বিজ্ঞপ্তি
গ্লোবাল অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হায়ার বাংলাদেশের বাজারে নতুন পণ্য উন্মোচন করেছে। গতকাল সোমবার আইসিসিবিতে অনুষ্ঠিত পার্টনারস মিট প্রোগ্রামে এই পণ্যের উন্মোচন করা হয়।
হায়ার বিশ্বের একমাত্র এলওটি ইকোসিস্টেম ব্র্যান্ড, যা ‘ব্র্যান্ডস টপ ১০০ মোস্ট ভ্যালুয়েবল গ্লোবাল ব্র্যান্ডস’ টানা চার বছর ধরে তালিকায় স্থান পেয়ে আসছে। এ ছাড়া ইউরোমনিটর ইন্টারন্যাশনালের মেজর অ্যাপ্লায়েন্সেস ব্র্যান্ড হিসাবে টানা ১৫ বছর ধরে বিশ্বে শীর্ষে রয়েছে। ২০২২ সালে এর বিশ্বব্যাপী আয় ৫০ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এর ব্র্যান্ড ভ্যালু পৌঁছেছে ৬৮ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারে।
২০২২ সালে হায়ার স্মার্ট হোমের বিশ্বব্যাপী টার্নওভার ২৪৩ দশমিক ৫১৪ হয়েছে বিলিয়ন সিএনওয়াই (চীনা ইউয়ান)। যা বছরে ৭ দশমিক ২ পারসেন্ট বেড়েছে। মূল কোম্পানির নিট মুনাফা ১৪ দশমিক ৭১ বিলিয়ন সিএনওয়াই, যা বছরে ১২ দশমিক ৫ পারসেন্ট বেড়েছে।
অনুষ্ঠানে হায়ার উন্মোচন করেছে নতুন কিছু ইন্টারঅ্যাকটিভ পণ্য। এর মধ্যে রয়েছে বাংলাদেশের প্রথম সোলার হাইব্রিড এসি, একটি বিপ্লবী শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। যা অতিরিক্ত বিদ্যুৎ চার্জ ছাড়াই শতভাগ শক্তি সাশ্রয় নিশ্চিত করে। এস ৯০০ সিরিজের সম্পূর্ণ অ্যারে লোকাল ডিমিং সহ কোয়ান্টাম ডট, ১২০ এইচ রিফ্রেশ রেট, ডলবি ভিশনের মতো উন্নত প্রযুক্তির সমন্বয়ে নির্মিত। রয়েছে অ্যাটমস, হ্যান্ডস-ফ্রি ভয়েস কন্ট্রোল এবং বিভিন্ন ফাংশন। এআই সেন্সর ড্রাই, ডাইরেক্ট মোশন মোটর, ৫২৫ সুপার ড্রাম, ওয়াই-ফাই অপারেশন এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রযুক্তির মতো উন্নত বৈশিষ্ট্যসহ ‘কম্বি সিরিজ’ ওয়াশার ড্রায়ার কম্বো এবং ৩১৬ সিরিজের টপ লোড ওয়াশিং মেশিন। এ ছাড়া, টুইন ইনভার্টার টেকনোলজি, ডুয়াল আর্দ্রতা জোন এবং ডিও ফ্রেশ টেকনোলজি সমন্বিত এইচআরবি-৭০০ কেজিইউ ১ রেফ্রিজারেটর। এইচসিএফ-২৩০ জিই এবং এইচসিএফ-১৭৫ জিই ফ্রিজার মডেলগুলোও উন্মোচন করা হয়েছে, -৩০ ডিগ্রি সি. সুপার ফ্রিজিং, ১৫০ ঘণ্টা কুলিং রিটেনশন, ইলেকট্রনিক টাচ কন্ট্রোল, পিসিএম ইনার লাইনার এবং ডিও ফ্রেশ প্রযুক্তি। এর সঙ্গে হায়ার বাংলাদেশে প্রথমবারের মতো ‘শক প্রুফ’ ওয়াটার হিটার চালু করেছে।
হায়ার বাংলাদেশের ডিএমডি মি. ওয়াং জিয়াংজিং বলেন, হায়ার গ্রুপ একটি উন্নত জীবন এবং ডিজিটাল রূপান্তর সমাধানের একটি বিশ্ব-নেতৃস্থানীয় প্রদানকারী। প্রকৃত অর্থনীতির প্রতিনিধি হিসাবে, হায়ার ক্রমাগত শিল্পের উপর গুরুত্ব দিয়ে আসছে এবং স্মার্ট হোম, লিভিং এবং ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট সেক্টরে ব্যবসার বিকাশ করছে।
গ্লোবাল অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হায়ার বাংলাদেশের বাজারে নতুন পণ্য উন্মোচন করেছে। গতকাল সোমবার আইসিসিবিতে অনুষ্ঠিত পার্টনারস মিট প্রোগ্রামে এই পণ্যের উন্মোচন করা হয়।
হায়ার বিশ্বের একমাত্র এলওটি ইকোসিস্টেম ব্র্যান্ড, যা ‘ব্র্যান্ডস টপ ১০০ মোস্ট ভ্যালুয়েবল গ্লোবাল ব্র্যান্ডস’ টানা চার বছর ধরে তালিকায় স্থান পেয়ে আসছে। এ ছাড়া ইউরোমনিটর ইন্টারন্যাশনালের মেজর অ্যাপ্লায়েন্সেস ব্র্যান্ড হিসাবে টানা ১৫ বছর ধরে বিশ্বে শীর্ষে রয়েছে। ২০২২ সালে এর বিশ্বব্যাপী আয় ৫০ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এর ব্র্যান্ড ভ্যালু পৌঁছেছে ৬৮ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারে।
২০২২ সালে হায়ার স্মার্ট হোমের বিশ্বব্যাপী টার্নওভার ২৪৩ দশমিক ৫১৪ হয়েছে বিলিয়ন সিএনওয়াই (চীনা ইউয়ান)। যা বছরে ৭ দশমিক ২ পারসেন্ট বেড়েছে। মূল কোম্পানির নিট মুনাফা ১৪ দশমিক ৭১ বিলিয়ন সিএনওয়াই, যা বছরে ১২ দশমিক ৫ পারসেন্ট বেড়েছে।
অনুষ্ঠানে হায়ার উন্মোচন করেছে নতুন কিছু ইন্টারঅ্যাকটিভ পণ্য। এর মধ্যে রয়েছে বাংলাদেশের প্রথম সোলার হাইব্রিড এসি, একটি বিপ্লবী শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। যা অতিরিক্ত বিদ্যুৎ চার্জ ছাড়াই শতভাগ শক্তি সাশ্রয় নিশ্চিত করে। এস ৯০০ সিরিজের সম্পূর্ণ অ্যারে লোকাল ডিমিং সহ কোয়ান্টাম ডট, ১২০ এইচ রিফ্রেশ রেট, ডলবি ভিশনের মতো উন্নত প্রযুক্তির সমন্বয়ে নির্মিত। রয়েছে অ্যাটমস, হ্যান্ডস-ফ্রি ভয়েস কন্ট্রোল এবং বিভিন্ন ফাংশন। এআই সেন্সর ড্রাই, ডাইরেক্ট মোশন মোটর, ৫২৫ সুপার ড্রাম, ওয়াই-ফাই অপারেশন এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রযুক্তির মতো উন্নত বৈশিষ্ট্যসহ ‘কম্বি সিরিজ’ ওয়াশার ড্রায়ার কম্বো এবং ৩১৬ সিরিজের টপ লোড ওয়াশিং মেশিন। এ ছাড়া, টুইন ইনভার্টার টেকনোলজি, ডুয়াল আর্দ্রতা জোন এবং ডিও ফ্রেশ টেকনোলজি সমন্বিত এইচআরবি-৭০০ কেজিইউ ১ রেফ্রিজারেটর। এইচসিএফ-২৩০ জিই এবং এইচসিএফ-১৭৫ জিই ফ্রিজার মডেলগুলোও উন্মোচন করা হয়েছে, -৩০ ডিগ্রি সি. সুপার ফ্রিজিং, ১৫০ ঘণ্টা কুলিং রিটেনশন, ইলেকট্রনিক টাচ কন্ট্রোল, পিসিএম ইনার লাইনার এবং ডিও ফ্রেশ প্রযুক্তি। এর সঙ্গে হায়ার বাংলাদেশে প্রথমবারের মতো ‘শক প্রুফ’ ওয়াটার হিটার চালু করেছে।
হায়ার বাংলাদেশের ডিএমডি মি. ওয়াং জিয়াংজিং বলেন, হায়ার গ্রুপ একটি উন্নত জীবন এবং ডিজিটাল রূপান্তর সমাধানের একটি বিশ্ব-নেতৃস্থানীয় প্রদানকারী। প্রকৃত অর্থনীতির প্রতিনিধি হিসাবে, হায়ার ক্রমাগত শিল্পের উপর গুরুত্ব দিয়ে আসছে এবং স্মার্ট হোম, লিভিং এবং ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট সেক্টরে ব্যবসার বিকাশ করছে।
প্রতিবছরের মতো এবারও দেশের ১২টি ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার আবেদন ফি সহজেই পরিশোধ করা যাচ্ছে বিকাশে। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী বা তাঁদের অভিভাবকেরা ক্যাডেট কলেজে ভর্তির ওয়েবসাইটে আবেদন করে বিকাশের মাধ্যমে এই ফি দিতে পারছেন ১৫ ডিসেম্বর পর্যন্ত। এর সঙ্গে পাচ্ছেন ৫০ টাকার ডিসকাউন্ট কুপন। পরবর্তী পাঁচ দি
৫ মিনিট আগে২০২১ সালের জুন মাস। কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউয়ের পর ব্যবসা সামলাচ্ছিলেন ভারতের তিরুপ্পুর-ভিত্তিক টেকনো স্পোর্টসওয়্যার প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুনীল ঝুঞ্জুনওয়ালা। হঠাৎ তিনি লক্ষ্য করলেন, পোন্ডিচেরির খুচরা বিক্রেতাদের কাছ থেকে তাঁদের কোম্পানির ‘রাউন্ড-নেক ফুল-স্লিভ’ পলিয়েস্টার..
১৮ মিনিট আগেআসন্ন বিজিএমইএ নির্বাচন উপলক্ষে সম্মিলিত পরিষদের উদ্যোগে এবং চৈতী গ্রুপের সিইও আবুল কালামের ব্যবস্থাপনায় সম্প্রতি আলোচনা সভা ও মেজবানি অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত পরিষদের সভাপতি ও বিজিএমইএয়ের সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চৈতী গ্রুপের সিইও ও সম্মিলিত পরিষদের স
৪১ মিনিট আগেব্ল্যাক ফ্রাইডের ধারণার জন্ম যুক্তরাষ্ট্রে। নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার দেশটিতে থ্যাংকস গিভিং ডে উদ্যাপিত হয়। এর পর দিনই ব্ল্যাক ফ্রাইডে। এ দিনটিতে মূলত ব্যবসায়ীরা বিভিন্ন পণ্যে ব্যাপক ছাড় দিয়ে থাকেন। এই দিন থেকেই বড়দিনের কেনাকাটা শুরু করেন অনেকে। বর্তমানে বিশ্বের অনেক দেশেই বেশ জনপ্রিয় এই দিন
২ ঘণ্টা আগে