ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে দশম শ্রেণির মাদ্রাসাশিক্ষার্থীকে ইভ টিজিং, শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগে তিনজনকে আটক করে থানা-পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ রোববার সকালে উপজেলার ৮ নম্বর পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন মো. ফয়সাল (২২), মো. মারুফ হোসেন (১৮) ও রবিন (১৮)।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়ার পথে ইভ টিজিংয়ের শিকার হয়। শিক্ষার্থী প্রতিবাদ করলে আটক ব্যক্তিরা প্রথমে শিক্ষার্থীকে শ্লীলতাহানি করে। পরে তাকে পিটিয়ে রাস্তার ওপর ফেলে দেয়। শিক্ষার্থীর চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার এবং অভিযুক্ত ব্যক্তিদের আটক করেন।
এ বিষয়ে খবর পেয়ে সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ, ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ কয়েকজন শিক্ষক ওই স্থানে ছুটে যান। তাঁরা শিক্ষার্থী ও অভিযুক্ত ব্যক্তিদের মাদ্রাসায় নিয়ে যান এবং ফরিদগঞ্জ থানা-পুলিশে খবর দেন। খবর পেয়ে এসআই রুবেল ফরায়েজিসহ সঙ্গীয় ফোর্স মাদ্রাসায় উপস্থিত হয়ে ভুক্তভোগী শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ শোনেন। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা অপরাধ স্বীকার করলে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী ও মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীরা বলে, ‘এসব বখাটের উপযুক্ত শাস্তি, শিক্ষার পরিবেশ ও সার্বিক নিরাপত্তা চাই।’
সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ বলেন, ‘ছাত্রীকে ইভ টিজিং, শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে সত্যতা পেয়েছি। শুধু আজ নয়, এর আগেও এমন অভিযোগ শোনা গেছে। ছাত্রীরা নিরাপত্তার ভয়ে সাধারণত প্রকাশ্যে অভিযোগ করে না।’
অধ্যক্ষ আরও বলেন, আবদুর রহিম (৩২) নামে এক যুবক ফরিদগঞ্জ থেকে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা চালান। একই সঙ্গে উচ্চবাচ্যও করেন। শুধু তা-ই নয়, গণমাধ্যমকর্মীদের কাজে বাধা প্রদান, অসদাচরণ ও হুমকি দেন তিনি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়ে তিনজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
চাঁদপুরের ফরিদগঞ্জে দশম শ্রেণির মাদ্রাসাশিক্ষার্থীকে ইভ টিজিং, শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগে তিনজনকে আটক করে থানা-পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ রোববার সকালে উপজেলার ৮ নম্বর পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন মো. ফয়সাল (২২), মো. মারুফ হোসেন (১৮) ও রবিন (১৮)।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়ার পথে ইভ টিজিংয়ের শিকার হয়। শিক্ষার্থী প্রতিবাদ করলে আটক ব্যক্তিরা প্রথমে শিক্ষার্থীকে শ্লীলতাহানি করে। পরে তাকে পিটিয়ে রাস্তার ওপর ফেলে দেয়। শিক্ষার্থীর চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার এবং অভিযুক্ত ব্যক্তিদের আটক করেন।
এ বিষয়ে খবর পেয়ে সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ, ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ কয়েকজন শিক্ষক ওই স্থানে ছুটে যান। তাঁরা শিক্ষার্থী ও অভিযুক্ত ব্যক্তিদের মাদ্রাসায় নিয়ে যান এবং ফরিদগঞ্জ থানা-পুলিশে খবর দেন। খবর পেয়ে এসআই রুবেল ফরায়েজিসহ সঙ্গীয় ফোর্স মাদ্রাসায় উপস্থিত হয়ে ভুক্তভোগী শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ শোনেন। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা অপরাধ স্বীকার করলে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী ও মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীরা বলে, ‘এসব বখাটের উপযুক্ত শাস্তি, শিক্ষার পরিবেশ ও সার্বিক নিরাপত্তা চাই।’
সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ বলেন, ‘ছাত্রীকে ইভ টিজিং, শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে সত্যতা পেয়েছি। শুধু আজ নয়, এর আগেও এমন অভিযোগ শোনা গেছে। ছাত্রীরা নিরাপত্তার ভয়ে সাধারণত প্রকাশ্যে অভিযোগ করে না।’
অধ্যক্ষ আরও বলেন, আবদুর রহিম (৩২) নামে এক যুবক ফরিদগঞ্জ থেকে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা চালান। একই সঙ্গে উচ্চবাচ্যও করেন। শুধু তা-ই নয়, গণমাধ্যমকর্মীদের কাজে বাধা প্রদান, অসদাচরণ ও হুমকি দেন তিনি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়ে তিনজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে