অনলাইন ডেস্ক
ছাড়কৃত মূল্যে ভিসতা ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড টিভি পাওয়া যাবে দারাজে। আজ মঙ্গলবার ভিসতা ও দারাজের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় গ্রাহকেরা দারাজ থেকে ভিসতা টিভি কিনলে ২৭ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। ছাড়ের ২০ শতাংশ দিচ্ছে ভিসতা আর ৭ শতাংশ দিচ্ছে দারাজ। এ ছাড়া আরও বেশ কিছু আকর্ষণীয় অফার থাকছে।
রাজধানীর বনানীতে দারাজের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর হয়। সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন ভিসতার ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ এবং দারাজের চিফ করপোরেট অ্যাফেয়ার্স এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারাজের চিফ কমার্শিয়াল অফিসার সাব্বির হোসেইন, ভিসতা ইলেকট্রনিকসের চেয়ারম্যান সামছুল আলম, পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও উদয় হাকিম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দারাজের হেড অব কি অ্যাকাউন্টস অ্যান্ড ব্র্যান্ডস নাহিন আহমেদ, কি অ্যাকাউন্টস ম্যানেজার (ইলেকট্রনিকস) মো. আবু নোমান এবং নাকিব খান (দারাজ লাইভ)। ভিসতার পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর ফয়সাল ইসলাম, ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার হায়দারুজ্জামান সুজন, পলাশ মধু, মেনুকা তাসনিম, আলী হায়দার খান প্রমুখ। চুক্তি শেষে ভিসতার কর্মকর্তারা দারাজের লাইভ অনুষ্ঠানে অংশ নেন।
এই চুক্তির আওতায় দারাজের ফ্লাগশিপ স্টোরে ট্রাস্টেড ব্র্যান্ড হিসেবে ভিসতা পণ্য প্রদর্শন ও বিক্রি হবে। দেশের যেকোনো প্রান্তে যথাসম্ভব কম খরচে গ্রাহকের কাছে পণ্য পৌঁছে যাবে। ভিসতা শতভাগ জেনুইন ও মানসম্পন্ন পণ্য সরবরাহ করবে। দারাজ মলের ফ্লাগশিপ পলিসি অনুযায়ী ১৪ দিনের মধ্যে পণ্য পছন্দ না হলে তা ফেরত নেওয়া হবে। ভিসতা বেষ্ট প্রাইজে পণ্য দেবে এবং দারাজ যত দ্রুত সম্ভব পণ্য সাপ্লাই দেবে।
ছাড়কৃত মূল্যে ভিসতা ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড টিভি পাওয়া যাবে দারাজে। আজ মঙ্গলবার ভিসতা ও দারাজের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় গ্রাহকেরা দারাজ থেকে ভিসতা টিভি কিনলে ২৭ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। ছাড়ের ২০ শতাংশ দিচ্ছে ভিসতা আর ৭ শতাংশ দিচ্ছে দারাজ। এ ছাড়া আরও বেশ কিছু আকর্ষণীয় অফার থাকছে।
রাজধানীর বনানীতে দারাজের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর হয়। সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন ভিসতার ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ এবং দারাজের চিফ করপোরেট অ্যাফেয়ার্স এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারাজের চিফ কমার্শিয়াল অফিসার সাব্বির হোসেইন, ভিসতা ইলেকট্রনিকসের চেয়ারম্যান সামছুল আলম, পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও উদয় হাকিম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দারাজের হেড অব কি অ্যাকাউন্টস অ্যান্ড ব্র্যান্ডস নাহিন আহমেদ, কি অ্যাকাউন্টস ম্যানেজার (ইলেকট্রনিকস) মো. আবু নোমান এবং নাকিব খান (দারাজ লাইভ)। ভিসতার পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর ফয়সাল ইসলাম, ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার হায়দারুজ্জামান সুজন, পলাশ মধু, মেনুকা তাসনিম, আলী হায়দার খান প্রমুখ। চুক্তি শেষে ভিসতার কর্মকর্তারা দারাজের লাইভ অনুষ্ঠানে অংশ নেন।
এই চুক্তির আওতায় দারাজের ফ্লাগশিপ স্টোরে ট্রাস্টেড ব্র্যান্ড হিসেবে ভিসতা পণ্য প্রদর্শন ও বিক্রি হবে। দেশের যেকোনো প্রান্তে যথাসম্ভব কম খরচে গ্রাহকের কাছে পণ্য পৌঁছে যাবে। ভিসতা শতভাগ জেনুইন ও মানসম্পন্ন পণ্য সরবরাহ করবে। দারাজ মলের ফ্লাগশিপ পলিসি অনুযায়ী ১৪ দিনের মধ্যে পণ্য পছন্দ না হলে তা ফেরত নেওয়া হবে। ভিসতা বেষ্ট প্রাইজে পণ্য দেবে এবং দারাজ যত দ্রুত সম্ভব পণ্য সাপ্লাই দেবে।
মূল্যস্ফীতির প্রভাব মধ্য ও নিম্ন আয়ের শ্রেণির মধ্যে প্রধানত ভোগের ওপর পড়ছে, কিন্তু উচ্চ আয়ের মানুষদের ওপর এর তেমন প্রভাব নেই। সাম্প্রতিক মাসগুলোতে ভারতে বিলাসদ্রব্যে মানুষের ব্যয় বাড়ছে। জার্মান বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক মার্সিডিজ–বেঞ্জের গাড়ি বিক্রি এ বছরের প্রথম নয় মাসে ভারতে ১৩ শতাংশ বেড়েছে, যা
৩৭ মিনিট আগেদীর্ঘদিন ধরেই ডলারের অস্থিরতা ও সংকটে ভুগছিল দেশ। সেটি এখনো পুরোপুরি দূর হয়নি। তবে, প্রায় আড়াই বছরের বেশি সময় পর এখন বৈদেশিক মুদ্রার বাজারে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগেসোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৫২১ তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ১৪ নভেম্বর এই সভার আয়োজন করা হয়।
৪ ঘণ্টা আগেএসিআই পাওয়ার সলিউশন ২৬ তম পাওয়ার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপোতে অংশগ্রহণ করেছে। এটি ১৪-১৬ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায়। এসিআই পাওয়ার সলিউশনের এক্সপোতে অংশগ্রহণের মূল লক্ষ্য সব নতুন পণ্য সম্পর্কে গ্রাহকদের জানানো। যার মধ্যে রেইকেম কেবল এক্সেসরিজ, স্নেইডার সার্কিট ব্র
৪ ঘণ্টা আগে