হিজলা (বরিশাল) প্রতিনিধি
বরিশালের হিজলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই মোয়াজ্জেম হাওলাদারের বাড়িতে হামলা করেছেন ছোট ভাই ও ভাতিজারা। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। এ সময় তিনজন আহত হয়েছেন।
অভিযুক্তরা হলেন- মোকলেছ হাওলাদার এবং তাঁর ছেলে নাহিদ ও শাওন। মোয়াজ্জেম হাওলাদার ও মোকলেছ হাওলাদার একই গ্রামের মকবুল হোসেন হাসেম হাওলাদারের ছেলে।
আহতদের মধ্যে রয়েছেন মোয়াজ্জেম হাওলাদারের স্ত্রী সুলতানা রাজিয়া, মেয়ে খাদিজা বেগম (৫০) ও মেয়ে জামাই ফখরুদ্দিন।
এ ঘটনায় হামলার শিকার খাদিজা বেগম বলেন, ফজরের নামাজের পর আমরা ঘরের মধ্যে ছিলাম। আমার বাবা নাইটগার্ডের চাকরি করেন। তাই চাচাতো ভাই শাওন ঘরে ঢুকে আমার বাবাকে না পেয়ে আমাদের মারধর করেন। তখন আমরা তাঁকে জোর করে ঘর থেকে বের করে দেই। এ কথা শুনে আমার চাচা, তাঁর ছেলে নাহিদ ও শাওন পুনরায় ঘরে ঢোকার চেষ্টা করেন। তখন ঘরে ঢুকতে না পেরে তাঁরা এলোপাতাড়ি ইট নিক্ষেপ করতে থাকেন। পরে স্থানীয় লোকজন আসলে তাঁরা চলে যায়।
খাদিজা বেগম আরও বলেন, ওই সময় ঘরের মধ্যে জিম্মি হয়ে ৯৯৯ এ ফোন দিয়ে উদ্ধারের দাবি জানাই। তখন হিজলা থানার এস আই ফারুক এসে আমাদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
প্রত্যক্ষদর্শী মতিন কাজি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা আহতদের ডাকচিৎকার শুনে আসছিলাম। পরে মোকলেছ হাওলাদার এবং তাঁর ছেলে নাহিদ ও শাওনকে শান্ত করার চেষ্টা করি।
এ বিষয়ে অভিযুক্ত শাওন বলেন, গত দু'দিন আগে আমার বাবাকে রাস্তায় ধরে আমার চাচা মারধর করেন। এ খবর শুনে তাঁদের বাড়িতে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম। আমরা কোনো হামলা করিনি।
বাড়িতে হামলার বিষয়ে হিজলা থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এস আই ফারুককে পাঠিয়েছিলাম। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালের হিজলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই মোয়াজ্জেম হাওলাদারের বাড়িতে হামলা করেছেন ছোট ভাই ও ভাতিজারা। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। এ সময় তিনজন আহত হয়েছেন।
অভিযুক্তরা হলেন- মোকলেছ হাওলাদার এবং তাঁর ছেলে নাহিদ ও শাওন। মোয়াজ্জেম হাওলাদার ও মোকলেছ হাওলাদার একই গ্রামের মকবুল হোসেন হাসেম হাওলাদারের ছেলে।
আহতদের মধ্যে রয়েছেন মোয়াজ্জেম হাওলাদারের স্ত্রী সুলতানা রাজিয়া, মেয়ে খাদিজা বেগম (৫০) ও মেয়ে জামাই ফখরুদ্দিন।
এ ঘটনায় হামলার শিকার খাদিজা বেগম বলেন, ফজরের নামাজের পর আমরা ঘরের মধ্যে ছিলাম। আমার বাবা নাইটগার্ডের চাকরি করেন। তাই চাচাতো ভাই শাওন ঘরে ঢুকে আমার বাবাকে না পেয়ে আমাদের মারধর করেন। তখন আমরা তাঁকে জোর করে ঘর থেকে বের করে দেই। এ কথা শুনে আমার চাচা, তাঁর ছেলে নাহিদ ও শাওন পুনরায় ঘরে ঢোকার চেষ্টা করেন। তখন ঘরে ঢুকতে না পেরে তাঁরা এলোপাতাড়ি ইট নিক্ষেপ করতে থাকেন। পরে স্থানীয় লোকজন আসলে তাঁরা চলে যায়।
খাদিজা বেগম আরও বলেন, ওই সময় ঘরের মধ্যে জিম্মি হয়ে ৯৯৯ এ ফোন দিয়ে উদ্ধারের দাবি জানাই। তখন হিজলা থানার এস আই ফারুক এসে আমাদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
প্রত্যক্ষদর্শী মতিন কাজি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা আহতদের ডাকচিৎকার শুনে আসছিলাম। পরে মোকলেছ হাওলাদার এবং তাঁর ছেলে নাহিদ ও শাওনকে শান্ত করার চেষ্টা করি।
এ বিষয়ে অভিযুক্ত শাওন বলেন, গত দু'দিন আগে আমার বাবাকে রাস্তায় ধরে আমার চাচা মারধর করেন। এ খবর শুনে তাঁদের বাড়িতে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম। আমরা কোনো হামলা করিনি।
বাড়িতে হামলার বিষয়ে হিজলা থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এস আই ফারুককে পাঠিয়েছিলাম। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে