অনলাইন ডেস্ক
দেশে যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন করতে যাচ্ছে পদ্মা সেতু। এই সেতুর নির্মাণের সঙ্গে জড়িত ছিল এয়ারকন্ডিশনার নির্মাতা প্রতিষ্ঠান গ্রী। গ্রী এসির বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেকট্রো মার্টের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
পদ্মা সেতুর নির্মাণকাজের শুরু থেকেই সেতুর সার্ভিস পয়েন্ট, মাল্টিপারপাস হল, রিসোর্ট, মোটেল ম্যাচ, সুপারভিশন অফিস, ডরমিটরিসহ সব জায়গায় ব্যবহার হয়েছে গ্রী এসি। এ সকল পয়েন্টে ব্যবহার করা হয়েছে গ্রী এয়ারকন্ডিশনারের Multi VRF AC, Split Wall Mounted AC, Ceilling Type AC, Portable AC, Floor Standing AC এবং Cassette Type AC.
গ্রী এসি উৎপাদন ও বাজারজাতের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, পদ্মা সেতু নির্মাণ একটি বড় চ্যালেঞ্জের কাজ ছিল। সেই চ্যালেঞ্জের সঙ্গে আমরা যুক্ত থাকতে পেরে ভালো লাগছে। আমরা এখন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের অপেক্ষায় আছি।
উল্লেখ্য, দেশে এসি উৎপাদন ও বাজারজাতের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ইলেকট্রো মার্ট। তারা বাজারজাত করে গ্রী ব্যান্ডের এসি। বর্তমানে জেলা শহরের পাশাপাশি এখন অনেক উপজেলায়ও এসির বিকিকিনি জমজমাট, যা এ যন্ত্রের বাজার বড় করতে বড় ভূমিকা রাখছে।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে পথ চলাই গ্রীর সাফল্যের অন্যতম কারণ। তাই নতুন নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে গ্রী এসিতে। বাজারে এখন দুই ধরনের এসি পাওয়া যায়। ইনভার্টার ও নন-ইনভার্টার। এর মধ্যে ইনভার্টারের দাম কিছুটা বেশি। কারণ, এ ধরনের এসিতে বিদ্যুৎ খরচ কম। এটি ঘরের আরামদায়ক তাপমাত্রা ঠিক রেখে এসির শক্তি খরচ কমিয়ে নিয়ে আসে।
দেশে যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন করতে যাচ্ছে পদ্মা সেতু। এই সেতুর নির্মাণের সঙ্গে জড়িত ছিল এয়ারকন্ডিশনার নির্মাতা প্রতিষ্ঠান গ্রী। গ্রী এসির বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেকট্রো মার্টের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
পদ্মা সেতুর নির্মাণকাজের শুরু থেকেই সেতুর সার্ভিস পয়েন্ট, মাল্টিপারপাস হল, রিসোর্ট, মোটেল ম্যাচ, সুপারভিশন অফিস, ডরমিটরিসহ সব জায়গায় ব্যবহার হয়েছে গ্রী এসি। এ সকল পয়েন্টে ব্যবহার করা হয়েছে গ্রী এয়ারকন্ডিশনারের Multi VRF AC, Split Wall Mounted AC, Ceilling Type AC, Portable AC, Floor Standing AC এবং Cassette Type AC.
গ্রী এসি উৎপাদন ও বাজারজাতের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, পদ্মা সেতু নির্মাণ একটি বড় চ্যালেঞ্জের কাজ ছিল। সেই চ্যালেঞ্জের সঙ্গে আমরা যুক্ত থাকতে পেরে ভালো লাগছে। আমরা এখন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের অপেক্ষায় আছি।
উল্লেখ্য, দেশে এসি উৎপাদন ও বাজারজাতের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ইলেকট্রো মার্ট। তারা বাজারজাত করে গ্রী ব্যান্ডের এসি। বর্তমানে জেলা শহরের পাশাপাশি এখন অনেক উপজেলায়ও এসির বিকিকিনি জমজমাট, যা এ যন্ত্রের বাজার বড় করতে বড় ভূমিকা রাখছে।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে পথ চলাই গ্রীর সাফল্যের অন্যতম কারণ। তাই নতুন নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে গ্রী এসিতে। বাজারে এখন দুই ধরনের এসি পাওয়া যায়। ইনভার্টার ও নন-ইনভার্টার। এর মধ্যে ইনভার্টারের দাম কিছুটা বেশি। কারণ, এ ধরনের এসিতে বিদ্যুৎ খরচ কম। এটি ঘরের আরামদায়ক তাপমাত্রা ঠিক রেখে এসির শক্তি খরচ কমিয়ে নিয়ে আসে।
মার্কিন যুক্তরাষ্ট্র, গায়ানা, আর্জেন্টিনা এবং ব্রাজিলের মতো দেশগুলোর নেতৃত্বে ওপেক বহির্ভূত দেশগুলোতে তেলের উৎপাদন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আইইএ–এর পূর্বাভাস অনুসারে, অ–ওপেক দেশগুলো সম্মিলিতভাবে প্রতিদিন ১৫ লাখ ব্যারেল তেল উৎপাদন বৃদ্ধির পথে রয়েছে।
৩৩ মিনিট আগেরমজান মাসে দেশে ইফতার-সংস্কৃতির অপরিহার্য অংশ খেজুর। ধর্মীয় রীতির প্রতি সম্মান জানিয়ে অধিকাংশ রোজাদার খেজুর দিয়ে ইফতার করেন। এটি শুধু ধর্মীয় গুরুত্বই বহন করে না; বরং পুষ্টিগুণেও সমৃদ্ধ, যা সারা দিন সিয়াম শেষে খেলে শরীরে জোগায় তাৎক্ষণিক শক্তি। সাহ্রিতেও অনেকে দু-চারটি খেজুর খেয়ে দিনের প্রস্তুতি নেন।
১ ঘণ্টা আগেট্যালি এমএসএমই সম্মাননা পেয়েছেন ২৫ উদ্যোক্তা। বাংলাদেশে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ (এমএসএমই) ইকোসিস্টেমে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেদরপতনের কারণে দেশের পুঁজিবাজার আরও বেশি বিনিয়োগযোগ্য বা উপযোগী হয়েছে উঠেছে। গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিন সূচক বাড়লেও দাম কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। এ কারণে বিদায়ী সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিইরেশিও) কমেছে ৩ দশমিক ১৫ শতাংশ।
৩ ঘণ্টা আগে