বিজ্ঞপ্তি
দামে দিশেহারা ক্রেতাদের জন্য বিশেষ ছাড় দিচ্ছে সুপারশপ ‘স্বপ্ন’। গত সপ্তাহের পর আবারও বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছে এই সুপারশপ। স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ১০ ও ১১ নভেম্বর বেশ কিছু পণ্য খোলাবাজারের চেয়ে কম দামে গ্রাহকেরা কিনতে পারবেন।
ছাড় দেওয়ার পর পণ্যের দাম
প্রতিটি ডিম ১০ টাকা (ভ্যাট নেই), ১ কেজি আলু ৩৬ টাকা (ভ্যাট নেই), স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপার ৪০টি (মিডিয়াম সাইজ) ৬৭৯ টাকা ৫০ পয়সা, স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপার ৪৪টি (এক্সেল সাইজ) ৮৭০ টাকা, ফ্রেশ মিল্ক পাউডার (১ কেজি) ৭৮৭ টাকা, পুষ্টি সয়াবিন তেল (৫ লিটার) ৭৬১ টাকা, গরুর মাংস (১ কেজি) ৭৩০ টাকা (ভ্যাট নেই), এসিআই/পুষ্টি আটা (২ কেজি) ১০৮ টাকা, এসিআই/পুষ্টি ময়দা (২ কেজি) ১২৯ টাকা, নিভিয়া সফট ময়েশ্চারাইজিং ক্রিম-২০০ মিলি ৭১৩ টাকা, ফ্রেশ লবণ (১ কেজি) ৩৬ টাকা ৮০ পয়সা, মিনিকেট চাল প্রিমিয়াম-লুজ ৬৫ টাকা (ভ্যাট নেই), ছোট দানার মসুর ডাল (১ কেজি) ভ্যাট ছাড়া ১২০ টাকা।
স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ১০ ও ১১ নভেম্বর (শুক্র ও শনিবার) নেভিয়া ইনটেনসিভ বডি মিল্ক (৪০০ মিলি) ৭৫৫ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে (যা খোলাবাজারে ৯০০-৯২০ টাকা), নেভিয়া এক্স হাইড্রেশন বডি লোশন (৪০০ মিলি) ৭৫৫ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে (যা খোলা বাজারে ৯০০-৯২০ টাকা), ইস্পাহানি মির্জাপুর বেস্ট লিফ চা ৫০০ গ্রাম প্যাকেট স্বপ্নতে পাওয়া যাবে ২২২ টাকা ৫০ পয়সা (বাজারে যার মূল্য ২৩০-২৩৫ টাকা), সানসিল্ক স্টানিং বেস্ট শাইন শ্যাম্পুতে থাকছে বিশেষ ছাড় এবং স্বপ্ন নুডলস ৪৯৬ গ্রাম পাওয়া যাবে ১২৭ টাকায়। একটি পরিবারের ঘরের মাসের বাজারে স্বপ্ন সবগুলো প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে।
এ ছাড়া খোলা চাল, ডাল, চিনি, আলু, পেঁয়াজ, মাছ, মাংসতে কোনো ভ্যাট নেই। অসাধু ব্যবসায়ীরা যেন ছাড়ের সুযোগ নিয়ে বেশি পরিমাণ পণ্য কিনে কোনো ব্যবসা না করতে পারে সে জন্য সাধারণ ক্রেতার সুবিধার্থে স্বপ্ন আউটলেট থেকে প্রতি ক্রেতা ডিম এক ডজন, আলু সর্বোচ্চ তিন কেজি করে কিনতে পারবেন।
দামে দিশেহারা ক্রেতাদের জন্য বিশেষ ছাড় দিচ্ছে সুপারশপ ‘স্বপ্ন’। গত সপ্তাহের পর আবারও বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছে এই সুপারশপ। স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ১০ ও ১১ নভেম্বর বেশ কিছু পণ্য খোলাবাজারের চেয়ে কম দামে গ্রাহকেরা কিনতে পারবেন।
ছাড় দেওয়ার পর পণ্যের দাম
প্রতিটি ডিম ১০ টাকা (ভ্যাট নেই), ১ কেজি আলু ৩৬ টাকা (ভ্যাট নেই), স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপার ৪০টি (মিডিয়াম সাইজ) ৬৭৯ টাকা ৫০ পয়সা, স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপার ৪৪টি (এক্সেল সাইজ) ৮৭০ টাকা, ফ্রেশ মিল্ক পাউডার (১ কেজি) ৭৮৭ টাকা, পুষ্টি সয়াবিন তেল (৫ লিটার) ৭৬১ টাকা, গরুর মাংস (১ কেজি) ৭৩০ টাকা (ভ্যাট নেই), এসিআই/পুষ্টি আটা (২ কেজি) ১০৮ টাকা, এসিআই/পুষ্টি ময়দা (২ কেজি) ১২৯ টাকা, নিভিয়া সফট ময়েশ্চারাইজিং ক্রিম-২০০ মিলি ৭১৩ টাকা, ফ্রেশ লবণ (১ কেজি) ৩৬ টাকা ৮০ পয়সা, মিনিকেট চাল প্রিমিয়াম-লুজ ৬৫ টাকা (ভ্যাট নেই), ছোট দানার মসুর ডাল (১ কেজি) ভ্যাট ছাড়া ১২০ টাকা।
স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ১০ ও ১১ নভেম্বর (শুক্র ও শনিবার) নেভিয়া ইনটেনসিভ বডি মিল্ক (৪০০ মিলি) ৭৫৫ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে (যা খোলাবাজারে ৯০০-৯২০ টাকা), নেভিয়া এক্স হাইড্রেশন বডি লোশন (৪০০ মিলি) ৭৫৫ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে (যা খোলা বাজারে ৯০০-৯২০ টাকা), ইস্পাহানি মির্জাপুর বেস্ট লিফ চা ৫০০ গ্রাম প্যাকেট স্বপ্নতে পাওয়া যাবে ২২২ টাকা ৫০ পয়সা (বাজারে যার মূল্য ২৩০-২৩৫ টাকা), সানসিল্ক স্টানিং বেস্ট শাইন শ্যাম্পুতে থাকছে বিশেষ ছাড় এবং স্বপ্ন নুডলস ৪৯৬ গ্রাম পাওয়া যাবে ১২৭ টাকায়। একটি পরিবারের ঘরের মাসের বাজারে স্বপ্ন সবগুলো প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে।
এ ছাড়া খোলা চাল, ডাল, চিনি, আলু, পেঁয়াজ, মাছ, মাংসতে কোনো ভ্যাট নেই। অসাধু ব্যবসায়ীরা যেন ছাড়ের সুযোগ নিয়ে বেশি পরিমাণ পণ্য কিনে কোনো ব্যবসা না করতে পারে সে জন্য সাধারণ ক্রেতার সুবিধার্থে স্বপ্ন আউটলেট থেকে প্রতি ক্রেতা ডিম এক ডজন, আলু সর্বোচ্চ তিন কেজি করে কিনতে পারবেন।
বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ও নজিরবিহীন বন্যার প্রভাবে মূল্যস্ফীতি হার দুই অঙ্কের ঘর ছাড়িয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ানোসহ কঠোর মুদ্রানীতি অনুসরণ করছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু জিনিসপত্রের দাম আকাশচুম্বী। নিম্ন আয়ের দরিদ্র মানুষদের খেয়ে পরে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে।
৩ ঘণ্টা আগেসম্প্রতি “হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াড”-এর আঞ্চলিক রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এতে জয়ী হয়েছেন ঢাকা অঞ্চলের শীর্ষ ২২ প্রতিভাবান ক্ষুদে শিক্ষার্থী। এ জয়ী শিক্ষার্থীরা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় রাউন্ডে অংশগ্রহণ করতে যাবে
৫ ঘণ্টা আগেনেপাল থেকে ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক পদক্ষেপের সূচনা হয়। অনুষ্ঠানে অংশ নেন ভারতের বিদ্যুৎ, আবাসন ও নগরবিষয়ক মন্ত্রী মনোহর লাল, বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের...
১১ ঘণ্টা আগেমূল্যস্ফীতির প্রভাব মধ্য ও নিম্ন আয়ের শ্রেণির মধ্যে প্রধানত ভোগের ওপর পড়ছে, কিন্তু উচ্চ আয়ের মানুষদের ওপর এর তেমন প্রভাব নেই। সাম্প্রতিক মাসগুলোতে ভারতে বিলাসদ্রব্যে মানুষের ব্যয় বাড়ছে। জার্মান বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক মার্সিডিজ–বেঞ্জের গাড়ি বিক্রি এ বছরের প্রথম নয় মাসে ভারতে ১৩ শতাংশ বেড়েছে, যা
১২ ঘণ্টা আগে