লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে পেঁয়াজ চুরির অপবাদে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. ফারুক হোসেনকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় বর্তমান ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে পোদ্দার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এর আগে আজ সকালে ফারুক হোসেনের ছেলে মহিউদ্দিন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৯ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন বশিকপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ড সদস্য আবদুর রহিম, আবুল কালাম আজাদ ও শরাফত উল্যাহ।
মামলার বাদী ফারুক হোসেনের ছেলে মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘পরিকল্পিতভাবে চুরির অপবাদ দিয়ে আমার বাবাকে অমানুষিক নির্যাতন করা হয়েছে। বাবা একসময় ইউপি সদস্য ছিলেন। বর্তমানে দশঘরিয়া বাজারে সুনামের সঙ্গে ব্যবসা করেন।’ এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ইউপি সদস্য আবদুর রহিমসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, ইউপি সদস্য আবদুর রহিমের ভাই আবুল কালাম বাবুলের দোকান থেকে গতকাল শুক্রবার দুপুরে কে বা কারা এক বস্তা পেঁয়াজ নিয়ে যায়। গতকাল শনিবার সকালে ফারুক হোসেন পোদ্দার বাজারে এলে ব্যবসায়ী বাবুল তাঁকে পেঁয়াজ চুরির অপবাদ দিয়ে আটক করেন। তিনি তাঁর ভাই ইউপি সদস্য আবদুর রহিমকে খবর দেন। পরে আবদুর রহিমসহ ১০-১৫ জন এসে পোদ্দার বাজার সড়কের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে তাঁকে লোহার শিকল দিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করেন।
লক্ষ্মীপুরে পেঁয়াজ চুরির অপবাদে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. ফারুক হোসেনকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় বর্তমান ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে পোদ্দার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এর আগে আজ সকালে ফারুক হোসেনের ছেলে মহিউদ্দিন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৯ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন বশিকপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ড সদস্য আবদুর রহিম, আবুল কালাম আজাদ ও শরাফত উল্যাহ।
মামলার বাদী ফারুক হোসেনের ছেলে মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘পরিকল্পিতভাবে চুরির অপবাদ দিয়ে আমার বাবাকে অমানুষিক নির্যাতন করা হয়েছে। বাবা একসময় ইউপি সদস্য ছিলেন। বর্তমানে দশঘরিয়া বাজারে সুনামের সঙ্গে ব্যবসা করেন।’ এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ইউপি সদস্য আবদুর রহিমসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, ইউপি সদস্য আবদুর রহিমের ভাই আবুল কালাম বাবুলের দোকান থেকে গতকাল শুক্রবার দুপুরে কে বা কারা এক বস্তা পেঁয়াজ নিয়ে যায়। গতকাল শনিবার সকালে ফারুক হোসেন পোদ্দার বাজারে এলে ব্যবসায়ী বাবুল তাঁকে পেঁয়াজ চুরির অপবাদ দিয়ে আটক করেন। তিনি তাঁর ভাই ইউপি সদস্য আবদুর রহিমকে খবর দেন। পরে আবদুর রহিমসহ ১০-১৫ জন এসে পোদ্দার বাজার সড়কের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে তাঁকে লোহার শিকল দিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করেন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৭ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৭ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে