নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার হারুন অর রশীদ বলেছেন, গুলশান থানা-পুলিশ যদি ডিবি পুলিশকে 'রিকুইজিশন' দেয় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকেও গ্রেপ্তার করা হবে।
সোমবার দুপুরে অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার আসামিদের গ্রেপ্তারের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
যুগ্ম-কমিশনার হারুন অর রশীদ বলেন, পরীমণির ঘটনায় সাভার থানায় মামলা হলেও আসামি উত্তরায় থাকেন। সাভার থানা-পুলিশ আমাদেরকে 'রিকুইজিশন' দেওয়ার ফলে আমরা তড়িৎ ব্যবস্থা নিয়েছি। বসুন্ধরা এমডির ব্যাপারে গুলশান থানা-পুলিশ 'রিকুইজিশন' দিলেও আমরা একই ধরনের ব্যবস্থা নিব।
এদিকে মুনিয়ার 'আত্মহত্যা প্ররোচনার' মামলার দেড় মাস হলেও তদন্তের কূল-কিনারা করতে পারেনি তদন্তকারী কর্মকর্তারা। এমনকি অভিযুক্ত বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদও করেননি।
সম্প্রতি, পরীমণিকে ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে বিষয়টি আসার ২৪ ঘণ্টার মধ্যেই মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর থেকেই মুনিয়া আত্মহত্যা প্ররোচনার মামলার আসামিকে গ্রেপ্তারের বিষয়টি আলোচনা উঠেছে।
গত ২৬ এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার রাতেই তরুণীর পরিবারের পক্ষ থেকে 'আত্মহত্যার প্ররোচনার' মামলায় অভিযুক্ত করা হয় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে। মামলার আসামি হিসেবে আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ২৭ এপ্রিল পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মুখ্য মহানগর হাকিম তা মঞ্জুর করেন।
ঢাকা: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার হারুন অর রশীদ বলেছেন, গুলশান থানা-পুলিশ যদি ডিবি পুলিশকে 'রিকুইজিশন' দেয় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকেও গ্রেপ্তার করা হবে।
সোমবার দুপুরে অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার আসামিদের গ্রেপ্তারের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
যুগ্ম-কমিশনার হারুন অর রশীদ বলেন, পরীমণির ঘটনায় সাভার থানায় মামলা হলেও আসামি উত্তরায় থাকেন। সাভার থানা-পুলিশ আমাদেরকে 'রিকুইজিশন' দেওয়ার ফলে আমরা তড়িৎ ব্যবস্থা নিয়েছি। বসুন্ধরা এমডির ব্যাপারে গুলশান থানা-পুলিশ 'রিকুইজিশন' দিলেও আমরা একই ধরনের ব্যবস্থা নিব।
এদিকে মুনিয়ার 'আত্মহত্যা প্ররোচনার' মামলার দেড় মাস হলেও তদন্তের কূল-কিনারা করতে পারেনি তদন্তকারী কর্মকর্তারা। এমনকি অভিযুক্ত বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদও করেননি।
সম্প্রতি, পরীমণিকে ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে বিষয়টি আসার ২৪ ঘণ্টার মধ্যেই মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর থেকেই মুনিয়া আত্মহত্যা প্ররোচনার মামলার আসামিকে গ্রেপ্তারের বিষয়টি আলোচনা উঠেছে।
গত ২৬ এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার রাতেই তরুণীর পরিবারের পক্ষ থেকে 'আত্মহত্যার প্ররোচনার' মামলায় অভিযুক্ত করা হয় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে। মামলার আসামি হিসেবে আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ২৭ এপ্রিল পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মুখ্য মহানগর হাকিম তা মঞ্জুর করেন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে