বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহানের মোবাইল নম্বর ক্লোন করে ক্লিনিক মালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। গত শনিবার বোদা পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে বোদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বোদা থানা সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে বোদা থানায় ডিউটিরত উপপরিদর্শক জাহিদ হাসানের কাছে একটি ফোনকল আসে। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয় দিয়ে উপজেলার প্রতিটি ক্লিনিক মালিকের নাম ও মুঠোফোন নম্বর চাওয়া হয়। বিষয়টি জানানো হয় পেট্রল ডিউটিতে থাকা উপপরিদর্শক সাইফুল ইসলামকে। তিনি তিনটি ক্লিনিক ঘুরে পরিচালকের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করে পাঠিয়ে দেন। পরে ক্লিনিকের পরিচালকদের ফোন দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয় দিয়ে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করার হুমকি দেওয়া হয়।
উপজেলার নিরাময় নার্সিং হোমের ব্যবস্থাপনা পরিচালক উজ্জল সরকার বলেন, ‘পুলিশের মাধ্যমে যেহেতু বিষয়টি আমাদের বলা হয় তাই সেটি বিশ্বাস করি। কিন্তু বোদা থানা-পুলিশ বিষয়টি তদন্ত না করে আমাদের কাছে আসা ঠিক হয়নি।’
জননী ক্লিনিকের পরিচালক শাকিল বলেন, ‘ফোন পেয়ে টাকা জোগাড় করতে আমি অন্যত্র যাই। এর মধ্যে টাকা দিতে নিষেধ করে পুলিশ।’
বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, ‘একটি প্রতারক চক্র প্রতারণার ফাঁদ পেতেছিল, প্রশাসনের সতর্কতার কারণে সফল হতে পারেনি। এ ঘটনায় বোদা থানায় একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহানের মোবাইল নম্বর ক্লোন করে ক্লিনিক মালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। গত শনিবার বোদা পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে বোদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বোদা থানা সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে বোদা থানায় ডিউটিরত উপপরিদর্শক জাহিদ হাসানের কাছে একটি ফোনকল আসে। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয় দিয়ে উপজেলার প্রতিটি ক্লিনিক মালিকের নাম ও মুঠোফোন নম্বর চাওয়া হয়। বিষয়টি জানানো হয় পেট্রল ডিউটিতে থাকা উপপরিদর্শক সাইফুল ইসলামকে। তিনি তিনটি ক্লিনিক ঘুরে পরিচালকের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করে পাঠিয়ে দেন। পরে ক্লিনিকের পরিচালকদের ফোন দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয় দিয়ে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করার হুমকি দেওয়া হয়।
উপজেলার নিরাময় নার্সিং হোমের ব্যবস্থাপনা পরিচালক উজ্জল সরকার বলেন, ‘পুলিশের মাধ্যমে যেহেতু বিষয়টি আমাদের বলা হয় তাই সেটি বিশ্বাস করি। কিন্তু বোদা থানা-পুলিশ বিষয়টি তদন্ত না করে আমাদের কাছে আসা ঠিক হয়নি।’
জননী ক্লিনিকের পরিচালক শাকিল বলেন, ‘ফোন পেয়ে টাকা জোগাড় করতে আমি অন্যত্র যাই। এর মধ্যে টাকা দিতে নিষেধ করে পুলিশ।’
বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, ‘একটি প্রতারক চক্র প্রতারণার ফাঁদ পেতেছিল, প্রশাসনের সতর্কতার কারণে সফল হতে পারেনি। এ ঘটনায় বোদা থানায় একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে