ব্লুটুথ কানেক্টেড স্কুটার ‘এনটর্ক ১২৫ সিসি’ বাজারে আনল টিভিএস

বিজ্ঞপ্তি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩, ১৫: ৪২

বাংলাদেশের বাজারে ব্লুটুথ কানেক্টেড স্কুটার এনটর্ক ১২৫ সিসি আনল টিভিএস। গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে এক ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড তাদের নতুন এ এডিশনের উদ্বোধন করে। 

এ নিয়ে টিভিএস অটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হুসেইন বলেন, ‘বাংলাদেশের মার্কেটে টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন বাজারজাত করতে পেরে আমরা আনন্দিত। এ এডিশন একটি বিশেষ ধরনের স্কুটার, যা তরুণ রাইডারদের চাহিদা পূরণের জন্যই ডিজাইন করা হয়েছে।’ 

উদ্বোধন উপলক্ষ্যে টিভিএস মোটর কোম্পানির ইন্টারন্যাশনাল বিজনেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল নায়েক বলেন বলেন, ‘টিভিএস মোটর কোম্পানি সব সময় গ্রাহকদের চাহিদা পূরণে সর্বোত্তম প্রযুক্তির মোটরসাইকেল উদ্ভাবনের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে থাকে। বাংলাদেশের তরুণদের আকর্ষণীয়, উদ্ভাবনী এবং উন্নত স্কুটারের চাহিদা মেটাতেই টিভিএস এনটর্ক-১২৫ রেস এডিশন বাজারে এনেছি আমরা। সারা বিশ্বে জেনারেশন জেডের মধ্যে ইতিমধ্যে পারফরম্যান্স, স্টাইল ও প্রযুক্তির কারণে এই স্কুটার নিজেকে প্রতিষ্ঠিত করেছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত