লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে জেলে পরিবারের দুই শিশুকে মারধর ও মাটিতে ফেলে নির্যাতনের অভিযোগ উঠেছে কোস্টগার্ডের এক কর্মকর্তার বিরুদ্ধে। আহত শিশুরা হলো—মো. অন্তর (১০) ও মো. মিরাজ (১২)।
এ ঘটনায় স্থানীয়দের তোপের মুখে আহত শিশুদের সদর হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছেন অভিযুক্ত কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ড আনোয়ার হোসেন।
আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার মজুচৌধুরীর হাট ঘাট এলাকার অদূরে মেঘনা নদীর মোহনায় নির্যাতনের এ ঘটনা ঘটে।
আহত অন্তর ও রিয়াজ সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের মজুচৌধুরীরহাট ঘাট এলাকার মেঘনা নদীতে ভাসমান (মানতা) জেলে সম্প্রদায়ের যথাক্রমে আলমাস ও রফিক মাঝির ছেলে।
স্থানীয় ও আহতদের স্বজনেরা জানান, দুপুরে মজুচৌধুরীরহাট ঘাটের অদূরে মেঘনা নদীর পাড়ে নৌকা রেখে মাছ ধরছিল অন্তর ও রিয়াজ। এ সময় কোস্টগার্ড সদস্যরা নদীতে টহল দিচ্ছিলেন। দুই শিশুকে নদীর পাড়ে দেখতে পেয়ে কোস্টগার্ডের সদস্যরা কাছে ডাকে। পরে কোস্টগার্ডের সদস্যদের দেখে অন্তর ও মিরাজ ভয়ে কূলে উঠে দৌড়ে পালানোর চেষ্টা করে। কোস্টগার্ডের সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে। পরে কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আনোয়ার হোসেন লাঠি দিয়ে ওই দুই শিশুকে মারধর করেন।
একপর্যায়ে অন্তর মাটিতে পড়ে গেলে কোস্টগার্ডের (সিসি) আনোয়ার হোসেন বুকের ওপর পা দিয়ে নির্যাতন চালায় বলে অভিযোগ আহত দুই শিশুর। পরে স্থানীয়দের তোপের মুখে দুই শিশুকে বিকেলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান কোস্টগার্ডের ওই কর্মকর্তা।
আহত শিশুদের বাবা আলমাস হোসেন ও রফিক মাঝি বলেন, নির্যাতন করে দুই শিশুকে আহত করেছেন কোস্টগার্ডের কর্মকর্তা আনোয়ার হোসেন। কী কারণে এমন নির্যাতন করা হয়েছে, সেটাও জানা নেই। এ বিষয়ে তদন্ত করে জড়িত কোস্টগার্ডের কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
এ দিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দোহাই দিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি অভিযুক্ত কন্টিনজেন্ট কমান্ড আনোয়ার হোসেন।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর হাসপাতালের ডিউটি অফিসার ডা. কমলাশীষ রায় বলেন, ‘লক্ষ্মীপুর কোস্টগার্ডের কর্মকর্তা আনোয়ার হোসেন আহত অবস্থায় দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্তর নামে শিশুটির বুকের ডাক্তারি পরীক্ষার পর বাকিটা বলা যাবে।’
লক্ষ্মীপুরে জেলে পরিবারের দুই শিশুকে মারধর ও মাটিতে ফেলে নির্যাতনের অভিযোগ উঠেছে কোস্টগার্ডের এক কর্মকর্তার বিরুদ্ধে। আহত শিশুরা হলো—মো. অন্তর (১০) ও মো. মিরাজ (১২)।
এ ঘটনায় স্থানীয়দের তোপের মুখে আহত শিশুদের সদর হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছেন অভিযুক্ত কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ড আনোয়ার হোসেন।
আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার মজুচৌধুরীর হাট ঘাট এলাকার অদূরে মেঘনা নদীর মোহনায় নির্যাতনের এ ঘটনা ঘটে।
আহত অন্তর ও রিয়াজ সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের মজুচৌধুরীরহাট ঘাট এলাকার মেঘনা নদীতে ভাসমান (মানতা) জেলে সম্প্রদায়ের যথাক্রমে আলমাস ও রফিক মাঝির ছেলে।
স্থানীয় ও আহতদের স্বজনেরা জানান, দুপুরে মজুচৌধুরীরহাট ঘাটের অদূরে মেঘনা নদীর পাড়ে নৌকা রেখে মাছ ধরছিল অন্তর ও রিয়াজ। এ সময় কোস্টগার্ড সদস্যরা নদীতে টহল দিচ্ছিলেন। দুই শিশুকে নদীর পাড়ে দেখতে পেয়ে কোস্টগার্ডের সদস্যরা কাছে ডাকে। পরে কোস্টগার্ডের সদস্যদের দেখে অন্তর ও মিরাজ ভয়ে কূলে উঠে দৌড়ে পালানোর চেষ্টা করে। কোস্টগার্ডের সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে। পরে কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আনোয়ার হোসেন লাঠি দিয়ে ওই দুই শিশুকে মারধর করেন।
একপর্যায়ে অন্তর মাটিতে পড়ে গেলে কোস্টগার্ডের (সিসি) আনোয়ার হোসেন বুকের ওপর পা দিয়ে নির্যাতন চালায় বলে অভিযোগ আহত দুই শিশুর। পরে স্থানীয়দের তোপের মুখে দুই শিশুকে বিকেলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান কোস্টগার্ডের ওই কর্মকর্তা।
আহত শিশুদের বাবা আলমাস হোসেন ও রফিক মাঝি বলেন, নির্যাতন করে দুই শিশুকে আহত করেছেন কোস্টগার্ডের কর্মকর্তা আনোয়ার হোসেন। কী কারণে এমন নির্যাতন করা হয়েছে, সেটাও জানা নেই। এ বিষয়ে তদন্ত করে জড়িত কোস্টগার্ডের কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
এ দিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দোহাই দিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি অভিযুক্ত কন্টিনজেন্ট কমান্ড আনোয়ার হোসেন।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর হাসপাতালের ডিউটি অফিসার ডা. কমলাশীষ রায় বলেন, ‘লক্ষ্মীপুর কোস্টগার্ডের কর্মকর্তা আনোয়ার হোসেন আহত অবস্থায় দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্তর নামে শিশুটির বুকের ডাক্তারি পরীক্ষার পর বাকিটা বলা যাবে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে