সবুজ শর্মা শাকিল, সীতাকুণ্ড
চট্টগ্রাম নগরীর প্রবেশদ্বারের উপজেলা সীতাকুণ্ড। এখানে ছোটবড় ১৬০টি কারখানা নিয়ে গড়ে উঠেছে শিল্পাঞ্চল। এসব কারখানার নিরাপত্তায় কর্মরত রয়েছেন ৬০০ আনসার সদস্য। কিন্তু ২৫ আগস্ট ঢাকায় সচিবালয়ের সামনে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সারা দেশের আনসার সদস্যদের কাছ থেকে অস্ত্র প্রত্যাহার করে নেওয়া হয়। এর পর থেকে বিভিন্ন কারখানায় চুরি ও ডাকাতি বেড়েছে। অপরদিকে নিরস্ত্রভাবে দায়িত্বপালনে সব সময় আতঙ্কে থাকছেন আনসার সদস্যরা।
কারখানা সূত্রে জানা গেছে, গত এক মাসে সীতাকুণ্ডে নিরস্ত্র আনসার সদস্যদের দায়িত্ব পালন করায় বিভিন্ন কারখানায় ছয়টি চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকায় আবুল খায়ের গ্রুপের একেএস স্টিল মিলের লোহা তৈরির কারখানার স্ক্র্যাপের ডিপোতে চারবার হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা কারখানা থেকে লোহা, তামা ও পিতল লুট করে নিয়ে যায়। দুর্বৃত্তদের বাধা দেওয়ার চেষ্টা করলে আনসার সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ কারখানা কর্তৃপক্ষের।
সর্বশেষ ৩ অক্টোবর দিবাগত রাতে একনলা বন্দুকসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের পরিত্যক্ত রাষ্ট্রায়ত্ত রাসায়নিক উৎপাদনকারী কারখানা চিটাগং কেমিক্যাল কমপ্লেক্সে হানা দেয়। এ সময় নিরস্ত্র আনসার সদস্যরা দুর্বৃত্তদের বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু দুর্বৃত্তরা তাঁদের হাতে থাকা অস্ত্রশস্ত্র দিয়ে আনসারদের ওপর হামলা চালায়। এতে ওমর ফারুক ও লুলু মিয়া নামের দুই আনসার সদস্য আহত হন।
রেললাইনের পাশের এ কারখানাটিতে গত বৃহস্পতিবার রাতে সশস্ত্র দুর্বৃত্তরা আরেক দফায় হানা দেয়। তারা কারখানা থেকে লোহাসহ মূল্যবান যন্ত্রপাতি লুট করতে শুরু করে। এ সময় দুর্বৃত্তদের বাধা দেওয়ার চেষ্টা করলে ৮ আনসার সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করার পর গাছের সঙ্গে বেঁধে মারধর শুরু করে। এতে দুই আনসার সদস্য জখম হন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশ এসে ওই আনসারদের উদ্ধার করেন। তবে তাঁরা আসার আগেই মালামাল লুট করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কেমিক্যাল কমপ্লেক্সে কর্তব্যরত একাধিক আনসার সদস্য জানান, বন্ধ ওই কারখানায় ২৫ জন আনসার সদস্য রয়েছেন। তাঁরা নিরস্ত্র অবস্থায় দায়িত্ব পালন করছেন।
আবুল খায়ের গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক মো. ইমরুল কাদের ভূঁইয়া জানান, সীতাকুণ্ডে তাঁদের দুটি কারখানা রয়েছে। কারখানা দুটিতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন ১০০ আনসার। এক মাস ধরে আনসার সদস্যরা নিরস্ত্র দায়িত্ব পালন করায় স্ক্র্যাপ ডিপোতে দুর্বৃত্তরা পরপর চারবার হামলা চালিয়ে মূল্যবান মালামাল লুট করেছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা কেমিক্যাল কমপ্লেক্স ছাড়া আর কোথাও হামলা ও লুটপাট হওয়ার খবর জানা নেই।
সীতাকুণ্ডের ইউএনও কে এম রফিকুল ইসলাম বলেন, দায়িত্ব পালন করা আনসার সদস্যরা নিরস্ত্র হওয়ায় তাঁদের মনোবল কমে গেছে। তাঁদের এই দুর্বলতার সুযোগে লুটপাট চালাচ্ছে দুর্বৃত্তরা। অপ্রীতিকর ঘটনা ঠেকাতে নিরস্ত্র আনসার বাহিনীর হাতে ফের অস্ত্র তুলে দেওয়া জরুরি।
চট্টগ্রাম জেলা আনসার কমান্ডার মো. আবু সোলাইমান বলেন, চুরি ঠেকাতে নিরস্ত্র আনসার সদস্যের হাতে অস্ত্র ফেরত দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। অনুমতি পেলে গুরুত্ব বিবেচনা করে আনসার সদস্যদের হাতে আবার অস্ত্র তুলে দেওয়া হবে।
চট্টগ্রাম নগরীর প্রবেশদ্বারের উপজেলা সীতাকুণ্ড। এখানে ছোটবড় ১৬০টি কারখানা নিয়ে গড়ে উঠেছে শিল্পাঞ্চল। এসব কারখানার নিরাপত্তায় কর্মরত রয়েছেন ৬০০ আনসার সদস্য। কিন্তু ২৫ আগস্ট ঢাকায় সচিবালয়ের সামনে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সারা দেশের আনসার সদস্যদের কাছ থেকে অস্ত্র প্রত্যাহার করে নেওয়া হয়। এর পর থেকে বিভিন্ন কারখানায় চুরি ও ডাকাতি বেড়েছে। অপরদিকে নিরস্ত্রভাবে দায়িত্বপালনে সব সময় আতঙ্কে থাকছেন আনসার সদস্যরা।
কারখানা সূত্রে জানা গেছে, গত এক মাসে সীতাকুণ্ডে নিরস্ত্র আনসার সদস্যদের দায়িত্ব পালন করায় বিভিন্ন কারখানায় ছয়টি চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকায় আবুল খায়ের গ্রুপের একেএস স্টিল মিলের লোহা তৈরির কারখানার স্ক্র্যাপের ডিপোতে চারবার হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা কারখানা থেকে লোহা, তামা ও পিতল লুট করে নিয়ে যায়। দুর্বৃত্তদের বাধা দেওয়ার চেষ্টা করলে আনসার সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ কারখানা কর্তৃপক্ষের।
সর্বশেষ ৩ অক্টোবর দিবাগত রাতে একনলা বন্দুকসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের পরিত্যক্ত রাষ্ট্রায়ত্ত রাসায়নিক উৎপাদনকারী কারখানা চিটাগং কেমিক্যাল কমপ্লেক্সে হানা দেয়। এ সময় নিরস্ত্র আনসার সদস্যরা দুর্বৃত্তদের বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু দুর্বৃত্তরা তাঁদের হাতে থাকা অস্ত্রশস্ত্র দিয়ে আনসারদের ওপর হামলা চালায়। এতে ওমর ফারুক ও লুলু মিয়া নামের দুই আনসার সদস্য আহত হন।
রেললাইনের পাশের এ কারখানাটিতে গত বৃহস্পতিবার রাতে সশস্ত্র দুর্বৃত্তরা আরেক দফায় হানা দেয়। তারা কারখানা থেকে লোহাসহ মূল্যবান যন্ত্রপাতি লুট করতে শুরু করে। এ সময় দুর্বৃত্তদের বাধা দেওয়ার চেষ্টা করলে ৮ আনসার সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করার পর গাছের সঙ্গে বেঁধে মারধর শুরু করে। এতে দুই আনসার সদস্য জখম হন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশ এসে ওই আনসারদের উদ্ধার করেন। তবে তাঁরা আসার আগেই মালামাল লুট করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কেমিক্যাল কমপ্লেক্সে কর্তব্যরত একাধিক আনসার সদস্য জানান, বন্ধ ওই কারখানায় ২৫ জন আনসার সদস্য রয়েছেন। তাঁরা নিরস্ত্র অবস্থায় দায়িত্ব পালন করছেন।
আবুল খায়ের গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক মো. ইমরুল কাদের ভূঁইয়া জানান, সীতাকুণ্ডে তাঁদের দুটি কারখানা রয়েছে। কারখানা দুটিতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন ১০০ আনসার। এক মাস ধরে আনসার সদস্যরা নিরস্ত্র দায়িত্ব পালন করায় স্ক্র্যাপ ডিপোতে দুর্বৃত্তরা পরপর চারবার হামলা চালিয়ে মূল্যবান মালামাল লুট করেছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা কেমিক্যাল কমপ্লেক্স ছাড়া আর কোথাও হামলা ও লুটপাট হওয়ার খবর জানা নেই।
সীতাকুণ্ডের ইউএনও কে এম রফিকুল ইসলাম বলেন, দায়িত্ব পালন করা আনসার সদস্যরা নিরস্ত্র হওয়ায় তাঁদের মনোবল কমে গেছে। তাঁদের এই দুর্বলতার সুযোগে লুটপাট চালাচ্ছে দুর্বৃত্তরা। অপ্রীতিকর ঘটনা ঠেকাতে নিরস্ত্র আনসার বাহিনীর হাতে ফের অস্ত্র তুলে দেওয়া জরুরি।
চট্টগ্রাম জেলা আনসার কমান্ডার মো. আবু সোলাইমান বলেন, চুরি ঠেকাতে নিরস্ত্র আনসার সদস্যের হাতে অস্ত্র ফেরত দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। অনুমতি পেলে গুরুত্ব বিবেচনা করে আনসার সদস্যদের হাতে আবার অস্ত্র তুলে দেওয়া হবে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৭ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৭ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১১ দিন আগে