বিজ্ঞপ্তি
ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। ঈদের এই খুশিকে দ্বিগুণ করতে ক্লেমন নিয়ে এলো দারুণ একটি ডিজিটাল কনটেস্ট ‘লেমন নিনজা’। ক্লেমন, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ ও বাংলাদেশের জনপ্রিয় ক্লিয়ার ড্রিংক। ঈদসহ যেকোনো বড় উৎসবে ক্লেমন হাজির হয় মজার মজার সব কনটেস্ট নিয়ে। এই ঈদুল আজহাতেও তার ব্যতিক্রম হয়নি।
‘লেমন নিনজা’ মূলত একটি ডিজিটাল গেম। গেমটি খেলতে ভিজিট করতে হবে লিংকে এবং নাম, ঠিকানা ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। বাংলাদেশে ক্লিয়ার ড্রিংক-এর মধ্যে ক্লেমন-এ লেমনের পরিমাণ বেশি। তাই ক্লেমন-এর ট্যাগ লাইন ক্লিয়ারলি লেমন ড্রিংক। ক্লেমন-এর এই ফিচারের ওপর ভিত্তি করে ‘লেমন নিনজা’ গেমটি সাজানো হয়েছে। বেশি বেশি লেমন স্লাইস করলে ক্লেমনের বোতলটি ফিল-আপ হবে এবং এভাবেই গেমটি এগিয়ে যাবে।
এই ক্যাম্পেইনটি পরিচালনায় আছেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্লেমন-এর আগের কনটেস্টগুলোর মত এই কনটেস্টেও সবাই অংশগ্রহণ করবে এবং আগের মতো ভালোবাসা দিয়ে ক্লেমন-এর পাশে থাকবে বলেই আকিজ ফুড অ্যান্ড বেভারেজ-এর কর্তৃপক্ষ আশা রাখেন।
ক্লেমন প্রেজেন্টস ‘লেমন নিনজা’ কনটেস্টটি গত ২৩ জুন থেকে শুরু হয়েছে এবং ইতোমধ্যে ভোক্তাদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। কনটেস্টটি চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। প্রতিযোগিতার ফলাফল, বিজয়ীদের নাম ও কনটেস্টের অন্যান্য কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই পেইজে।
ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। ঈদের এই খুশিকে দ্বিগুণ করতে ক্লেমন নিয়ে এলো দারুণ একটি ডিজিটাল কনটেস্ট ‘লেমন নিনজা’। ক্লেমন, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ ও বাংলাদেশের জনপ্রিয় ক্লিয়ার ড্রিংক। ঈদসহ যেকোনো বড় উৎসবে ক্লেমন হাজির হয় মজার মজার সব কনটেস্ট নিয়ে। এই ঈদুল আজহাতেও তার ব্যতিক্রম হয়নি।
‘লেমন নিনজা’ মূলত একটি ডিজিটাল গেম। গেমটি খেলতে ভিজিট করতে হবে লিংকে এবং নাম, ঠিকানা ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। বাংলাদেশে ক্লিয়ার ড্রিংক-এর মধ্যে ক্লেমন-এ লেমনের পরিমাণ বেশি। তাই ক্লেমন-এর ট্যাগ লাইন ক্লিয়ারলি লেমন ড্রিংক। ক্লেমন-এর এই ফিচারের ওপর ভিত্তি করে ‘লেমন নিনজা’ গেমটি সাজানো হয়েছে। বেশি বেশি লেমন স্লাইস করলে ক্লেমনের বোতলটি ফিল-আপ হবে এবং এভাবেই গেমটি এগিয়ে যাবে।
এই ক্যাম্পেইনটি পরিচালনায় আছেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্লেমন-এর আগের কনটেস্টগুলোর মত এই কনটেস্টেও সবাই অংশগ্রহণ করবে এবং আগের মতো ভালোবাসা দিয়ে ক্লেমন-এর পাশে থাকবে বলেই আকিজ ফুড অ্যান্ড বেভারেজ-এর কর্তৃপক্ষ আশা রাখেন।
ক্লেমন প্রেজেন্টস ‘লেমন নিনজা’ কনটেস্টটি গত ২৩ জুন থেকে শুরু হয়েছে এবং ইতোমধ্যে ভোক্তাদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। কনটেস্টটি চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। প্রতিযোগিতার ফলাফল, বিজয়ীদের নাম ও কনটেস্টের অন্যান্য কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই পেইজে।
বাংলাদেশের দুটি কিডনিই খেয়ে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ও অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য
১ ঘণ্টা আগেঅক্টোবরে ভারতের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৩৫ শতাংশ, আর টেক্সটাইল রপ্তানি বেড়েছে ১১ দশমিক ৫৬ শতাংশ। বাংলাদেশে অস্থিরতা শুরুর পর ভারতে পোশাক রপ্তানির অর্ডার বেড়েছে বলে দ্য হিন্দুর প্রতিবেদনে তুলে ধরা হয়।
৪ ঘণ্টা আগেনেপাল প্রথমবারের মতো ভারতের বিদ্যুৎ সংযোগ অবকাঠামোর মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে। এটিকে উপ–আঞ্চলিক বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এই ঘটনা তৃতীয় কোনো দেশের সঙ্গে নেপালের বিদ্যুৎ বাণিজ্যের প্রথম দৃষ্টান্ত।
৬ ঘণ্টা আগেবাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ও নজিরবিহীন বন্যার প্রভাবে মূল্যস্ফীতি হার দুই অঙ্কের ঘর ছাড়িয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ানোসহ কঠোর মুদ্রানীতি অনুসরণ করছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু জিনিসপত্রের দাম আকাশচুম্বী। নিম্ন আয়ের দরিদ্র মানুষদের খেয়ে পরে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে।
২০ ঘণ্টা আগে