যশোর প্রতিনিধি
যশোর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে কয়েকজন প্রার্থীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ উঠেছে, প্রার্থীদের কয়েকজন টাকা ও বিভিন্ন উপঢৌকন দিয়ে ভোট কিনছেন। ভোটের মাঠে যাতায়াতসহ আপ্যায়ন খরচের নামে টাকা দেন।
কয়েকজন প্রার্থী এ বিষয়ে নির্বাচন কমিশনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করলেও বেশির ভাগ প্রার্থীর পক্ষ থেকে ফেসবুকে পরস্পরের বিরুদ্ধে সমালোচনা করা হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, যশোর জেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যানসহ ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুজ্জামান পিকুল ও বিকল্পধারার মারুফ হোসেন কাজল। আটটি সাধারণ সদস্য পদের বিপরীতে ৩৭ জন ও তিনটি সংরক্ষিত সদস্য পদের বিপরীতে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জানা গেছে, যশোর সদর, মনিরামপুর, ঝিকরগাছা, শার্শায় স্থানীয় সংসদ সদস্যের আত্মীয় ও কাছের রাজনীতিক অনুসারীরা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ কারণে উপজেলায় সদস্য পদে নির্বাচনে উত্তাপ ছড়াচ্ছে। এমনকি শেষ মুহূর্তে ভোট কিনতে প্রার্থীদের কোনো রাখঢাক নেই। কর্মী-সমর্থকেরাও করছেন বেপরোয়া আচরণ। কে কত বেশি টাকা দেবে এখন চলছে সেই প্রতিযোগিতা। উপহারের প্যাকেট ভোটারদের বাড়িতে এবং নগদ টাকা হাতে হাতে কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে। তবে উপহার দেওয়া-নেওয়ার বিষয়টি প্রকাশ্যে এলেও নগদ টাকার বিষয়টি কেউ স্বীকার করতে চাইছেন না।
ঝিকরগাছা উপজেলা আসন থেকে সদস্য পদে তালা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইমামুল হাসান জগলু। তিনি অভিযোগ করে বলেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিউবওয়েল প্রতীকের রফিকুল ইসলাম বাপ্পীর হয়ে ভোট করছেন। এমনকি উপজেলা পরিষদের সরকারি গাড়ি নিয়ে তিনি তাঁর প্রার্থীর হয়ে বিভিন্ন জায়গায় প্রচারে নামেন। ভোট নিয়ন্ত্রণে রাখার জন্য ভোটারদের লাড়ি, লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করছেন। এ সংক্রান্ত ছবি ও অডিও রেকর্ডিং এ প্রতিবেদকের হাতে এসেছে।তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় এমন কোনো কাজ তিনি করেননি।
মনিরামপুর ওয়ার্ডের সদস্য প্রার্থী গৌতম চক্রবর্তীর আপন মামা পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য আচরণবিধি লঙ্ঘন করে ভোট চেয়ে আসছেন অভিযোগ এই ওয়ার্ডের আরেক প্রার্থী শহিদুল ইসলামের। এমনকি গত ৮ অক্টোবর সার্কিট হাউসে উপজেলার ইউপি চেয়ারম্যানদের ডেকে ভাগনের পক্ষে নির্বাচনী প্রচার চালান। যা পরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রিটার্নিং কার্যালয়ে অভিযোগ করেন।
প্রতিমন্ত্রীর ছেলে সুপ্রিয় ভট্টাচার্য গৌতম চক্রবর্তীর হয়ে বিভিন্ন ইউনিয়নে গিয়ে ভোটারদের নগদ টাকা হাতে হাতে পৌঁছে দিচ্ছেন বলে অভিযোগ শহিদুল ইসলামের। তিনি বলেন, ‘প্রতিমন্ত্রী ও তাঁর ছেলে সুপ্রিয় ভট্টাচার্য ভোট গ্রহণের দিন পণ্ড করার পাঁয়তারা করছেন। যদিও আমার আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা আছে।’
এ অভিযোগ প্রসঙ্গে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসায় আরেক প্রার্থীর এসব অভিযোগ।
এ বিষয়ে জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার আনিচুর রহমান বলেন, ‘ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। রোববার প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম চলে গেছে। ভোট কেনার বিষয়ে কয়েকজন অভিযোগ করেছেন। সুনির্দিষ্ট প্রমাণ না পেলে আমরা ব্যবস্থা নিতে পারি না।’
যশোর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে কয়েকজন প্রার্থীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ উঠেছে, প্রার্থীদের কয়েকজন টাকা ও বিভিন্ন উপঢৌকন দিয়ে ভোট কিনছেন। ভোটের মাঠে যাতায়াতসহ আপ্যায়ন খরচের নামে টাকা দেন।
কয়েকজন প্রার্থী এ বিষয়ে নির্বাচন কমিশনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করলেও বেশির ভাগ প্রার্থীর পক্ষ থেকে ফেসবুকে পরস্পরের বিরুদ্ধে সমালোচনা করা হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, যশোর জেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যানসহ ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুজ্জামান পিকুল ও বিকল্পধারার মারুফ হোসেন কাজল। আটটি সাধারণ সদস্য পদের বিপরীতে ৩৭ জন ও তিনটি সংরক্ষিত সদস্য পদের বিপরীতে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জানা গেছে, যশোর সদর, মনিরামপুর, ঝিকরগাছা, শার্শায় স্থানীয় সংসদ সদস্যের আত্মীয় ও কাছের রাজনীতিক অনুসারীরা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ কারণে উপজেলায় সদস্য পদে নির্বাচনে উত্তাপ ছড়াচ্ছে। এমনকি শেষ মুহূর্তে ভোট কিনতে প্রার্থীদের কোনো রাখঢাক নেই। কর্মী-সমর্থকেরাও করছেন বেপরোয়া আচরণ। কে কত বেশি টাকা দেবে এখন চলছে সেই প্রতিযোগিতা। উপহারের প্যাকেট ভোটারদের বাড়িতে এবং নগদ টাকা হাতে হাতে কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে। তবে উপহার দেওয়া-নেওয়ার বিষয়টি প্রকাশ্যে এলেও নগদ টাকার বিষয়টি কেউ স্বীকার করতে চাইছেন না।
ঝিকরগাছা উপজেলা আসন থেকে সদস্য পদে তালা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইমামুল হাসান জগলু। তিনি অভিযোগ করে বলেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিউবওয়েল প্রতীকের রফিকুল ইসলাম বাপ্পীর হয়ে ভোট করছেন। এমনকি উপজেলা পরিষদের সরকারি গাড়ি নিয়ে তিনি তাঁর প্রার্থীর হয়ে বিভিন্ন জায়গায় প্রচারে নামেন। ভোট নিয়ন্ত্রণে রাখার জন্য ভোটারদের লাড়ি, লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করছেন। এ সংক্রান্ত ছবি ও অডিও রেকর্ডিং এ প্রতিবেদকের হাতে এসেছে।তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় এমন কোনো কাজ তিনি করেননি।
মনিরামপুর ওয়ার্ডের সদস্য প্রার্থী গৌতম চক্রবর্তীর আপন মামা পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য আচরণবিধি লঙ্ঘন করে ভোট চেয়ে আসছেন অভিযোগ এই ওয়ার্ডের আরেক প্রার্থী শহিদুল ইসলামের। এমনকি গত ৮ অক্টোবর সার্কিট হাউসে উপজেলার ইউপি চেয়ারম্যানদের ডেকে ভাগনের পক্ষে নির্বাচনী প্রচার চালান। যা পরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রিটার্নিং কার্যালয়ে অভিযোগ করেন।
প্রতিমন্ত্রীর ছেলে সুপ্রিয় ভট্টাচার্য গৌতম চক্রবর্তীর হয়ে বিভিন্ন ইউনিয়নে গিয়ে ভোটারদের নগদ টাকা হাতে হাতে পৌঁছে দিচ্ছেন বলে অভিযোগ শহিদুল ইসলামের। তিনি বলেন, ‘প্রতিমন্ত্রী ও তাঁর ছেলে সুপ্রিয় ভট্টাচার্য ভোট গ্রহণের দিন পণ্ড করার পাঁয়তারা করছেন। যদিও আমার আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা আছে।’
এ অভিযোগ প্রসঙ্গে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসায় আরেক প্রার্থীর এসব অভিযোগ।
এ বিষয়ে জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার আনিচুর রহমান বলেন, ‘ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। রোববার প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম চলে গেছে। ভোট কেনার বিষয়ে কয়েকজন অভিযোগ করেছেন। সুনির্দিষ্ট প্রমাণ না পেলে আমরা ব্যবস্থা নিতে পারি না।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে