পেপটিক আলসারের চিকিৎসায় পিপিআইয়ের ভূমিকা নিয়ে সেমিনার

বিজ্ঞপ্তি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ১৯: ০৬

পেপটিক আলসার ডিজিজের চিকিৎসায় পিপিআইয়ের ভূমিকা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি এই সেমিনারের আয়োজন করে। এতে সহযোগিতা করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। 

‘পেপটিক আলসার ডিজিজের চিকিৎসায় প্রোটন পাম্প ইনহিবিটরের ভূমিকা এবং গ্যাস্ট্রোইসোফিগাল রিফ্লাক্স ডিজিজে ভোনোপ্রাজানের ব্যবহার’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে বিভিন্ন চিকিৎসক অংশ নেন। 

চিকিৎসকেরা বলেন, পেপটিক আলসার একটি সাধারণ রোগ। এই রোগ নিরাময়ে ভোনোপ্রাজান বড় ধরনের ভূমিকা রাখতে সক্ষম হবে। পেপটিক আলসার ও জার্ডের চিকিৎসায় সাশ্রয়ী যে কোনো ধরনের নতুন ওষুধ রোগীদের জন্য নিঃসন্দেহে উপকারী হবে এবং রোগ নিরাময়ের ক্ষেত্রে এটি বড় ধরনের সফলতা বয়ে আনবে। 

সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। সেমিনারে কিনোট উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মো. নুরুজ্জামান ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক স্বপন কুমার সরকার। 

সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন স্যার সলিমুল্লাহ কলেজ এবং মিটফোর্ড হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সাবেক অধ্যাপক হাবিবুর রহমান, ঢাকা মেডিকেল কলেজের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সাবেক অধ্যাপক আশরাফুল ইসলাম, বিএসএসএমইউয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল কবীর, স্যার সলিমুল্লাহ কলেজের সাবেক অধ্যাপক স্বপন চন্দ্র ধর, সম্মিলিত সামরিক হাসপাতালের মেজর জেনারেল মো. রবিউল হোসেন, বিএসএসএমইউয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সাবেক অধ্যাপক এম টি রহমান। 

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির মহাসচিব অধ্যাপক চঞ্চল কুমার ঘোষ। সেমিনারে সারাদেশের গ্যাস্ট্রোএন্টারোলজিস্টগণ অংশগ্রহণ ও মত বিনিময় করেন। সেমিনারে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রস্তুত করা ভোনোপ্রাজান ব্র্যান্ড ‘বাইজার্ড’ সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। 

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. মোস্তফা কামাল পাশা। সেমিনার সঞ্চালনা করেন বিএসএসএমইউয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক রাজিবুল আলম। ইনসেপ্টার পক্ষ থেকে প্রেজেন্টেশন দেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এমএসডি বিভাগের ব্র্যান্ড ম্যানেজার নুজহাত তারান্নুম।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের নতুন আইজি হতে পারেন বাহারুল আলম, ডিএমপি কমিশনার সাজ্জাত

রাজনৈতিক দলের শাস্তির বিধান থাকছে না আন্তর্জাতিক অপরাধ আইনে: আসিফ নজরুল

জুলাই–আগস্ট গণহত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দিতে সময় এক মাস

বগুড়ায় নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশুর লাশ মিলল পুকুরে

সাবেক আইজিপি মামুন ছিলেন গণহত্যার প্রধান সেনাপতি: শুনানিতে চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত