ডিআইইউ ও ইউসিবির মধ্যে সমঝোতা স্মারক সই

বিজ্ঞপ্তি  
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ২২: ৩২
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ২২: ৩৫
ডিআইইউ ও ইউসিবির মধ্যে সমঝোতা স্মারক সই। ছবি: সংগৃহীত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হয়েছে। এর মাধ্যমে টিউশন ফি সংগ্রহ ও বিভিন্ন ব্যাংকিং সুবিধা দেওয়া হবে। সম্প্রতি এই সই অনুষ্ঠান ডিআইইউ ক্যাম্পাসে (সাঁতারকুল, ঢাকা) অনুষ্ঠিত হয়।

ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মোস্তাফিজুর রহমান এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান শামীম হায়দার পাটোয়ারী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের প্রধান মো. সেকান্দার-ই-আজম, ডিআইইউয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান এস কাদির পাটোয়ারী, ডিআইইউয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের উপদেষ্টা প্রফেসর মো. সেলিম ভূঁইয়া এবং ডিআইইউয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর গণেশ চন্দ্র সাহাসহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত