রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করেছে জেলা শিক্ষা অফিস।
আজ সোমবার এ তথ্য নিশ্চিত করে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মো. ইখতেয়ার উদ্দীন আরাফাত জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নৈতিক স্খলনের গুরুতর অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ বিধি ২(খ) অনুচ্ছেদ মোতাবেক তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। প্রাথমিক জেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিনের স্বাক্ষরে এ বরখাস্তের আদেশ জারি হয়।
অভিযুক্ত শিক্ষকের নাম মো. বেলায়েত হোসেন (৪২)। তিনি লামকুপাড়া এলাকার নুরুল হুদার ছেলে। তিনি ১ নম্বর রামগড় ইউনিয়নে থানাচন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত।
মামলার এজাহার থেকে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে স্কুল ছুটির পর অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগী শিক্ষার্থী এবং তার অন্য এক বান্ধবীকে শ্রেণিকক্ষে অবস্থান করতে বলেন। তিনি শ্রেণিকক্ষে ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীকে প্রথম সারিতে এবং ভুক্তভোগী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে পেছনের সারিতে বসান। পরে ভুক্তভোগীকে নানাভাবে শারীরিকভাবে যৌন নিপীড়নের চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ থাকায় অভিযুক্ত শিক্ষক তার হাতে ১০০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। ভুক্তভোগী ছাত্রী বাড়িতে গিয়ে ঘটনাটি মাকে জানায়। এ ঘটনার কথা শুনে ভুক্তভোগীর মা স্থানীয়দের বিষয়টি অবহিত করেন। এবং গত শুক্রবার রামগড় থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত পলাতক শিক্ষক বেলায়েত হোসেনকে গ্রেপ্তারের দাবিতে আজ সোমবার রামগড় বাজারে সচেতন শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।
এ বিষয়ে রামগড় থানার ওসি মো. শামসুজ্জামান জানান, আসামি গ্রেপ্তারের জোরালো প্রচেষ্টা চালানো হচ্ছে। খুব দ্রুত আসামিকে গ্রেপ্তার করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খাগড়াছড়ির রামগড়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করেছে জেলা শিক্ষা অফিস।
আজ সোমবার এ তথ্য নিশ্চিত করে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মো. ইখতেয়ার উদ্দীন আরাফাত জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নৈতিক স্খলনের গুরুতর অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ বিধি ২(খ) অনুচ্ছেদ মোতাবেক তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। প্রাথমিক জেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিনের স্বাক্ষরে এ বরখাস্তের আদেশ জারি হয়।
অভিযুক্ত শিক্ষকের নাম মো. বেলায়েত হোসেন (৪২)। তিনি লামকুপাড়া এলাকার নুরুল হুদার ছেলে। তিনি ১ নম্বর রামগড় ইউনিয়নে থানাচন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত।
মামলার এজাহার থেকে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে স্কুল ছুটির পর অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগী শিক্ষার্থী এবং তার অন্য এক বান্ধবীকে শ্রেণিকক্ষে অবস্থান করতে বলেন। তিনি শ্রেণিকক্ষে ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীকে প্রথম সারিতে এবং ভুক্তভোগী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে পেছনের সারিতে বসান। পরে ভুক্তভোগীকে নানাভাবে শারীরিকভাবে যৌন নিপীড়নের চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ থাকায় অভিযুক্ত শিক্ষক তার হাতে ১০০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। ভুক্তভোগী ছাত্রী বাড়িতে গিয়ে ঘটনাটি মাকে জানায়। এ ঘটনার কথা শুনে ভুক্তভোগীর মা স্থানীয়দের বিষয়টি অবহিত করেন। এবং গত শুক্রবার রামগড় থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত পলাতক শিক্ষক বেলায়েত হোসেনকে গ্রেপ্তারের দাবিতে আজ সোমবার রামগড় বাজারে সচেতন শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।
এ বিষয়ে রামগড় থানার ওসি মো. শামসুজ্জামান জানান, আসামি গ্রেপ্তারের জোরালো প্রচেষ্টা চালানো হচ্ছে। খুব দ্রুত আসামিকে গ্রেপ্তার করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে