বিজ্ঞপ্তি
জিপিএইচ ইস্পাত লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশসহ মোট ১০ শতাংশ লভ্যাংশের অনুমোদন দেওয়া হয়। গত ২৮ ডিসেম্বর বিকেলে ডিজিটাল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির। এতে উপস্থিত ছিলেন গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল এবং পরিচালক মো. আশরাফুজ্জামান, মো. আবদুল আহাদ ও মো. আজিজুল হক, স্বতন্ত্র পরিচালক সফিউল আলম খান চৌধুরী ও মুখতার আহমেদ।
নির্বাহী পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) কামরুল ইসলাম এফসিএ অনুষ্ঠান সঞ্চালনা ও শেয়ারহোল্ডারদের প্রশ্নের উত্তর দেন। চিফ ফিন্যান্সিয়াল অফিসার আবু বক্কর সিদ্দিক এফসিএমএ, গ্রুপ চিফ ফিন্যান্সিয়াল অফিসার এইচ এম আশরাফ-উজ-জামান এফসিএ, ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মো. মোশারফ হোসেন, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার, ব্যাংকার, স্টেকহোল্ডার বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি যোগ দেন।
ওই সভায় জিপিএইচ ইস্পাতের গত ৩০ জুন শেষ বছরের আর্থিক প্রতিবেদন, সংশ্লিষ্ট নিরীক্ষা প্রতিবেদন এবং পরিচালনা পর্ষদের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। সভায় ২০২২-২৩ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ৫ শতাংশ নগদ লভ্যাংশ (স্পনসর এবং পরিচালক ছাড়া সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য) ও ৫ শতাংশ স্টক লভ্যাংশসহ মোট ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদিত হয়।
স্বাগত বক্তব্যে সভার সভাপতি মো. আলমগীর কবির বলেন, ‘জিপিএইচ ইস্পাত লিমিটেড স্থিতিস্থাপকতা এবং দূরদর্শিতার সঙ্গে সংশ্লিষ্ট খাতের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেছে। অত্যাধুনিক কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তি ব্যবহার করে যুগান্তকারী পণ্য জিপিএইচ কোয়ান্টাম বি৬০০ সি-আর এবং জিপিএইচ কোয়ান্টাম বি৬০০ ডি-আর উৎপাদনের মাধ্যমে আমাদের উৎকর্ষ চিহ্নিত হয়েছে; যা ভূমিকম্প সহনশীল, ৩০ পারসেন্ট ব্যয়সাশ্রয়ী, শ্রমিক ও পরিবহন খরচ কমবে। এই কৌশলগত পদক্ষেপের ফলে ইস্পাতশিল্পে আমাদের নতুন উচ্চতার দ্বার উন্মোচিত হয়েছে।
গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘কোভিড ১৯, ইউক্রেন যুদ্ধ, বাণিজ্য অবরোধ ইত্যাদির কারণে কঠিন সংকটের মধ্যেও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এবং এখন পর্যন্ত অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছি। আমাদের প্রযুক্তি, পণ্য ও পরিষেবার মান সর্বোপরি সঠিক ব্যবস্থাপনা এই কঠিন পরিস্থিতি মোকাবিলায় সহায়ক ভূমিকা পালন করেছে।’
সভায় স্বতন্ত্র পরিচালক শফিউল আলম খান চৌধুরী ও মুখতার আহমেদ শেয়ারহোল্ডারদের পক্ষে জিপিএইচ পরিচালনা পর্ষদে সঠিক দায়িত্ব পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য দেন।
সমাপনী বক্তব্যে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন, ‘এশিয়ায় সর্বপ্রথম ও সর্বোচ্চ গুণ-মানের স্টিল আমরা উৎপাদন করেছি এবং চীনের মতো দেশে রপ্তানি করে বাণিজ্যে নয়া দিগন্ত উন্মোচন করেছি। জিপিএইচ একটি রেফারেল প্ল্যান্ট, যা দেখতে বিশ্বখ্যাত কোম্পানি আমাদের প্ল্যান্ট পরিদর্শন করছে।
জিপিএইচ ইস্পাত লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশসহ মোট ১০ শতাংশ লভ্যাংশের অনুমোদন দেওয়া হয়। গত ২৮ ডিসেম্বর বিকেলে ডিজিটাল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির। এতে উপস্থিত ছিলেন গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল এবং পরিচালক মো. আশরাফুজ্জামান, মো. আবদুল আহাদ ও মো. আজিজুল হক, স্বতন্ত্র পরিচালক সফিউল আলম খান চৌধুরী ও মুখতার আহমেদ।
নির্বাহী পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) কামরুল ইসলাম এফসিএ অনুষ্ঠান সঞ্চালনা ও শেয়ারহোল্ডারদের প্রশ্নের উত্তর দেন। চিফ ফিন্যান্সিয়াল অফিসার আবু বক্কর সিদ্দিক এফসিএমএ, গ্রুপ চিফ ফিন্যান্সিয়াল অফিসার এইচ এম আশরাফ-উজ-জামান এফসিএ, ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মো. মোশারফ হোসেন, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার, ব্যাংকার, স্টেকহোল্ডার বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি যোগ দেন।
ওই সভায় জিপিএইচ ইস্পাতের গত ৩০ জুন শেষ বছরের আর্থিক প্রতিবেদন, সংশ্লিষ্ট নিরীক্ষা প্রতিবেদন এবং পরিচালনা পর্ষদের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। সভায় ২০২২-২৩ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ৫ শতাংশ নগদ লভ্যাংশ (স্পনসর এবং পরিচালক ছাড়া সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য) ও ৫ শতাংশ স্টক লভ্যাংশসহ মোট ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদিত হয়।
স্বাগত বক্তব্যে সভার সভাপতি মো. আলমগীর কবির বলেন, ‘জিপিএইচ ইস্পাত লিমিটেড স্থিতিস্থাপকতা এবং দূরদর্শিতার সঙ্গে সংশ্লিষ্ট খাতের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেছে। অত্যাধুনিক কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তি ব্যবহার করে যুগান্তকারী পণ্য জিপিএইচ কোয়ান্টাম বি৬০০ সি-আর এবং জিপিএইচ কোয়ান্টাম বি৬০০ ডি-আর উৎপাদনের মাধ্যমে আমাদের উৎকর্ষ চিহ্নিত হয়েছে; যা ভূমিকম্প সহনশীল, ৩০ পারসেন্ট ব্যয়সাশ্রয়ী, শ্রমিক ও পরিবহন খরচ কমবে। এই কৌশলগত পদক্ষেপের ফলে ইস্পাতশিল্পে আমাদের নতুন উচ্চতার দ্বার উন্মোচিত হয়েছে।
গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘কোভিড ১৯, ইউক্রেন যুদ্ধ, বাণিজ্য অবরোধ ইত্যাদির কারণে কঠিন সংকটের মধ্যেও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এবং এখন পর্যন্ত অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছি। আমাদের প্রযুক্তি, পণ্য ও পরিষেবার মান সর্বোপরি সঠিক ব্যবস্থাপনা এই কঠিন পরিস্থিতি মোকাবিলায় সহায়ক ভূমিকা পালন করেছে।’
সভায় স্বতন্ত্র পরিচালক শফিউল আলম খান চৌধুরী ও মুখতার আহমেদ শেয়ারহোল্ডারদের পক্ষে জিপিএইচ পরিচালনা পর্ষদে সঠিক দায়িত্ব পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য দেন।
সমাপনী বক্তব্যে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন, ‘এশিয়ায় সর্বপ্রথম ও সর্বোচ্চ গুণ-মানের স্টিল আমরা উৎপাদন করেছি এবং চীনের মতো দেশে রপ্তানি করে বাণিজ্যে নয়া দিগন্ত উন্মোচন করেছি। জিপিএইচ একটি রেফারেল প্ল্যান্ট, যা দেখতে বিশ্বখ্যাত কোম্পানি আমাদের প্ল্যান্ট পরিদর্শন করছে।
বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেছেন, বাংলাদেশে এখন ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ বিরাজ করছে। ছাত্র-জনতার অভ্যুত্থান বাংলাদেশে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এখান থেকে পেছনে ফেরা যাবে না। বর্তমান সরকারের ১০০ দিনের অর্জন প্রত্যাশামাফিক হয়েছে
৫ ঘণ্টা আগেবাংলাদেশের ঋণমান আরও কমিয়েছে মুডিস। আন্তর্জাতিক এই সংস্থার রেটিংসে গত ছয় মাসের ব্যবধানে সরকারের ঋণমান ‘বি১’ থেকে নামিয়ে ‘বি২’ করা হয়েছে। এতেই দেশের অর্থনীতির পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে ‘ঋণাত্মক’ হয়েছে।
৬ ঘণ্টা আগেপ্রতিবছরের মতো এবারও দেশের ১২টি ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার আবেদন ফি সহজেই পরিশোধ করা যাচ্ছে বিকাশে। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী বা তাঁদের অভিভাবকেরা ক্যাডেট কলেজে ভর্তির ওয়েবসাইটে আবেদন করে বিকাশের মাধ্যমে এই ফি দিতে পারছেন ১৫ ডিসেম্বর পর্যন্ত। এর সঙ্গে পাচ্ছেন ৫০ টাকার ডিসকাউন্ট কুপন। পরবর্তী পাঁচ দি
৮ ঘণ্টা আগে২০২১ সালের জুন মাস। কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউয়ের পর ব্যবসা সামলাচ্ছিলেন ভারতের তিরুপ্পুর-ভিত্তিক টেকনো স্পোর্টসওয়্যার প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুনীল ঝুঞ্জুনওয়ালা। হঠাৎ তিনি লক্ষ্য করলেন, পোন্ডিচেরির খুচরা বিক্রেতাদের কাছ থেকে তাঁদের কোম্পানির ‘রাউন্ড-নেক ফুল-স্লিভ’ পলিয়েস্টার..
৮ ঘণ্টা আগে