কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় এক নারীকে (২২) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—শহিদুল ইসলাম (৫৫), মালেক হাওলাদার (৫০) ও আলমগীর হাওলাদার (৩৬)। দুপুরে ভুক্তভোগী বাদী হয়ে ছয়জনের নামে ধর্ষণ মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ঢাকার নারায়ণগঞ্জ এলাকার ওই নারীর স্বামীর সঙ্গে বিরোধ চলছে। বিয়ের কিছুদিন পরেই তাঁদের দাম্পত্য কলহ শুরু হয়। এরপর থেকে বাবার বাড়িতে থাকতেন। গত ২৩ সেপ্টেম্বর ওই নারী স্বামীকে ‘বাগে আনতে’ নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জের ফকির (ওঝা) শহিদুলের কাছে আসেন। ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় শহিদুল ওই নারীকে কৌশলে প্রতিবেশী মালেকের খালি বাড়িতে নিয়ে যান এবং আসামিরা তাঁকে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় তাঁদের সহায়তা করেন আরও তিন ব্যক্তি। পরে ওই নারীকে মেরে ফেলার হুমকি দেন তাঁরা। ভয়ে ওই নারী কাউকে কিছু বলেননি। অবশেষে পরিবারের সম্মতিক্রমে শনিবার কলাপাড়া থানায় মামলা করেন। এর আগে শুক্রবার রাতে তিনি থানায় অভিযোগ দেন। এই অভিযোগের ভিত্তিতে ভোরে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে জানতে চাইলে কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, ‘আসামিদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আদালত তাঁদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’
পটুয়াখালীর কলাপাড়ায় এক নারীকে (২২) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—শহিদুল ইসলাম (৫৫), মালেক হাওলাদার (৫০) ও আলমগীর হাওলাদার (৩৬)। দুপুরে ভুক্তভোগী বাদী হয়ে ছয়জনের নামে ধর্ষণ মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ঢাকার নারায়ণগঞ্জ এলাকার ওই নারীর স্বামীর সঙ্গে বিরোধ চলছে। বিয়ের কিছুদিন পরেই তাঁদের দাম্পত্য কলহ শুরু হয়। এরপর থেকে বাবার বাড়িতে থাকতেন। গত ২৩ সেপ্টেম্বর ওই নারী স্বামীকে ‘বাগে আনতে’ নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জের ফকির (ওঝা) শহিদুলের কাছে আসেন। ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় শহিদুল ওই নারীকে কৌশলে প্রতিবেশী মালেকের খালি বাড়িতে নিয়ে যান এবং আসামিরা তাঁকে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় তাঁদের সহায়তা করেন আরও তিন ব্যক্তি। পরে ওই নারীকে মেরে ফেলার হুমকি দেন তাঁরা। ভয়ে ওই নারী কাউকে কিছু বলেননি। অবশেষে পরিবারের সম্মতিক্রমে শনিবার কলাপাড়া থানায় মামলা করেন। এর আগে শুক্রবার রাতে তিনি থানায় অভিযোগ দেন। এই অভিযোগের ভিত্তিতে ভোরে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে জানতে চাইলে কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, ‘আসামিদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আদালত তাঁদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে