বিজ্ঞপ্তি
ক্রেতাদের জন্য স্বস্তির বাজারদর নিয়ে হাজির হলো সুপারশপ ‘স্বপ্ন’। বাজারে যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, সে সময় চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যে ছাড় দিচ্ছে এই সুপারশপ।
স্বপ্নে ছাড় দেওয়ার পর পণ্যের মূল্য:
পুষ্টি সয়াবিন তেল (৫ লিটার) ৭৫০ টাকা ৮০ পয়সা, রুপচাঁদা সয়াবিন তেল (৫ লিটার) ৭৭৭ টাকা, ফ্রেশ মিল্ক পাউডার ১০০০ গ্রাম ৮০২ টাকা, এসি আই/পুষ্টি আটা (২ কেজি) ১০৮ টাকা, এসিআই/পুষ্টি ময়দা (২ কেজি) ১২৯ টাকা, নিভিয়া সফট ময়েশ্চারাইজিং ক্রিম ২০০ মিলি ৭১৩ টাকা, ফ্রেশ লবণ (১ কেজি) ৩৩ টাকা ৬০ পয়সা, মিনিকেট চাল (লুজ-প্রিমিয়াম প্রতি কেজি) ৬৪ টাকা (কোনো ভ্যাট নেই), মসুর ডাল (ছোট দানা ১ কেজি) ১২০ টাকা (কোনো ভ্যাট নেই), স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপার ৪০টি (মিডিয়াম ও ডাবল এক্সেল-২৪ পিস) ৬৭৯ দশমিক ৫০ টাকা।
স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ৩ ও ৪ নভেম্বর (শুক্র ও শনিবার) সার্ফ এক্সেল ১ কেজি ২৭০ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে (যা খোলা বাজারে ২৯০ টাকা), ইস্পাহানি মির্জাপুর বেস্ট লিফ চা ৫০০ গ্রাম প্যাকেট স্বপ্নতে পাওয়া যাবে ২২৩ টাকায় (বাজারে যার মূল্য ২৪০ টাকা) ও বিভিন্ন সাইজের হেড অ্যান্ড শোল্ডারস শ্যাম্পুতে থাকছে অবিশ্বাস্য ছাড়।
এ ছাড়া বাচ্চাদের ডায়াপারে থাকছে সেরা অফার, যা অন্য ই-কমার্স সাইট বাজার থেকেও অনেক কম দামে পাবেন স্বপ্নের গ্রাহকেরা। জানা গেছে, স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপারের (লার্জ সাইজ ২৪ টি) দাম স্বপ্নতে ৬৭৯ টাকা ৫০ পয়সা, যা বাজারে ৭০০ টাকা এবং স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপারের (এক্স এল ৪৪ পিস) দাম স্বপ্নতে ৮৭০ টাকা, যা বাজার ও বিভিন্ন ই-কমার্স সাইটে ১ হাজার ৫০ টাকা।
একটি পরিবারের ঘরের মাসের বাজারে স্বপ্ন সবগুলো প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে। এ ছাড়া খোলা চাল, ডাল, চিনি, আলু, পেঁয়াজ, মাছ, মাংসে কোনো ভ্যাট নেই।
ক্রেতাদের জন্য স্বস্তির বাজারদর নিয়ে হাজির হলো সুপারশপ ‘স্বপ্ন’। বাজারে যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, সে সময় চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যে ছাড় দিচ্ছে এই সুপারশপ।
স্বপ্নে ছাড় দেওয়ার পর পণ্যের মূল্য:
পুষ্টি সয়াবিন তেল (৫ লিটার) ৭৫০ টাকা ৮০ পয়সা, রুপচাঁদা সয়াবিন তেল (৫ লিটার) ৭৭৭ টাকা, ফ্রেশ মিল্ক পাউডার ১০০০ গ্রাম ৮০২ টাকা, এসি আই/পুষ্টি আটা (২ কেজি) ১০৮ টাকা, এসিআই/পুষ্টি ময়দা (২ কেজি) ১২৯ টাকা, নিভিয়া সফট ময়েশ্চারাইজিং ক্রিম ২০০ মিলি ৭১৩ টাকা, ফ্রেশ লবণ (১ কেজি) ৩৩ টাকা ৬০ পয়সা, মিনিকেট চাল (লুজ-প্রিমিয়াম প্রতি কেজি) ৬৪ টাকা (কোনো ভ্যাট নেই), মসুর ডাল (ছোট দানা ১ কেজি) ১২০ টাকা (কোনো ভ্যাট নেই), স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপার ৪০টি (মিডিয়াম ও ডাবল এক্সেল-২৪ পিস) ৬৭৯ দশমিক ৫০ টাকা।
স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ৩ ও ৪ নভেম্বর (শুক্র ও শনিবার) সার্ফ এক্সেল ১ কেজি ২৭০ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে (যা খোলা বাজারে ২৯০ টাকা), ইস্পাহানি মির্জাপুর বেস্ট লিফ চা ৫০০ গ্রাম প্যাকেট স্বপ্নতে পাওয়া যাবে ২২৩ টাকায় (বাজারে যার মূল্য ২৪০ টাকা) ও বিভিন্ন সাইজের হেড অ্যান্ড শোল্ডারস শ্যাম্পুতে থাকছে অবিশ্বাস্য ছাড়।
এ ছাড়া বাচ্চাদের ডায়াপারে থাকছে সেরা অফার, যা অন্য ই-কমার্স সাইট বাজার থেকেও অনেক কম দামে পাবেন স্বপ্নের গ্রাহকেরা। জানা গেছে, স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপারের (লার্জ সাইজ ২৪ টি) দাম স্বপ্নতে ৬৭৯ টাকা ৫০ পয়সা, যা বাজারে ৭০০ টাকা এবং স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপারের (এক্স এল ৪৪ পিস) দাম স্বপ্নতে ৮৭০ টাকা, যা বাজার ও বিভিন্ন ই-কমার্স সাইটে ১ হাজার ৫০ টাকা।
একটি পরিবারের ঘরের মাসের বাজারে স্বপ্ন সবগুলো প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে। এ ছাড়া খোলা চাল, ডাল, চিনি, আলু, পেঁয়াজ, মাছ, মাংসে কোনো ভ্যাট নেই।
দেশের পোলট্রি খাতে সংকট যেন লেগেই আছে। ডিম ও মুরগির দামে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে সরকারনির্ধারিত মূল্য কার্যকরের উদ্যোগ নেওয়ার পর এবার নতুন করে দেখা দিয়েছে এক দিনের মুরগির বাচ্চা সরবরাহ সংকট। প্রান্তিক খামারিদের অভিযোগ, করপোরেট প্রতিষ্ঠানগুলো...
৪ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আশাবাদী হয়ে উঠেছে ভারতীয় তৈরি পোশাক রপ্তানিকারকেরা। তাঁরা মনে করছেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর নতুন আমলে চীনের ওপর নির্ভরশীলতা কমানোর পরিকল্পনা করেছেন। এই বিষয়টি ভারতের জন্য মার্কিন রপ্তানি বাজারে বড় একটি অংশ...
৬ ঘণ্টা আগেএস আলম সংশ্লিষ্টতার অভিযোগে ৪৫৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইউনিয়ন ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। মূলত যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এস আলমের নিয়োগ দেওয়া ইউনিয়ন ব্যাংকের ২৬২ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।
১৬ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংক এস আলম গ্রুপের বিরুদ্ধে ‘হুমকি বা ভয়ভীতি’ প্রদর্শনের অভিযানে নেমেছে অভিযোগ করে এই শিল্পগোষ্ঠীর কর্ণধার বলেছেন, এর বিরুদ্ধে আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তি ও সিঙ্গাপুরের নাগরিকত্ব ঢাল হিসেবে কাজ করবে। এস আলম ও তাঁর পরিবারের সদস্যরা এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান মনসুরকে এবিষয়ে
১৬ ঘণ্টা আগে