নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চাকরি থেকে অব্যাহতি পাওয়া সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে গুম হওয়ার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক। একই সঙ্গে সংগঠনটি জিয়াউল আহসানসহ দায়ীদের বিরুদ্ধে মামলা করবে বলে জানিয়েছে।
আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।
তিনি বলেন, ‘আমার সঙ্গে গুম হওয়া ভুক্তভোগী পরিবারের সদস্যরা এখানে আছেন। তাঁদের নিয়ে আমরা প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছি। আমাদের তিনটা দাবি ছিল আমরা সেটা তাঁদের কাছে পেশ করেছি।’
সানজিদা ইসলাম বলেন, জিয়াউল আহসানের মতো যারা গুমের সঙ্গে জড়িত তাদের সবাইকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হোক। গ্রেপ্তার করে তাঁদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুমের ঘটনাগুলো সত্যতা আমাদের পরিবারের কাছে জানিয়ে দেওয়া হোক, যারা আয়না ঘরের মতো বিভিন্ন জায়গায় এখনো বন্দী রয়েছেন তাঁদের মুক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক। প্রত্যেকটা গুমের ঘটনাকে আলাদা করে মামলা হিসেবে দেখে যেন বিচার করা হয়।
তিনি বলেন, ‘আমরা অনেকবারই গুম হওয়াদের সন্ধানের দাবিতে প্রেস কনফারেন্স করেছি। দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই কয়েক দিনে মাত্র তিনজন গুম হওয়া মানুষ বের হয়ে এসেছে। কিন্তু আমরা বাকি ভাইদের ফেরত পাইনি। আমরা জানতে চাই, আমাদের ভাইদের কী হয়েছে।’
সানজিদা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন, তাঁদের কাছে আমরা জানতে চেয়েছি, দাবি জানিয়েছি। কারণ তাঁদের কাছে আমাদের অনেক আশা। আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্নে, পরিবর্তনের মধ্যে আছি।’
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের কথা শুনেছেন তিনি আমাদের আশ্বস্ত করেছেন। আশা রাখতে বলেছেন যে, প্রত্যেকটি ঘটনার বিচার হবে তদন্ত হবে, তিনি যথাযথ পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।’
গুমের ঘটনায় কোনো মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন কিনা জানতে চাইলে সানজিদা ইসলাম বলেন, ‘হ্যাঁ, এটা একটা বড় বিষয়। গুম চরম মানবাধিকার লঙ্ঘন। গুম করবেন, আটকে রাখবেন, টর্চার করবেন, খুন করবেন, এটা তো হতে পারে না। আমরা একটা মামলা করতে চাচ্ছি। আমরা চাই মামলার আগেই অ্যারেস্ট করা হোক।’
চাকরি থেকে অব্যাহতি পাওয়া সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে গুম হওয়ার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক। একই সঙ্গে সংগঠনটি জিয়াউল আহসানসহ দায়ীদের বিরুদ্ধে মামলা করবে বলে জানিয়েছে।
আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।
তিনি বলেন, ‘আমার সঙ্গে গুম হওয়া ভুক্তভোগী পরিবারের সদস্যরা এখানে আছেন। তাঁদের নিয়ে আমরা প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছি। আমাদের তিনটা দাবি ছিল আমরা সেটা তাঁদের কাছে পেশ করেছি।’
সানজিদা ইসলাম বলেন, জিয়াউল আহসানের মতো যারা গুমের সঙ্গে জড়িত তাদের সবাইকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হোক। গ্রেপ্তার করে তাঁদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুমের ঘটনাগুলো সত্যতা আমাদের পরিবারের কাছে জানিয়ে দেওয়া হোক, যারা আয়না ঘরের মতো বিভিন্ন জায়গায় এখনো বন্দী রয়েছেন তাঁদের মুক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক। প্রত্যেকটা গুমের ঘটনাকে আলাদা করে মামলা হিসেবে দেখে যেন বিচার করা হয়।
তিনি বলেন, ‘আমরা অনেকবারই গুম হওয়াদের সন্ধানের দাবিতে প্রেস কনফারেন্স করেছি। দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই কয়েক দিনে মাত্র তিনজন গুম হওয়া মানুষ বের হয়ে এসেছে। কিন্তু আমরা বাকি ভাইদের ফেরত পাইনি। আমরা জানতে চাই, আমাদের ভাইদের কী হয়েছে।’
সানজিদা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন, তাঁদের কাছে আমরা জানতে চেয়েছি, দাবি জানিয়েছি। কারণ তাঁদের কাছে আমাদের অনেক আশা। আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্নে, পরিবর্তনের মধ্যে আছি।’
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের কথা শুনেছেন তিনি আমাদের আশ্বস্ত করেছেন। আশা রাখতে বলেছেন যে, প্রত্যেকটি ঘটনার বিচার হবে তদন্ত হবে, তিনি যথাযথ পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।’
গুমের ঘটনায় কোনো মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন কিনা জানতে চাইলে সানজিদা ইসলাম বলেন, ‘হ্যাঁ, এটা একটা বড় বিষয়। গুম চরম মানবাধিকার লঙ্ঘন। গুম করবেন, আটকে রাখবেন, টর্চার করবেন, খুন করবেন, এটা তো হতে পারে না। আমরা একটা মামলা করতে চাচ্ছি। আমরা চাই মামলার আগেই অ্যারেস্ট করা হোক।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে