অনলাইন ডেস্ক
কৃষি-বনজ-মৎস্য খাত থেকে এ বছর ৫৪-৫৫ বিলিয়ন (৫ হাজার ৪০০–৫ হাজার ৫০০ কোটি) মার্কিন ডলার রপ্তানি আয় করবে ভিয়েতনাম। দেশটির কৃষি ও পল্লি উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাণিজ্য প্রচার কার্যক্রম বাড়ানোর কারণে এবার এই তিন খাত থেকে রপ্তানি আয়ে এবার রেকর্ড হবে।
সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে ভিয়েতনামের বার্তা সংস্থা ভিয়েতনাম নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে (প্রান্তিক) কৃষি-বনজ-মৎস্য খাত থেকে মোট রপ্তানি টার্নওভার হয়েছে ১৩ দশমিক ৫৩ বিলিয়ন ডলার; যা গত বছরের চেয়ে ২১ দশমিক ৮ শতাংশ বেশি।
এর মধ্যে চারটি কৃষিপণ্যের প্রতিটির রপ্তানিমূল্য এক বিলিয়ন ডলারের বেশি রেকর্ড করা হয়েছে। সবগুলো পণ্যের উল্লেখযোগ্য রপ্তানি প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।
এ ছাড়া কাঠ রপ্তানি ২ দশমিক ৩২ বিলিয়ন ডলার, শাকসবজি ও ফল ১ দশমিক ২৩ বিলিয়ন ডলার, চাল ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার এবং কফি থেকে রপ্তানি আয় এসেছে ১ দশমিক ৯ বিলিয়ন ডলার। এসব পণ্যে রপ্তানি প্রবৃদ্ধি গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে— ২৬ দশমিক ৮ শতাংশ, ২৫ দশমিক ৮ শতাংশ, ৪০ শতাংশ এবং ৫৪ দশমিক ২ শতাংশ।
চলতি বছর সবজি ও ফল রপ্তানি ২০২৩ সালের রেকর্ড ছাড়িয়ে ৬ দশমিক ৫ থেকে ৭ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করছে ভিয়েতনাম সরকার।
কৃষি-বনজ-মৎস্য খাত থেকে এ বছর ৫৪-৫৫ বিলিয়ন (৫ হাজার ৪০০–৫ হাজার ৫০০ কোটি) মার্কিন ডলার রপ্তানি আয় করবে ভিয়েতনাম। দেশটির কৃষি ও পল্লি উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাণিজ্য প্রচার কার্যক্রম বাড়ানোর কারণে এবার এই তিন খাত থেকে রপ্তানি আয়ে এবার রেকর্ড হবে।
সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে ভিয়েতনামের বার্তা সংস্থা ভিয়েতনাম নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে (প্রান্তিক) কৃষি-বনজ-মৎস্য খাত থেকে মোট রপ্তানি টার্নওভার হয়েছে ১৩ দশমিক ৫৩ বিলিয়ন ডলার; যা গত বছরের চেয়ে ২১ দশমিক ৮ শতাংশ বেশি।
এর মধ্যে চারটি কৃষিপণ্যের প্রতিটির রপ্তানিমূল্য এক বিলিয়ন ডলারের বেশি রেকর্ড করা হয়েছে। সবগুলো পণ্যের উল্লেখযোগ্য রপ্তানি প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।
এ ছাড়া কাঠ রপ্তানি ২ দশমিক ৩২ বিলিয়ন ডলার, শাকসবজি ও ফল ১ দশমিক ২৩ বিলিয়ন ডলার, চাল ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার এবং কফি থেকে রপ্তানি আয় এসেছে ১ দশমিক ৯ বিলিয়ন ডলার। এসব পণ্যে রপ্তানি প্রবৃদ্ধি গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে— ২৬ দশমিক ৮ শতাংশ, ২৫ দশমিক ৮ শতাংশ, ৪০ শতাংশ এবং ৫৪ দশমিক ২ শতাংশ।
চলতি বছর সবজি ও ফল রপ্তানি ২০২৩ সালের রেকর্ড ছাড়িয়ে ৬ দশমিক ৫ থেকে ৭ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করছে ভিয়েতনাম সরকার।
দীর্ঘদিন ধরেই ডলারের অস্থিরতা ও সংকটে ভুগছিল দেশ। সেটি এখনো পুরোপুরি দূর হয়নি। তবে, প্রায় আড়াই বছরের বেশি সময় পর এখন বৈদেশিক মুদ্রার বাজারে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগেসোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৫২১ তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ১৪ নভেম্বর এই সভার আয়োজন করা হয়।
৩ ঘণ্টা আগেএসিআই পাওয়ার সলিউশন ২৬ তম পাওয়ার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপোতে অংশগ্রহণ করেছে। এটি ১৪-১৬ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায়। এসিআই পাওয়ার সলিউশনের এক্সপোতে অংশগ্রহণের মূল লক্ষ্য সব নতুন পণ্য সম্পর্কে গ্রাহকদের জানানো। যার মধ্যে রেইকেম কেবল এক্সেসরিজ, স্নেইডার সার্কিট ব্র
৩ ঘণ্টা আগেচলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর (তৃতীয়) প্রান্তিকে দেশের ১৭টি সাধারণ বিমা কোম্পানির মুনাফা বৃদ্ধি পেয়েছে। তবে একই সময়ে ২৩ কোম্পানির মুনাফা কমেছে। এ তথ্য ৪০টি সাধারণ বিমা কোম্পানির ১ জুলাই থেকে ৩০ অক্টোবর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে।
৩ ঘণ্টা আগে