অনলাইন ডেস্ক
বাংলাদেশে জেনুইন মূল্যে জেনুইন পণ্য এবং সেবা প্রদানের লক্ষ্যে দেশের ইলেকট্রনিকস বাজারে দৃঢ় প্রত্যয়ে ব্যবসা সম্প্রসারণ করছে জাপানের সনির প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেড (সনি-স্মার্ট)। এবার বাংলাদেশের সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কের নিচ তলায় ইলেকট্রনিকস জোনের সেন্টার কোর্টের পাশেই (শপ# ইউএ ০০৯ বি) একটি ফ্ল্যাগশিপ শো-রুম চালু করেছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি কেক কেটে সনি-স্মার্ট ফ্ল্যাগশিপ শো-রুমের উদ্বোধন করেন আরএমডিসি, সনি সাউথইস্ট এশিয়ার প্রেসিডেন্ট আতসুশি এন্দো। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং পরিচালক তানভীর হোসাইন।
আজ সোমবার প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শো-রুমটি বাংলাদেশে সনির প্রাতিষ্ঠানিক পরিবেশকের প্রমাণ দিতে এবং উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে একটি ফলকনামায় সাক্ষর করেন আরএমডিসি, সনি সাউথইস্ট এশিয়ার প্রেসিডেন্ট আতসুশি এন্দো। জেনুইন পণ্য, জেনুইন মূল্যে, জেনুইন সার্ভিস এবং জেনুইন সেবা প্রদানের মাধ্যমে দেশব্যাপী সর্বোত্তম ক্রেতা সন্তুষ্টির অংশ হিসেবে ফ্ল্যাগশিপ শো-রুমটি স্থাপনের জন্য স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেডকে আন্তরিক অভিনন্দন জানান তিনি।
শো-রুমটির উদ্বোধনী অনুষ্ঠানে স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বাংলাদেশে সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর, স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেড তাদের সুদৃঢ় ব্যবসায়িক নীতি মেনে আসল পণ্যের সঙ্গে সঠিক মূল্যে প্রকৃত সেবার নিশ্চয়তা দেবে।
সনি ব্র্যান্ড লাভারদের জন্য দেশের বিভিন্ন অননুমোদিত উৎস থেকে নকল/রিফারবিশড পণ্য ক্রয় না করে, সর্বদা জেনুইন পণ্য, জেনুইন মূল্যে, জেনুইন সার্ভিস এবং জেনুইন সেবা পেতে, স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেডের সনি-স্মার্ট শো-রুম থেকে পণ্য ক্রয়ের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সনি ইন্টারন্যাশনাল লিমিটেডের বাংলাদেশ শাখার এবং স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মীরা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা এবং গণ্যমান্য ব্যক্তিরা।
বাংলাদেশে জেনুইন মূল্যে জেনুইন পণ্য এবং সেবা প্রদানের লক্ষ্যে দেশের ইলেকট্রনিকস বাজারে দৃঢ় প্রত্যয়ে ব্যবসা সম্প্রসারণ করছে জাপানের সনির প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেড (সনি-স্মার্ট)। এবার বাংলাদেশের সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কের নিচ তলায় ইলেকট্রনিকস জোনের সেন্টার কোর্টের পাশেই (শপ# ইউএ ০০৯ বি) একটি ফ্ল্যাগশিপ শো-রুম চালু করেছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি কেক কেটে সনি-স্মার্ট ফ্ল্যাগশিপ শো-রুমের উদ্বোধন করেন আরএমডিসি, সনি সাউথইস্ট এশিয়ার প্রেসিডেন্ট আতসুশি এন্দো। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং পরিচালক তানভীর হোসাইন।
আজ সোমবার প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শো-রুমটি বাংলাদেশে সনির প্রাতিষ্ঠানিক পরিবেশকের প্রমাণ দিতে এবং উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে একটি ফলকনামায় সাক্ষর করেন আরএমডিসি, সনি সাউথইস্ট এশিয়ার প্রেসিডেন্ট আতসুশি এন্দো। জেনুইন পণ্য, জেনুইন মূল্যে, জেনুইন সার্ভিস এবং জেনুইন সেবা প্রদানের মাধ্যমে দেশব্যাপী সর্বোত্তম ক্রেতা সন্তুষ্টির অংশ হিসেবে ফ্ল্যাগশিপ শো-রুমটি স্থাপনের জন্য স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেডকে আন্তরিক অভিনন্দন জানান তিনি।
শো-রুমটির উদ্বোধনী অনুষ্ঠানে স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বাংলাদেশে সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর, স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেড তাদের সুদৃঢ় ব্যবসায়িক নীতি মেনে আসল পণ্যের সঙ্গে সঠিক মূল্যে প্রকৃত সেবার নিশ্চয়তা দেবে।
সনি ব্র্যান্ড লাভারদের জন্য দেশের বিভিন্ন অননুমোদিত উৎস থেকে নকল/রিফারবিশড পণ্য ক্রয় না করে, সর্বদা জেনুইন পণ্য, জেনুইন মূল্যে, জেনুইন সার্ভিস এবং জেনুইন সেবা পেতে, স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেডের সনি-স্মার্ট শো-রুম থেকে পণ্য ক্রয়ের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সনি ইন্টারন্যাশনাল লিমিটেডের বাংলাদেশ শাখার এবং স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মীরা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা এবং গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিবছরের মতো এবারও দেশের ১২টি ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার আবেদন ফি সহজেই পরিশোধ করা যাচ্ছে বিকাশে। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী বা তাঁদের অভিভাবকেরা ক্যাডেট কলেজে ভর্তির ওয়েবসাইটে আবেদন করে বিকাশের মাধ্যমে এই ফি দিতে পারছেন ১৫ ডিসেম্বর পর্যন্ত। এর সঙ্গে পাচ্ছেন ৫০ টাকার ডিসকাউন্ট কুপন। পরবর্তী পাঁচ দি
১ ঘণ্টা আগে২০২১ সালের জুন মাস। কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউয়ের পর ব্যবসা সামলাচ্ছিলেন ভারতের তিরুপ্পুর-ভিত্তিক টেকনো স্পোর্টসওয়্যার প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুনীল ঝুঞ্জুনওয়ালা। হঠাৎ তিনি লক্ষ্য করলেন, পোন্ডিচেরির খুচরা বিক্রেতাদের কাছ থেকে তাঁদের কোম্পানির ‘রাউন্ড-নেক ফুল-স্লিভ’ পলিয়েস্টার..
১ ঘণ্টা আগেআসন্ন বিজিএমইএ নির্বাচন উপলক্ষে সম্মিলিত পরিষদের উদ্যোগে এবং চৈতী গ্রুপের সিইও আবুল কালামের ব্যবস্থাপনায় সম্প্রতি আলোচনা সভা ও মেজবানি অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত পরিষদের সভাপতি ও বিজিএমইএয়ের সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চৈতী গ্রুপের সিইও ও সম্মিলিত পরিষদের স
২ ঘণ্টা আগেব্ল্যাক ফ্রাইডের ধারণার জন্ম যুক্তরাষ্ট্রে। নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার দেশটিতে থ্যাংকস গিভিং ডে উদ্যাপিত হয়। এর পর দিনই ব্ল্যাক ফ্রাইডে। এ দিনটিতে মূলত ব্যবসায়ীরা বিভিন্ন পণ্যে ব্যাপক ছাড় দিয়ে থাকেন। এই দিন থেকেই বড়দিনের কেনাকাটা শুরু করেন অনেকে। বর্তমানে বিশ্বের অনেক দেশেই বেশ জনপ্রিয় এই দিন
৩ ঘণ্টা আগে