বিজ্ঞপ্তি
ঢাকায় মেকআপ আর্টিস্টদের কর্মশালায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন বিশ্বখ্যাত কেনেডি হফম্যান। গত শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ব্লেইজ ও স্কিন মেকআপ ট্রেনিং ফেস্টিভ্যাল বাই কেনেডি হফম্যান’ নামের ওই অনুষ্ঠানে যোগ দেন ব্রাজিলিয়ান এই মেকআপ আর্টিস্ট।
ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত মেকআপ কর্মশালা উৎসবের পৃষ্ঠপোষক ছিল আমেরিকান কসমেটিকস ব্র্যান্ড ‘ব্লেইজ্ ও স্কিন’। পাশাপাশি স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিল ও হারল্যান ছিল সহযোগী পৃষ্ঠপোষক। মেকআপ প্রশিক্ষণ উৎসবের পাশাপাশি ব্লেইজ্ ও স্কিনের দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন ছিল দর্শকদের আগ্রহের শীর্ষে। একই সঙ্গে হারল্যান এবং সিওডিলের প্রোডাক্টও শোভা পায় প্যাভিলিয়নে।
সংশ্লিষ্টরা জানান, ‘ব্লেইজ্ ও স্কিন’ একটি যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড। এই ব্র্যান্ডে স্কিনকেয়ার ও বডি কেয়ারের ১৫টি প্রোডাক্ট রয়েছে। ফেস স্ক্রাব, বডি ক্রিস্টাল, বডি জেলি, বডি লোশন, শাওয়ার জেল, ফেস ক্রিম, ফেস মাস্কসহ নানা প্রোডাক্ট নিয়ে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করেছে ব্লেইজ্ ও স্কিন।
অনুষ্ঠানের শুরুতেই কেনেডি হফম্যান সবাইকে ধন্যবাদ জানিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে মেকআপ বিষয়ক কর্মশালা পরিচালনা করেন। কর্মশালায় অংশ নেওয়া বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বলেন, ‘এখানে মেকআপ নিয়ে অনেক ধরনের কথা হয়েছে। নতুন কিছু জানতে পেরেছি। আমার ব্র্যান্ড হারল্যানের আমন্ত্রণে এখানে অংশ নিয়েছি। এখানে খুবই ভালো লেগেছে।’
আরেক অভিনেত্রী নুসরাত ফারিয়া জানান, তিনি বেশ উচ্ছ্বসিত এই আয়োজন দেখে। তিনি বলেন, ‘এখানে ব্লেইজ্ ও স্কিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অংশ নিয়েছি। এমন কর্মশালার আয়োজনে আমাদের দেশের মেকআপের ধারণা ও স্কিল আরও সমৃদ্ধ হবে।’
মেকআপ আর্টিস্ট সাহিদা আহসান বলেন, ‘এই মেকআপ ট্রেনিং ফেস্টিভ্যালে কেনেডি হফম্যান উপস্থাপন করেছেন আধুনিক সব মেকআপের ট্রেন্ড এবং ট্রিকস। পাশাপাশি দেশীয় মেকআপ আর্টিস্টরা আন্তর্জাতিকমানের মেকআপ কৌশল ও বিউটি ট্রেন্ড সম্পর্কে নতুন ধারণা পেয়েছেন।’
ঢাকায় মেকআপ আর্টিস্টদের কর্মশালায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন বিশ্বখ্যাত কেনেডি হফম্যান। গত শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ব্লেইজ ও স্কিন মেকআপ ট্রেনিং ফেস্টিভ্যাল বাই কেনেডি হফম্যান’ নামের ওই অনুষ্ঠানে যোগ দেন ব্রাজিলিয়ান এই মেকআপ আর্টিস্ট।
ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত মেকআপ কর্মশালা উৎসবের পৃষ্ঠপোষক ছিল আমেরিকান কসমেটিকস ব্র্যান্ড ‘ব্লেইজ্ ও স্কিন’। পাশাপাশি স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিল ও হারল্যান ছিল সহযোগী পৃষ্ঠপোষক। মেকআপ প্রশিক্ষণ উৎসবের পাশাপাশি ব্লেইজ্ ও স্কিনের দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন ছিল দর্শকদের আগ্রহের শীর্ষে। একই সঙ্গে হারল্যান এবং সিওডিলের প্রোডাক্টও শোভা পায় প্যাভিলিয়নে।
সংশ্লিষ্টরা জানান, ‘ব্লেইজ্ ও স্কিন’ একটি যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড। এই ব্র্যান্ডে স্কিনকেয়ার ও বডি কেয়ারের ১৫টি প্রোডাক্ট রয়েছে। ফেস স্ক্রাব, বডি ক্রিস্টাল, বডি জেলি, বডি লোশন, শাওয়ার জেল, ফেস ক্রিম, ফেস মাস্কসহ নানা প্রোডাক্ট নিয়ে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করেছে ব্লেইজ্ ও স্কিন।
অনুষ্ঠানের শুরুতেই কেনেডি হফম্যান সবাইকে ধন্যবাদ জানিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে মেকআপ বিষয়ক কর্মশালা পরিচালনা করেন। কর্মশালায় অংশ নেওয়া বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বলেন, ‘এখানে মেকআপ নিয়ে অনেক ধরনের কথা হয়েছে। নতুন কিছু জানতে পেরেছি। আমার ব্র্যান্ড হারল্যানের আমন্ত্রণে এখানে অংশ নিয়েছি। এখানে খুবই ভালো লেগেছে।’
আরেক অভিনেত্রী নুসরাত ফারিয়া জানান, তিনি বেশ উচ্ছ্বসিত এই আয়োজন দেখে। তিনি বলেন, ‘এখানে ব্লেইজ্ ও স্কিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অংশ নিয়েছি। এমন কর্মশালার আয়োজনে আমাদের দেশের মেকআপের ধারণা ও স্কিল আরও সমৃদ্ধ হবে।’
মেকআপ আর্টিস্ট সাহিদা আহসান বলেন, ‘এই মেকআপ ট্রেনিং ফেস্টিভ্যালে কেনেডি হফম্যান উপস্থাপন করেছেন আধুনিক সব মেকআপের ট্রেন্ড এবং ট্রিকস। পাশাপাশি দেশীয় মেকআপ আর্টিস্টরা আন্তর্জাতিকমানের মেকআপ কৌশল ও বিউটি ট্রেন্ড সম্পর্কে নতুন ধারণা পেয়েছেন।’
দীর্ঘদিন ধরেই ডলারের অস্থিরতা ও সংকটে ভুগছিল দেশ। সেটি এখনো পুরোপুরি দূর হয়নি। তবে, প্রায় আড়াই বছরের বেশি সময় পর এখন বৈদেশিক মুদ্রার বাজারে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগেসোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৫২১ তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ১৪ নভেম্বর এই সভার আয়োজন করা হয়।
২ ঘণ্টা আগেএসিআই পাওয়ার সলিউশন ২৬ তম পাওয়ার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপোতে অংশগ্রহণ করেছে। এটি ১৪-১৬ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায়। এসিআই পাওয়ার সলিউশনের এক্সপোতে অংশগ্রহণের মূল লক্ষ্য সব নতুন পণ্য সম্পর্কে গ্রাহকদের জানানো। যার মধ্যে রেইকেম কেবল এক্সেসরিজ, স্নেইডার সার্কিট ব্র
২ ঘণ্টা আগেচলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর (তৃতীয়) প্রান্তিকে দেশের ১৭টি সাধারণ বিমা কোম্পানির মুনাফা বৃদ্ধি পেয়েছে। তবে একই সময়ে ২৩ কোম্পানির মুনাফা কমেছে। এ তথ্য ৪০টি সাধারণ বিমা কোম্পানির ১ জুলাই থেকে ৩০ অক্টোবর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে।
৩ ঘণ্টা আগে