ব্যাংকগুলোতে পর্যাপ্ত অর্থ আছে: এবিবি চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২২, ১৩: ৪০

বাংলাদেশের ব্যাংকগুলোতে পর্যাপ্ত অর্থ আছে দাবি করে ‘গ্রাহকেরা নগদ টাকা তুলতে সমস্যার সম্মুখীন হচ্ছেন’ বলে গুজব নিয়ে সতর্ক করেছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।

ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সংগঠনটির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের প্রধান নির্বাহী সেলিম আর এফ হোসেন আজ রোববার এক বিবৃতিতে এ দাবি করেন।

বিবৃতিতে বলা হয়, ‘আমাদের কাছে পর্যাপ্ত তারল্য নেই, গ্রাহকেরা নগদ টাকা তুলতে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলে গুজব ছড়ানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের বরাত দিয়ে এসব নেতিবাচক খবর দেশ-বিদেশে বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে।

‘বিশেষ করে বিদেশে আমাদের প্রবাসীদের মধ্যেও এই গুজব ছড়ানো হচ্ছে, যাতে তারা বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে অনুৎসাহিত হন। এগুলো খুবই দুঃখজনক। এই গুজব প্রচারকারীরা আমাদের গ্রাহকদের, সমাজের এবং দেশের ক্ষতি করছে।’

এবিবির পক্ষ থেকে গ্রাহকদের আশ্বস্ত করে বিবৃতিতে সেলিম বলেন, ‘এসব তথাকথিত তথ্যের কোনো ভিত্তি নেই এবং এগুলো অসত্য। এখন ব্যাংকগুলোতে পর্যাপ্ত অর্থ আছে। তাদের (গ্রাহকদের) অর্থ সম্পূর্ণ সুরক্ষিত আছে। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা গ্রাহকদের অনুরোধ করব এই গুজবে বিশ্বাস না করার জন্য।’

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেশবাসীকে আশ্বস্ত করার কথা তুলে ধরে বলা হয়, ‘এখন ব্যাংকগুলোতে তারল্যের কোনো ঘাটতি নেই। উপরন্তু ১ লাখ ৬০ হাজার কোটি টাকার বেশি অতিরিক্ত তারল্য আছে। গত ৫০ বছরে আমাদের কেন্দ্রীয় ব্যাংক কোনো ব্যাংককে ব্যর্থ হতে দিয়েছে এমন কোনো নজির নেই।’

কোনো ব্যাংকের কোনো অসুবিধা হলে বাংলাদেশ ব্যাংক এগিয়ে আসবে জানিয়ে সেলিম বলেন, ‘অতীতেও আমরা দেখেছি ব্যাংকিং খাতে কোনো সংকট হলে বাংলাদেশ ব্যাংক এগিয়ে এসেছে।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত