অনলাইন ডেস্ক
চট্টগ্রাম: মাহমুদা খানম মিতু হত্যা মামলায় বাবা মোশাররফ হোসেনের করা মামলায় প্রধান আসামী সাবেক এসপি বাবুল আক্তারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বেলা তিনটার দিকে সিনিয়র মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান এই রিমান্ড দেন।
এই মামলায় পিবিআইয়ের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন চাওয়া হয়েছিল। অন্যদিকে জামিন চেয়ে আদালতে আবেদন করেন আসামীপক্ষের আইনজীবী। শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে তাকে পাঁচদিনের রিমান্ড দেন।
এদিকে বাদীপক্ষের আইনজীবী মামলার অপর দুই আসামী মোতালেব ও ওয়াসিমকেও নতুন শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেন। তবে ওই দুই আসামী আদালতে উপস্থিত না থাকায় এ আবেদনে সাড়া দেননি বিচারক। পরবর্তীতে শুনাানীতে তাদের আদালতে আনা হলে শ্যেন অ্যারেস্ট দেখানো যেতে পারে বলে জানায় আদালত।
আদালত সূত্র জানায়, শুনানির সময় বাবুল আক্তার পিছনের সারিতে বসে থাকায় বিচারক তাতে আপত্তি জানান। পরে তাকে সাধারণ আসামীদের মতই দাঁঁড় করিয়ে শুনানিতে অংশ নেয়ার নির্দেশ দেন তিনি।
এর আগে বাবুল আক্তারকে বিশেষ পুলিশি পাহারায় আদালতে নিয়ে আসা হয়। এসময় পুলিশ, সাংবাদিক ও উৎসুক জনতার ভীড়ে সরগরম হয়ে উঠে নতুন আদালত ভবনের প্রাঙ্গন। বুধবার বেলা দুইটার দিকে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় বাবুলসহ আটজনকে আসামি করে হত্যা মামলা করেন মোশাররফ হোসেন।
২০১৬ সালের ৫ জুন ভোরে চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন মাহমুদা খানম মিতু। তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন।
মিতু হত্যাকাণ্ডের মোড় ঘুরতে শুরু করে ২০১৬ সালের ২৪ জুন ডিবি কার্যালয়ে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের পর। এসময় হত্যাকাণ্ডে বাবুল আক্তারের সম্পৃক্ততা রয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। ওই বছরের ৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।
আরও পড়ুন:
চট্টগ্রাম: মাহমুদা খানম মিতু হত্যা মামলায় বাবা মোশাররফ হোসেনের করা মামলায় প্রধান আসামী সাবেক এসপি বাবুল আক্তারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বেলা তিনটার দিকে সিনিয়র মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান এই রিমান্ড দেন।
এই মামলায় পিবিআইয়ের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন চাওয়া হয়েছিল। অন্যদিকে জামিন চেয়ে আদালতে আবেদন করেন আসামীপক্ষের আইনজীবী। শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে তাকে পাঁচদিনের রিমান্ড দেন।
এদিকে বাদীপক্ষের আইনজীবী মামলার অপর দুই আসামী মোতালেব ও ওয়াসিমকেও নতুন শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেন। তবে ওই দুই আসামী আদালতে উপস্থিত না থাকায় এ আবেদনে সাড়া দেননি বিচারক। পরবর্তীতে শুনাানীতে তাদের আদালতে আনা হলে শ্যেন অ্যারেস্ট দেখানো যেতে পারে বলে জানায় আদালত।
আদালত সূত্র জানায়, শুনানির সময় বাবুল আক্তার পিছনের সারিতে বসে থাকায় বিচারক তাতে আপত্তি জানান। পরে তাকে সাধারণ আসামীদের মতই দাঁঁড় করিয়ে শুনানিতে অংশ নেয়ার নির্দেশ দেন তিনি।
এর আগে বাবুল আক্তারকে বিশেষ পুলিশি পাহারায় আদালতে নিয়ে আসা হয়। এসময় পুলিশ, সাংবাদিক ও উৎসুক জনতার ভীড়ে সরগরম হয়ে উঠে নতুন আদালত ভবনের প্রাঙ্গন। বুধবার বেলা দুইটার দিকে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় বাবুলসহ আটজনকে আসামি করে হত্যা মামলা করেন মোশাররফ হোসেন।
২০১৬ সালের ৫ জুন ভোরে চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন মাহমুদা খানম মিতু। তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন।
মিতু হত্যাকাণ্ডের মোড় ঘুরতে শুরু করে ২০১৬ সালের ২৪ জুন ডিবি কার্যালয়ে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের পর। এসময় হত্যাকাণ্ডে বাবুল আক্তারের সম্পৃক্ততা রয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। ওই বছরের ৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে