অনলাইন ডেস্ক
কনকা অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল টেলিভিশন ১১ তম আন্তর্জাতিক অ্যাডম্যান অ্যাওয়ার্ড গোল্ড পুরস্কারে ভূষিত হয়েছে। বিশ্বব্যাপী বাজারজাতকৃত টেলিভিশন পণ্যের ব্র্যান্ড ধারণা, উদ্ভাবনী পরিকল্পনা, সামাজিক প্রভাব এবং নজরকাড়া রিপোর্ট কার্ড এসব বিষয়ের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক প্রফেশনাল জুরি বোর্ড কনকা টিভিকে এই স্বীকৃতি প্রদান করেছে।
প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে গ্রাহকদের চাহিদা বিবেচনায় কনকা টিভিতে সংযোজন করা হয়েছে রোটেটিং স্মার্ট স্ক্রিন প্রযুক্তি যার ফলে স্ক্রিন ইন্টারফেস যেকোনো দিকে পরিবর্তন করা যায় এবং মোবাইল ফোনের সঙ্গে সংযোগ করে বিভিন্ন দৃশ্য টিভি স্ক্রিনে বড় পর্দায় উপভোগ করা যায়। কনকা টিভির এআই প্রযুক্তির ক্যামেরায় সুন্দর মুহূর্তগুলো সহজে রেকর্ড করে ফিল্টার এবং সৌন্দর্যবর্ধনের মাধ্যমে পরবর্তীতে পরিবারকে নিয়ে উপভোগ করা যায় যা অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে টিভি’র মার্কেটে প্রবেশ করবে। কনকা টিভিতে রয়েছে আন্তর্জাতিক মানের উন্নত সব প্রযুক্তি যেমন-4 K, True Color, Home share, Cavity Speaker, Dolby Digital Sound system Ges TFT Panel hv যা অন্যদের থেকে আলাদা। এ ছাড়া ও রয়েছে 24K UHD রেজুলেশন, HDR 10 (1.07 বিলিয়ন Kvjvi), Android 11.0 OS, Google Assistant/Google play/chrome cast বিল্ট-ইন এবং 2 GB RAM/ 16 GB অভ্যন্তরীণ মেমোরি, সমস্ত সেরা অ্যাপস এবং গেমস, Wi-Fi সংযোগ।
দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক পণ্যের আমদানিকারক, প্রস্তুতকারক এবং বিপণনকারী গ্রুপ ইলেকট্রো মার্ট বাংলাদেশে কনকা অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল টেলিভিশন সরবরাহ ও বাজারজাতকরণ করছে। বাংলাদেশের ইলেকট্রনিক মার্কেটে ভোক্তাদের কাছে আমদানি করা টেলিভিশনগুলো যখন উচ্চমূল্যে বিক্রি হয়, তখন ইলেকট্রো মার্ট চেষ্টা করে, কীভাবে দেশের সর্বস্তরের গ্রাহকদের কাছে স্বল্পমূল্যে একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের টেলিভিশন পৌঁছে দেওয়া যায়। ফলে, ইলেকট্রো মার্ট ১৯৯০ সাল থেকে প্রথম বিশ্ব বিখ্যাত কনকা ব্র্যান্ডের টেলিভিশন ১৪ "/ ২১" (CRT) বাজারজাত করা শুরু করে।
ইলেকট্রো মার্ট গ্রাহকদের রুচি, সামর্থ্য, পরিচ্ছন্ন ছবি, গুণগত শব্দমান, বিশ্বব্যাপী চাহিদা এবং নিত্যনতুন প্রযুক্তি ইত্যাদি মাথায় রেখে উল্লেখযোগ্য সংখ্যক টেলিভিশনের মডেল তৈরি ও বাজারজাত করছে। বর্তমানে কনকা ব্র্যান্ডের টেলিভিশন বাজারে একটি ভালো অবস্থানে রয়েছে এবং মোট টেলিভিশন মার্কেট শেয়ার এর একটি উল্লেখযোগ্য অংশ কনকা টিভির দখলে। গত বছর আমাদের বাৎসরিক প্রবৃদ্ধির হার ছিল প্রায় ৩৫% এর অধিক।
কনকা অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল টেলিভিশন ১১ তম আন্তর্জাতিক অ্যাডম্যান অ্যাওয়ার্ড গোল্ড পুরস্কারে ভূষিত হয়েছে। বিশ্বব্যাপী বাজারজাতকৃত টেলিভিশন পণ্যের ব্র্যান্ড ধারণা, উদ্ভাবনী পরিকল্পনা, সামাজিক প্রভাব এবং নজরকাড়া রিপোর্ট কার্ড এসব বিষয়ের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক প্রফেশনাল জুরি বোর্ড কনকা টিভিকে এই স্বীকৃতি প্রদান করেছে।
প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে গ্রাহকদের চাহিদা বিবেচনায় কনকা টিভিতে সংযোজন করা হয়েছে রোটেটিং স্মার্ট স্ক্রিন প্রযুক্তি যার ফলে স্ক্রিন ইন্টারফেস যেকোনো দিকে পরিবর্তন করা যায় এবং মোবাইল ফোনের সঙ্গে সংযোগ করে বিভিন্ন দৃশ্য টিভি স্ক্রিনে বড় পর্দায় উপভোগ করা যায়। কনকা টিভির এআই প্রযুক্তির ক্যামেরায় সুন্দর মুহূর্তগুলো সহজে রেকর্ড করে ফিল্টার এবং সৌন্দর্যবর্ধনের মাধ্যমে পরবর্তীতে পরিবারকে নিয়ে উপভোগ করা যায় যা অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে টিভি’র মার্কেটে প্রবেশ করবে। কনকা টিভিতে রয়েছে আন্তর্জাতিক মানের উন্নত সব প্রযুক্তি যেমন-4 K, True Color, Home share, Cavity Speaker, Dolby Digital Sound system Ges TFT Panel hv যা অন্যদের থেকে আলাদা। এ ছাড়া ও রয়েছে 24K UHD রেজুলেশন, HDR 10 (1.07 বিলিয়ন Kvjvi), Android 11.0 OS, Google Assistant/Google play/chrome cast বিল্ট-ইন এবং 2 GB RAM/ 16 GB অভ্যন্তরীণ মেমোরি, সমস্ত সেরা অ্যাপস এবং গেমস, Wi-Fi সংযোগ।
দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক পণ্যের আমদানিকারক, প্রস্তুতকারক এবং বিপণনকারী গ্রুপ ইলেকট্রো মার্ট বাংলাদেশে কনকা অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল টেলিভিশন সরবরাহ ও বাজারজাতকরণ করছে। বাংলাদেশের ইলেকট্রনিক মার্কেটে ভোক্তাদের কাছে আমদানি করা টেলিভিশনগুলো যখন উচ্চমূল্যে বিক্রি হয়, তখন ইলেকট্রো মার্ট চেষ্টা করে, কীভাবে দেশের সর্বস্তরের গ্রাহকদের কাছে স্বল্পমূল্যে একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের টেলিভিশন পৌঁছে দেওয়া যায়। ফলে, ইলেকট্রো মার্ট ১৯৯০ সাল থেকে প্রথম বিশ্ব বিখ্যাত কনকা ব্র্যান্ডের টেলিভিশন ১৪ "/ ২১" (CRT) বাজারজাত করা শুরু করে।
ইলেকট্রো মার্ট গ্রাহকদের রুচি, সামর্থ্য, পরিচ্ছন্ন ছবি, গুণগত শব্দমান, বিশ্বব্যাপী চাহিদা এবং নিত্যনতুন প্রযুক্তি ইত্যাদি মাথায় রেখে উল্লেখযোগ্য সংখ্যক টেলিভিশনের মডেল তৈরি ও বাজারজাত করছে। বর্তমানে কনকা ব্র্যান্ডের টেলিভিশন বাজারে একটি ভালো অবস্থানে রয়েছে এবং মোট টেলিভিশন মার্কেট শেয়ার এর একটি উল্লেখযোগ্য অংশ কনকা টিভির দখলে। গত বছর আমাদের বাৎসরিক প্রবৃদ্ধির হার ছিল প্রায় ৩৫% এর অধিক।
ট্যালি এমএসএমই সম্মাননা পেয়েছেন ২৫ উদ্যোক্তা। বাংলাদেশে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ (এমএসএমই) ইকোসিস্টেমে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেদরপতনের কারণে দেশের পুঁজিবাজার আরও বেশি বিনিয়োগযোগ্য বা উপযোগী হয়েছে উঠেছে। গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিন সূচক বাড়লেও দাম কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। এ কারণে বিদায়ী সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিইরেশিও) কমেছে ৩ দশমিক ১৫ শতাংশ।
১ ঘণ্টা আগেনবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক পণ্য আমদানির ওপর শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশের বাণিজ্য ব্যাপক হারে হ্রাস পাবে। বিশ্বব্যাপী এর প্রভাব কেমন হবে? এটি ১৯৮০ সালে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের বাণিজ্য উদারীকরণ যুগের অবসান ঘটাবে নাকি...
১৩ ঘণ্টা আগেস্বাধীনতার পর জাহাজে করে পাকিস্তান থেকে বাংলাদেশের সমুদ্রবন্দরে পণ্য পরিবহন বন্ধ ছিল। এতদিন পাকিস্তানি পণ্য তৃতীয় দেশ হয়ে জাহাজে করে বাংলাদেশ আসত। সেসব পণ্যও বন্দরে পৌঁছার পর শতভাগ কায়িক পরীক্ষা করা হতো। কিন্তু গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়ে পাকিস্তানের সঙ্
১৩ ঘণ্টা আগে