বিজ্ঞপ্তি
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইউসেপ বাংলাদেশের যৌথ প্রকল্প ‘গিভিং উইংস টু ড্রিমস ফর ইয়ুথ এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম’ সম্প্রতি এক হাজারেরও বেশি যুবকের কর্মসংস্থান সৃষ্টির মাইলফলক অর্জন করেছে। ২০২৩ সালের জুন মাসে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দক্ষতা উন্নয়ন, মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা ও উদ্যোক্তা হিসেবে বিকাশের সুযোগ প্রদান করা হচ্ছে। দুই বছরের এই প্রকল্পে মোট ২,০০০ সুবিধাভোগীকে সেবা প্রদান করা হবে।
২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রকল্পটির সাহায্যে ১ হাজার ১৪৬ জন যুবকের আত্মকর্মসংস্থান বা মজুরি ভিত্তিক কর্মসংস্থান নিশ্চিত হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যের ৭৩ পারসেন্ট অর্থাৎ ২০২৫ সালে প্রকল্প সমাপ্তির সময়সূচি অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই এই অর্জন সম্ভব হয়েছে। এই প্রকল্পটি স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রধান বৈশ্বিক সামাজিক উদ্যোগ ‘ফিউচারমেকার্স’-এর আওতায় চালু করা হয়েছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ডের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাশ চৌধুরী বলেন, এই মাইলফলক বাংলাদেশের যুব সমাজের অসামান্য সম্ভাবনার সাক্ষ্য বহন করে। টেকসই সমৃদ্ধি অর্জনের পথে কাজ চালিয়ে যাওয়ার সময় সমান অর্থনৈতিক সুযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। সরকারি ও বেসরকারি খাতের পরামর্শক্রমে সহ-প্রতিষ্ঠিত এ ধরনের দক্ষতা উন্নয়ন প্রোগ্রাম কেবল যুবকদের লাভজনক কর্মসংস্থানের জন্য প্রস্তুত করবে না, বরং গাজীপুরের মতো প্রধান শিল্পাঞ্চলের জন্য দক্ষ কর্মশক্তির সরবরাহও বাড়াবে। যুবসমাজকে ও দেশকে উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে এগিয়ে নিতে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ দিতে ইউসিইপি বাংলাদেশের সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত।
এই প্রকল্পের অধীনে বৈদ্যুতিক ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণ, ওয়েল্ডিং, সেলাই মেশিন চালানো, পোশাকে স্ক্রিন প্রিন্টিং, দরজি ও পোশাক তৈরির কাজ ও বিউটি কেয়ার বিষয়ে শ্রেণিকক্ষ-ভিত্তিক ও কর্মস্থলে সরেজমিনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া অংশগ্রহণকারীদের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়ে সচেতন করতে এবং প্রজনন স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করতে ‘ওয়ার্ক প্লেস ওয়েলবিয়িং ম্যানেজমেন্ট’ কোর্সও দেওয়া হচ্ছে। বিষয়ভিত্তিক প্রশিক্ষণ সম্পন্ন করার পর উচ্চ-সম্ভাবনাময় প্রশিক্ষণার্থীদেরকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণও দেওয়া হয়। অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণকে অগ্রাধিকার দিয়ে এ প্রকল্পে সুবিধাভোগীদের মধ্যে ৫০ শতাংশ নারী ও ২ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে। কর্মসংস্থান সহায়তার মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ১১০০ জন আত্মকর্মসংস্থান বা মজুরিভিত্তিক কর্মসংস্থান পেয়েছে।
১১৯ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ স্ট্যান্ডার্ড চার্টার্ড সমাজে টেকসই উন্নয়নে সহায়তা করে এমন বিভিন্ন উদ্যোগকে এগিয়ে নিয়েছে। সমাজের বিভিন্ন সম্প্রদায়ে বিনিয়োগ, সেবামূলক সহায়তা ও অংশীজনদের জন্য নতুন সুযোগ তৈরির ক্ষেত্রেও নিবেদিতভাবে কাজ করে দেশে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে অবদান রাখে প্রতিষ্ঠানটি।
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইউসেপ বাংলাদেশের যৌথ প্রকল্প ‘গিভিং উইংস টু ড্রিমস ফর ইয়ুথ এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম’ সম্প্রতি এক হাজারেরও বেশি যুবকের কর্মসংস্থান সৃষ্টির মাইলফলক অর্জন করেছে। ২০২৩ সালের জুন মাসে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দক্ষতা উন্নয়ন, মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা ও উদ্যোক্তা হিসেবে বিকাশের সুযোগ প্রদান করা হচ্ছে। দুই বছরের এই প্রকল্পে মোট ২,০০০ সুবিধাভোগীকে সেবা প্রদান করা হবে।
২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রকল্পটির সাহায্যে ১ হাজার ১৪৬ জন যুবকের আত্মকর্মসংস্থান বা মজুরি ভিত্তিক কর্মসংস্থান নিশ্চিত হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যের ৭৩ পারসেন্ট অর্থাৎ ২০২৫ সালে প্রকল্প সমাপ্তির সময়সূচি অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই এই অর্জন সম্ভব হয়েছে। এই প্রকল্পটি স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রধান বৈশ্বিক সামাজিক উদ্যোগ ‘ফিউচারমেকার্স’-এর আওতায় চালু করা হয়েছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ডের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাশ চৌধুরী বলেন, এই মাইলফলক বাংলাদেশের যুব সমাজের অসামান্য সম্ভাবনার সাক্ষ্য বহন করে। টেকসই সমৃদ্ধি অর্জনের পথে কাজ চালিয়ে যাওয়ার সময় সমান অর্থনৈতিক সুযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। সরকারি ও বেসরকারি খাতের পরামর্শক্রমে সহ-প্রতিষ্ঠিত এ ধরনের দক্ষতা উন্নয়ন প্রোগ্রাম কেবল যুবকদের লাভজনক কর্মসংস্থানের জন্য প্রস্তুত করবে না, বরং গাজীপুরের মতো প্রধান শিল্পাঞ্চলের জন্য দক্ষ কর্মশক্তির সরবরাহও বাড়াবে। যুবসমাজকে ও দেশকে উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে এগিয়ে নিতে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ দিতে ইউসিইপি বাংলাদেশের সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত।
এই প্রকল্পের অধীনে বৈদ্যুতিক ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণ, ওয়েল্ডিং, সেলাই মেশিন চালানো, পোশাকে স্ক্রিন প্রিন্টিং, দরজি ও পোশাক তৈরির কাজ ও বিউটি কেয়ার বিষয়ে শ্রেণিকক্ষ-ভিত্তিক ও কর্মস্থলে সরেজমিনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া অংশগ্রহণকারীদের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়ে সচেতন করতে এবং প্রজনন স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করতে ‘ওয়ার্ক প্লেস ওয়েলবিয়িং ম্যানেজমেন্ট’ কোর্সও দেওয়া হচ্ছে। বিষয়ভিত্তিক প্রশিক্ষণ সম্পন্ন করার পর উচ্চ-সম্ভাবনাময় প্রশিক্ষণার্থীদেরকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণও দেওয়া হয়। অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণকে অগ্রাধিকার দিয়ে এ প্রকল্পে সুবিধাভোগীদের মধ্যে ৫০ শতাংশ নারী ও ২ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে। কর্মসংস্থান সহায়তার মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ১১০০ জন আত্মকর্মসংস্থান বা মজুরিভিত্তিক কর্মসংস্থান পেয়েছে।
১১৯ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ স্ট্যান্ডার্ড চার্টার্ড সমাজে টেকসই উন্নয়নে সহায়তা করে এমন বিভিন্ন উদ্যোগকে এগিয়ে নিয়েছে। সমাজের বিভিন্ন সম্প্রদায়ে বিনিয়োগ, সেবামূলক সহায়তা ও অংশীজনদের জন্য নতুন সুযোগ তৈরির ক্ষেত্রেও নিবেদিতভাবে কাজ করে দেশে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে অবদান রাখে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় তারল্য ঘাটটি মেটাতে দুর্বল সাতটি ব্যাংককে ৬ হাজার ৫৮৫ কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে সবল ৯টি ব্যাংক। তবে এসব দুর্বল ব্যাংক থেকে চাওয়া হয়েছিল ১১ হাজার ১০০ কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আ
৭ ঘণ্টা আগেদেশে চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভেজাল, নকল, মানহীন, অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী সামগ্রী। বাংলাদেশ যেন বিদেশি এসব পণ্যের ডাম্পিং স্টেশন। প্রতিরোধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় দিন দিন এসব পণ্যে সয়লাব হচ্ছে বাজার। বিদেশ থেকে চোরাই পথে বিপুল পরিমাণে নিম্নমানের ভেজাল প্রসাধনী ঢুকছে দেশে।
১০ ঘণ্টা আগেরাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী নির্মাণ, আবাসন, বিদ্যুৎ ও সংশ্লিষ্ট সরঞ্জামকেন্দ্রিক দেশের সবচেয়ে বড় ছয়টি পৃথক আন্তর্জাতিক প্রদর্শনী। চলবে ১৬ নভেম্বর পর্যন্ত
১২ ঘণ্টা আগেব্রোকারেজ হাউস সাবভ্যালি সিকিউরিটিজের সব ধরনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। মূলধন ঋণাত্মক ও বিনিয়োগের বিপরীতে দেওয়া ঋণের অনুপাত অনেক বেশি হওয়ায় এই নির্দেশ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
১২ ঘণ্টা আগে