মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলায় নবম শ্রেণির তিন শিক্ষার্থী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে জামিল হোসেন নামের একজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে গতকাল কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণির বোর্ড সমাপনী পরীক্ষার কৃষিশিক্ষা পরীক্ষা ছিল।
পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে আসা মাত্র ১০-১২ জন কিশোরের একটি দল দরানীপাড়া উচ্চবিদ্যালয়ের ছাত্রদের ওপর রড, লাঠি ও চাকু নিয়ে হামলা চালায়। এতে দরানীপাড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও দরানীপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে জামিল হোসেন, সহিদ মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন এবং পেকুয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে ফাহাদ আহমেদ আহত হয়। তাদের মধ্যে জামিল হোসেন মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জানা গেছে, এই কিশোর গ্যাংয়ের সদস্যরা মাঝেমধ্যেই সদরের বাইরে থেকে আসা শিক্ষার্থীদের ওপর নানা অজুহাতে হামলা চালায়। স্থানীয় প্রভাবশালীদের তদবিরের কারণে এসব অপরাধীরা আইনের আওতায় আসছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
আহত জামিলের বাবা নুরুল ইসলাম জানান, ‘আমার ছেলে গুরুতর আহত হয়ে কুমুদিনী হাসপাতালে চিকিৎসা চলছে। আমি দোষীদের শাস্তি চাই।’
থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।
টাঙ্গাইলের মির্জাপুরে কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলায় নবম শ্রেণির তিন শিক্ষার্থী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে জামিল হোসেন নামের একজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে গতকাল কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণির বোর্ড সমাপনী পরীক্ষার কৃষিশিক্ষা পরীক্ষা ছিল।
পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে আসা মাত্র ১০-১২ জন কিশোরের একটি দল দরানীপাড়া উচ্চবিদ্যালয়ের ছাত্রদের ওপর রড, লাঠি ও চাকু নিয়ে হামলা চালায়। এতে দরানীপাড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও দরানীপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে জামিল হোসেন, সহিদ মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন এবং পেকুয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে ফাহাদ আহমেদ আহত হয়। তাদের মধ্যে জামিল হোসেন মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জানা গেছে, এই কিশোর গ্যাংয়ের সদস্যরা মাঝেমধ্যেই সদরের বাইরে থেকে আসা শিক্ষার্থীদের ওপর নানা অজুহাতে হামলা চালায়। স্থানীয় প্রভাবশালীদের তদবিরের কারণে এসব অপরাধীরা আইনের আওতায় আসছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
আহত জামিলের বাবা নুরুল ইসলাম জানান, ‘আমার ছেলে গুরুতর আহত হয়ে কুমুদিনী হাসপাতালে চিকিৎসা চলছে। আমি দোষীদের শাস্তি চাই।’
থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে