বরিশাল প্রতিনিধি
বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনির (৩৪) বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক কলেজছাত্রী। মামলায় ওই ছাত্রী কাউন্সিলের বিরুদ্ধে তাঁকে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন। আজ সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন ওই কলেজছাত্রী।
আদালতের বিচারক ইয়ারব হোসেন মামলাটি আমলে নিয়ে আগামী ১৬ জুনের মধ্যে বরিশালের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
রনি নগরীর ৫ নম্বর ওয়ার্ডের বৌবাজার এলাকার রফিকুল ইসলাম মনজুর ছেলে। বর্তমানে তিনি সিটি করপোরেশনের প্রভাবশালী কাউন্সিলর হিসেবে পরিচিত।
মামলার সূত্রে জানা গেছে, চার-পাঁচ মাস আগে সিটি কাউন্সিলর রনির সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই কলেজছাত্রীর। একপর্যায়ে রনি ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেন। এমন সম্পর্ক সৃষ্টির পর কাউন্সিলর রনি প্রায়ই তরুণীকে তাঁর বাসায় যাওয়ার প্রস্তাব দিতেন। ৭ মে বিকেল ৪টায় রনি মোবাইল ফোনে ওই তরুণীকে বাসায় ডেকে আনেন। এরপর তিনি তাঁর নিজ বাসার দ্বিতীয়তলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করেন। পরের দিনও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটান কাউন্সিলর রনি।
এরপর ওই কলেজছাত্রী কাউন্সিলর রনিকে বিয়ের জন্য চাপ দেন। এ জন্য গত বৃহস্পতিবার রাতে বাসায় ডেকে নিয়ে কাউন্সিলর রনি তাঁকে মারধর করেন এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাঁর সঙ্গে সম্পর্কের সব প্রমাণ মুছে ফেলেন। এ বিষয়ে মুখ খুললে ভুক্তভোগীকে হত্যার হুমকিও দেন সিটি কাউন্সিলর রনি।
ভুক্তভোগীর আইনজীবী অ্যাডভোকেট আজাদ রহমান বলেন, আসামি সিটি করপোরেশনের প্রভাবশালী কাউন্সিলর হওয়ায় তাঁর মক্কেলকে হত্যার হুমকিও দিয়েছেন। ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে নানা অপকৌশল চালাচ্ছেন। আদালত বাদীর আবেদন আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এ ব্যাপারে কাউন্সিলর কেফায়েত হোসেন রনি বলেন, ‘একটি কুচক্রী মহল আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এই ঘটনা সাজিয়েছে। আমি ওই তরুণীকে চিনি না। আসন্ন সিটি নির্বাচনকে কেন্দ্র করে আমার প্রতিপক্ষরা এই মিথ্যা মামলার মাধ্যমে নাটক সাজিয়েছে।’
বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনির (৩৪) বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক কলেজছাত্রী। মামলায় ওই ছাত্রী কাউন্সিলের বিরুদ্ধে তাঁকে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন। আজ সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন ওই কলেজছাত্রী।
আদালতের বিচারক ইয়ারব হোসেন মামলাটি আমলে নিয়ে আগামী ১৬ জুনের মধ্যে বরিশালের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
রনি নগরীর ৫ নম্বর ওয়ার্ডের বৌবাজার এলাকার রফিকুল ইসলাম মনজুর ছেলে। বর্তমানে তিনি সিটি করপোরেশনের প্রভাবশালী কাউন্সিলর হিসেবে পরিচিত।
মামলার সূত্রে জানা গেছে, চার-পাঁচ মাস আগে সিটি কাউন্সিলর রনির সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই কলেজছাত্রীর। একপর্যায়ে রনি ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেন। এমন সম্পর্ক সৃষ্টির পর কাউন্সিলর রনি প্রায়ই তরুণীকে তাঁর বাসায় যাওয়ার প্রস্তাব দিতেন। ৭ মে বিকেল ৪টায় রনি মোবাইল ফোনে ওই তরুণীকে বাসায় ডেকে আনেন। এরপর তিনি তাঁর নিজ বাসার দ্বিতীয়তলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করেন। পরের দিনও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটান কাউন্সিলর রনি।
এরপর ওই কলেজছাত্রী কাউন্সিলর রনিকে বিয়ের জন্য চাপ দেন। এ জন্য গত বৃহস্পতিবার রাতে বাসায় ডেকে নিয়ে কাউন্সিলর রনি তাঁকে মারধর করেন এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাঁর সঙ্গে সম্পর্কের সব প্রমাণ মুছে ফেলেন। এ বিষয়ে মুখ খুললে ভুক্তভোগীকে হত্যার হুমকিও দেন সিটি কাউন্সিলর রনি।
ভুক্তভোগীর আইনজীবী অ্যাডভোকেট আজাদ রহমান বলেন, আসামি সিটি করপোরেশনের প্রভাবশালী কাউন্সিলর হওয়ায় তাঁর মক্কেলকে হত্যার হুমকিও দিয়েছেন। ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে নানা অপকৌশল চালাচ্ছেন। আদালত বাদীর আবেদন আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এ ব্যাপারে কাউন্সিলর কেফায়েত হোসেন রনি বলেন, ‘একটি কুচক্রী মহল আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এই ঘটনা সাজিয়েছে। আমি ওই তরুণীকে চিনি না। আসন্ন সিটি নির্বাচনকে কেন্দ্র করে আমার প্রতিপক্ষরা এই মিথ্যা মামলার মাধ্যমে নাটক সাজিয়েছে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে