বিজ্ঞপ্তি
রাজধানীর কল্যাণপুর, আদাবর ও মোহাম্মদপুর এলাকার বাসিন্দাদের জন্য শ্যামলীতে চালু করা হয়েছে সনি-স্মার্টের শোরুম। এখন থেকে এই শোরুমেই মিলছে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির আসল ইলেকট্রনিকস পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা।
বাংলাদেশে জাপানের সনির প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেড দেশের ইলেকট্রনিকস অঙ্গনে সনি-স্মার্ট নামে পরিচিত।
গতকাল রোববার দুপুরে ২৭ /১ /বি, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা ঠিকানায় সনি-স্মার্টের এই শোরুম উদ্বোধন করা হয়েছে। ফিতা ও কেক কেটে এর উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে সনি ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, সনি-স্মার্ট পরিচালক মো. তানভীর হোসেন, জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানেজার আজাদ রহমান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. জুবাঈর হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নতুন বছরের শুরুতে শ্যামলীতে শোরুম উদ্বোধন উপলক্ষে বিভিন্ন উপহার নিয়ে হাজির হয়েছে সনি-স্মার্ট। শ্যামলীর সনি-স্মার্ট শোরুম থেকে ২১ জানুয়ারি পর্যন্ত কেনাকাটা করলে ক্রেতাদের জন্য থাকছে ‘স্পিন অ্যান্ড উইন’ অফার। এর মাধ্যমে গ্রাহকেরা পাবেন মালদ্বীপ ভ্রমণের টিকিট, ১০০ পারসেন্ট ক্যাশব্যাক, পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় স্টেকেশন সুবিধাসহ বিভিন্ন পুরস্কারের মধ্যে যেকোনো একটি জেতার নিশ্চিত সুযোগ।
এ ছাড়া ইংরেজি নববর্ষ উপলক্ষে জাপানের বিশ্বখ্যাত সনি-ব্রাভিয়া এক্সআর লেটেস্ট ‘এল’ সিরিজ গুগল টিভি, জাপানের আরেক বিশ্বখ্যাত ব্র্যান্ড শার্পের রেফ্রিজারেটর, ফ্রিজ এবং স্মার্ট এলইডি টিভি, ফ্রিজ ও ডিপ-ফ্রিজ, এয়ার কন্ডিশনসহ সনি-স্মার্টের সব পণ্য আকর্ষণীয় মূল্যে কেনার চলমান সুবিধা তো থাকছেই।
শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, জেনুইন মূল্যে জেনুইন পণ্য এবং সেবা প্রদানের লক্ষ্যে দেশের ইলেকট্রনিকস বাজারে দৃঢ় প্রত্যয়ে ব্যবসা সম্প্রসারণ করে যাচ্ছে সনি-স্মার্ট। শ্যামলীর শোরুমটি সনি-স্মার্টের ২১ তম শোরুম। দ্রুত সময়ের মধ্যে এই সংখ্যা অর্ধশতকের মাইলফলক পেরুবে বলেও জানান সনি-স্মার্ট কর্মকর্তারা।
রাজধানীর কল্যাণপুর, আদাবর ও মোহাম্মদপুর এলাকার বাসিন্দাদের জন্য শ্যামলীতে চালু করা হয়েছে সনি-স্মার্টের শোরুম। এখন থেকে এই শোরুমেই মিলছে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির আসল ইলেকট্রনিকস পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা।
বাংলাদেশে জাপানের সনির প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেড দেশের ইলেকট্রনিকস অঙ্গনে সনি-স্মার্ট নামে পরিচিত।
গতকাল রোববার দুপুরে ২৭ /১ /বি, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা ঠিকানায় সনি-স্মার্টের এই শোরুম উদ্বোধন করা হয়েছে। ফিতা ও কেক কেটে এর উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে সনি ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, সনি-স্মার্ট পরিচালক মো. তানভীর হোসেন, জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানেজার আজাদ রহমান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. জুবাঈর হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নতুন বছরের শুরুতে শ্যামলীতে শোরুম উদ্বোধন উপলক্ষে বিভিন্ন উপহার নিয়ে হাজির হয়েছে সনি-স্মার্ট। শ্যামলীর সনি-স্মার্ট শোরুম থেকে ২১ জানুয়ারি পর্যন্ত কেনাকাটা করলে ক্রেতাদের জন্য থাকছে ‘স্পিন অ্যান্ড উইন’ অফার। এর মাধ্যমে গ্রাহকেরা পাবেন মালদ্বীপ ভ্রমণের টিকিট, ১০০ পারসেন্ট ক্যাশব্যাক, পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় স্টেকেশন সুবিধাসহ বিভিন্ন পুরস্কারের মধ্যে যেকোনো একটি জেতার নিশ্চিত সুযোগ।
এ ছাড়া ইংরেজি নববর্ষ উপলক্ষে জাপানের বিশ্বখ্যাত সনি-ব্রাভিয়া এক্সআর লেটেস্ট ‘এল’ সিরিজ গুগল টিভি, জাপানের আরেক বিশ্বখ্যাত ব্র্যান্ড শার্পের রেফ্রিজারেটর, ফ্রিজ এবং স্মার্ট এলইডি টিভি, ফ্রিজ ও ডিপ-ফ্রিজ, এয়ার কন্ডিশনসহ সনি-স্মার্টের সব পণ্য আকর্ষণীয় মূল্যে কেনার চলমান সুবিধা তো থাকছেই।
শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, জেনুইন মূল্যে জেনুইন পণ্য এবং সেবা প্রদানের লক্ষ্যে দেশের ইলেকট্রনিকস বাজারে দৃঢ় প্রত্যয়ে ব্যবসা সম্প্রসারণ করে যাচ্ছে সনি-স্মার্ট। শ্যামলীর শোরুমটি সনি-স্মার্টের ২১ তম শোরুম। দ্রুত সময়ের মধ্যে এই সংখ্যা অর্ধশতকের মাইলফলক পেরুবে বলেও জানান সনি-স্মার্ট কর্মকর্তারা।
বাংলাদেশের ঋণমান আরও কমিয়েছে মুডিস। আন্তর্জাতিক এই সংস্থার রেটিংসে গত ছয় মাসের ব্যবধানে সরকারের ঋণমান ‘বি১’ থেকে নামিয়ে ‘বি২’ করা হয়েছে। এতেই দেশের অর্থনীতির পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে ‘ঋণাত্মক’ হয়েছে।
২৩ মিনিট আগেপ্রতিবছরের মতো এবারও দেশের ১২টি ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার আবেদন ফি সহজেই পরিশোধ করা যাচ্ছে বিকাশে। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী বা তাঁদের অভিভাবকেরা ক্যাডেট কলেজে ভর্তির ওয়েবসাইটে আবেদন করে বিকাশের মাধ্যমে এই ফি দিতে পারছেন ১৫ ডিসেম্বর পর্যন্ত। এর সঙ্গে পাচ্ছেন ৫০ টাকার ডিসকাউন্ট কুপন। পরবর্তী পাঁচ দি
২ ঘণ্টা আগে২০২১ সালের জুন মাস। কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউয়ের পর ব্যবসা সামলাচ্ছিলেন ভারতের তিরুপ্পুর-ভিত্তিক টেকনো স্পোর্টসওয়্যার প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুনীল ঝুঞ্জুনওয়ালা। হঠাৎ তিনি লক্ষ্য করলেন, পোন্ডিচেরির খুচরা বিক্রেতাদের কাছ থেকে তাঁদের কোম্পানির ‘রাউন্ড-নেক ফুল-স্লিভ’ পলিয়েস্টার..
২ ঘণ্টা আগেআসন্ন বিজিএমইএ নির্বাচন উপলক্ষে সম্মিলিত পরিষদের উদ্যোগে এবং চৈতী গ্রুপের সিইও আবুল কালামের ব্যবস্থাপনায় সম্প্রতি আলোচনা সভা ও মেজবানি অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত পরিষদের সভাপতি ও বিজিএমইএয়ের সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চৈতী গ্রুপের সিইও ও সম্মিলিত পরিষদের স
৩ ঘণ্টা আগে