীয় কয়েকজন ছেলের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। পরে স্থানীয়রা তাঁদের ঝগড়া থামিয়ে দুই গ্রুপকে দুদিকে পাঠিয়ে দেয়।
ওসি বলেন, রাফি ও তাঁর বন্ধুরা কিছুক্ষণ পতেঙ্গা সি–বিচ এলাকায় ঘোরাঘুরির একপর্যায়ে মোবারক তাঁর গ্রুপ নিয়ে এসে আবার তাঁদের ওপর হামলা করে। এ সময় মোবারক তাঁর হাতে থাকা ছুরি দিয়ে রাফিকে এলোপাতাড়ি আঘাত করেন। খবর পেয়েই পুলিশ অভিযান চালিয়ে প্রথমে চারজন ও তাঁদের দেওয়া তথ্যমতে মোবারকসহ বাকি তিনজনকে কোতোয়ালি এলাকা থেকে গ্রেপ্তার করে।।
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে মোটরসাইকেলের বিকট শব্দ করা নিয়ে ঝগড়ার জেরে মনিরুজ্জামান রাফি (২৫) হত্যার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িতরা উঠতি বয়সের তরুণ। তাঁরা পাড়া–মহল্লার অপরাধী চক্র হিসেবে পরিচিত ‘কিশোর গ্যাং’–এর সদস্য।
সোমবার (১০ জুন) দুপুরে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) শাকিলা সোলতানা এক সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডে জড়িত সাতজনকে গ্রেপ্তারসহ ওই খুনের ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
গ্রেপ্তার সাতজন হলেন—জাহিদুল ইসলাম (২২), মোবারক হোসেন (২৩), ইকবাল হোসেন ইমন (২২), শাহরিয়ার আল আহমেদ (২০), তাহরিয়ার আহমেদ বাঁধন (২০), মারুফ চৌধুরী (২১) ও জুবায়ের বাশার (৩৪)।
এর আগে রোববার ভোর সাড়ে ৪টা নাগাদ পতেঙ্গা সি–বিচ এলাকায় দুই পক্ষের মারামারিতে ছুরিকাঘাতের শিকার হন মনিরুজ্জামান রাফি। একই ঘটনায় রায়হান (২৭) নামে তাঁর এক বন্ধু আহত হয়েছেন। নিহত রাফি চট্টগ্রাম নগরীর দক্ষিণ–মধ্যম হালিশহরের বাকের আলী ফকিরের টেক এলাকার বাসিন্দা।
সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানা বলেন, রোববার ভোর ৪টার পরে আমাদের কাছে খবর আসে, মোটরসাইকেলের সাইলেন্সারের বিকট শব্দ নিয়ে দু–গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এর মধ্যে এক গ্রুপে চার থেকে পাঁচজন, অন্য গ্রুপে ১৪ থেকে ১৫ জন ছিল।
তদন্তে জানা গেছে, ১৫ জনের গ্রুপটি চারজনের গ্রুপের ওপর হামলা করে। হামলার একপর্যায়ে রাফিকে অপর পক্ষের লোকজন ছুরিকাঘাত করে ও তাঁর বন্ধু রায়হানকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে নিয়ে গেলে রাফিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছুরিকাঘাতকারী মোবারক হোসেনও গ্রেপ্তার হয়েছেন।
মোটরসাইকেলের সাইলেন্সারের উচ্চশব্দ নিয়ে ঝগড়ার সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানান পুলিশ কর্মকর্তা শাকিলা।
হত্যাকাণ্ডে জড়িতদের সঙ্গে কিশোর গ্যাংয়ের সংশ্লিষ্টতা পাওয়া গেছে জানিয়ে উপ কমিশনার বলেন, ‘এটি কিশোর গ্যাংয়ের হত্যাকাণ্ড ধরে নেওয়া যায়। কারণ যারা এ কাজ করেছে তারা অনেকেই সদ্য কৈশোর পার করা উঠতি বয়সের তরুণ। এরা গভীর রাতে কিংবা ভোরে মোটরসাইকেল নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে। তারা বিচে গিয়ে মারামারি করবে, এটি অস্বাভাবিক কিছু নয়।’
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, রাফি ও তাঁর তিন বন্ধু রাতে কোরবানির পশুর হাটে গিয়েছিলেন। সেখানে গরু দেখা শেষে মোটরসাইকেল করে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় ঘুরতে গিয়েছিলেন। এ সময় তাঁদের মোটরসাইকেলের উচ্চশব্দ নিয়ে মোবারকসহ স্থানীয় কয়েকজন ছেলের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। পরে স্থানীয়রা তাঁদের ঝগড়া থামিয়ে দুই গ্রুপকে দুদিকে পাঠিয়ে দেয়।
ওসি বলেন, রাফি ও তাঁর বন্ধুরা কিছুক্ষণ পতেঙ্গা সি–বিচ এলাকায় ঘোরাঘুরির একপর্যায়ে মোবারক তাঁর গ্রুপ নিয়ে এসে আবার তাঁদের ওপর হামলা করে। এ সময় মোবারক তাঁর হাতে থাকা ছুরি দিয়ে রাফিকে এলোপাতাড়ি আঘাত করেন। খবর পেয়েই পুলিশ অভিযান চালিয়ে প্রথমে চারজন ও তাঁদের দেওয়া তথ্যমতে মোবারকসহ বাকি তিনজনকে কোতোয়ালি এলাকা থেকে গ্রেপ্তার করে।।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে