অনলাইন ডেস্ক
ব্র্যান্ড প্রাকটিশনার্স বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত হল ডানো ব্র্যান্ডটক ৩.০ পাওয়ার্ড বাই ওয়ালটন ও দারাজ। শুক্রবার রাজধানীর হোটেল ওয়েস্টিনের গ্র্যান্ড বলরুমে এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রায় ৩০০ মার্কেটিং, বিজ্ঞাপন, মিডিয়া, বাজার গবেষণা পেশাজীবী এবং মার্কেটিংয়ে শিক্ষক-ছাত্রছাত্রী অংশ নেন এই ব্র্যান্ডটকে।
‘স্টোরিজ অব সাস্টেনিবিলিটি’ থিম নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে করপোরেট জগতের ১৭ জন দক্ষ মার্কেটিং পেশাজীবী এবং উদ্যোক্তা তাদের অভিজ্ঞতার আলোকে মার্কেটিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। করোনাকালীন ব্যবসায়িক ধারাবাহিকতা বজায় রাখা, বর্তমান ও ভবিষ্যৎ ব্যবসায়িক পরিচালনা এবং ব্র্যান্ডকে প্রতিকূলতায় ও প্রতিযোগিতায় সফলভাবে টিকে থাকা-এটি ছিল এবারের ব্র্যান্ডটক এর মূল প্রতিপাদ্য।
এই আয়োজন নিয়ে আরলা ফুড এর হেড অব মার্কেটিং গালিব বিন মোহাম্মদ বলেন, ‘এই প্রতিযোগিতার বাজারে কোনো ব্র্যান্ডকে নিজ অবস্থান ধরে রাখতে চাইলে যেসব পদক্ষেপ নেওয়া উচিত সেই স্ট্র্যাটেজি আর ট্যাক্টিস নিয়ে মার্কেটিং পেশাজীবীদের সঙ্গে নিয়ে আলোচনা করেছি আমরা। অত্যন্ত কার্যকরী এ ধরনের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমরা আনন্দিত।’ ধারাবাহিকভাবে ব্র্যান্ডটক আয়োজন করার জন্য ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশকে ধন্যবাদ জানানা তিনি।
ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার ফিরোজ আলম বলেন, ‘অনেক বড় বড় ব্র্যান্ড সাস্টেনিবিলিটি নিশ্চিত করতে না পারার কারণে হারিয়ে গেছে। কোভিড-১৯-এর মত দুর্যোগ আমাদেরকে শিক্ষা দিয়েছে টিকে থাকার গুরুত্ব। সাসটেইনেবিলিটি নিশ্চিত করার লক্ষ্যে এইবারের ব্র্যান্ডটক মার্কেটিং পেশাজীবীদের অনেক পথ দেখাবে বলে আমি বিশ্বাস করি।’
দারাজের চিফ মার্কেটিং অফিসার তাজদিন হাসান বলেন, ‘কোন প্রতিষ্ঠানকে ব্র্যান্ড হিসেবে গড়ে উঠতে হলে তাকে দুঃসময়ে সাস্টেইন করতে হবে এবং প্রতিনিয়ত মানুষের জীবনে ভ্যালু ক্রিয়েট করতে হবে। এই দরকারী বিষয়ের উপর আলোচনা করার জন্যে এই ব্র্যান্ডটকের পৃষ্ঠপোষক হতে পেরে দারাজ পরিবার আনন্দিত।’
অনুষ্ঠানের আয়োজক ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ এর ফাউন্ডার এবং প্রধান নির্বাহী মির্জা মুহাম্মদ ইলিয়াস বলেন, ‘বর্তমান করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে একটি ব্র্যান্ডের জন্য টিকে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিকূল পরিবেশে টিকে থাকা এবং এগিয়ে যাওয়া এই গুরুত্বপূর্ণ দুটি বিষয় আলোচনা করা হয়েছে এবারের ব্র্যান্ডটকে। দারুণ দারুণ সেসানের পাশাপাশি অনেকদিন পর এই ব্র্যান্ডটকে কম্যুনিটির মানুষের একের সঙ্গে অন্যের সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়েছে যা অংশগ্রহণকারীদের কাছে আনন্দদায়ক ব্যাপার ছিল।’ তিনি এবারের ব্র্যান্ডটকের পৃষ্ঠপোষক, পার্টনার, আলোচক এবং অংশগ্রহনকারীদের ধন্যবাদ প্রদান করেন। সর্বশেষে প্রোগ্রাম প্রধান এবং ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স এর এডমিন সোহরাব হোসেন গুড্ডু সবাইকে ধন্যবাদ জানিয়ে ডিনারের আমন্ত্রণ জানান!
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ড. মিজানুর রহমান (প্রফেসর, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), সৈয়দ ফারহাত আনোয়ার (প্রফেসর, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়), সৈয়দ আলমগীর (ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, আকিজ ভেঞ্চার লিমিটেড), আশরাফ বিন তাজ (প্রেসিডেন্ট, মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ), বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, সৈয়দ ইকবাল মাহমুদ (হেড অফ সেলস, নেসলে), অনুপ কুমার সাহা (সিওও, নাবিল গ্রুপ), জিএম কামরুল হাসান (সিইও, সিন্দাবাদ), এএনএম জিয়াউল ইসলাম (সিইও, কান্তার বাংলাদেশ), খন্দকার শামীম রহমান (জিএম, মার্কেটিং, এসএমসি), রুহিনা হালিম (পার্টনার ও বিজনেস হেড, কোয়ান্টাম কন্স্যুমার সলিউসন্স), গালীব বিন মোহাম্মদ (হেড অফ মার্কেটিং, ডানো), সাজিদ মাহবুব (সিওও এন্ড ম্যানেজিং এডিটর, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম) এস এম দিদারুল হাসান (ডিজিএম, মার্কেটিং), মনসুরুল আজিজ (হেড অফ কর্পোরেট কম্যুনিকেসান, নগদ) প্রমুখ!
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ডানো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক পিটার হলবার্গ এবং এডকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধূরী।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রথম ব্র্যান্ডটক আয়োজন করে ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ। ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ ২০১৪ সাল থেকেই বাংলাদেশের মার্কেটিং পেশাজীবীদের মাঝে আলোচনা এবং নেটওয়ার্কিংয়ের জন্যে প্রভাবশালী একটি কমিউনিটি। এরই মধ্যে ব্র্যান্ডটক বাদেও ফুড অ্যান্ড বেভারজ মার্কেটিং ফেস্ট, বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেস্ট, ইন্টার ইউনিভার্সিটি মার্কেটিং ডিবেট, ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং বিজনেস শিরোনামে গুরুত্বপূর্ণ ইভেন্ট আয়োজন করেছে ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ।
ব্র্যান্ড প্রাকটিশনার্স বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত হল ডানো ব্র্যান্ডটক ৩.০ পাওয়ার্ড বাই ওয়ালটন ও দারাজ। শুক্রবার রাজধানীর হোটেল ওয়েস্টিনের গ্র্যান্ড বলরুমে এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রায় ৩০০ মার্কেটিং, বিজ্ঞাপন, মিডিয়া, বাজার গবেষণা পেশাজীবী এবং মার্কেটিংয়ে শিক্ষক-ছাত্রছাত্রী অংশ নেন এই ব্র্যান্ডটকে।
‘স্টোরিজ অব সাস্টেনিবিলিটি’ থিম নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে করপোরেট জগতের ১৭ জন দক্ষ মার্কেটিং পেশাজীবী এবং উদ্যোক্তা তাদের অভিজ্ঞতার আলোকে মার্কেটিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। করোনাকালীন ব্যবসায়িক ধারাবাহিকতা বজায় রাখা, বর্তমান ও ভবিষ্যৎ ব্যবসায়িক পরিচালনা এবং ব্র্যান্ডকে প্রতিকূলতায় ও প্রতিযোগিতায় সফলভাবে টিকে থাকা-এটি ছিল এবারের ব্র্যান্ডটক এর মূল প্রতিপাদ্য।
এই আয়োজন নিয়ে আরলা ফুড এর হেড অব মার্কেটিং গালিব বিন মোহাম্মদ বলেন, ‘এই প্রতিযোগিতার বাজারে কোনো ব্র্যান্ডকে নিজ অবস্থান ধরে রাখতে চাইলে যেসব পদক্ষেপ নেওয়া উচিত সেই স্ট্র্যাটেজি আর ট্যাক্টিস নিয়ে মার্কেটিং পেশাজীবীদের সঙ্গে নিয়ে আলোচনা করেছি আমরা। অত্যন্ত কার্যকরী এ ধরনের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমরা আনন্দিত।’ ধারাবাহিকভাবে ব্র্যান্ডটক আয়োজন করার জন্য ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশকে ধন্যবাদ জানানা তিনি।
ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার ফিরোজ আলম বলেন, ‘অনেক বড় বড় ব্র্যান্ড সাস্টেনিবিলিটি নিশ্চিত করতে না পারার কারণে হারিয়ে গেছে। কোভিড-১৯-এর মত দুর্যোগ আমাদেরকে শিক্ষা দিয়েছে টিকে থাকার গুরুত্ব। সাসটেইনেবিলিটি নিশ্চিত করার লক্ষ্যে এইবারের ব্র্যান্ডটক মার্কেটিং পেশাজীবীদের অনেক পথ দেখাবে বলে আমি বিশ্বাস করি।’
দারাজের চিফ মার্কেটিং অফিসার তাজদিন হাসান বলেন, ‘কোন প্রতিষ্ঠানকে ব্র্যান্ড হিসেবে গড়ে উঠতে হলে তাকে দুঃসময়ে সাস্টেইন করতে হবে এবং প্রতিনিয়ত মানুষের জীবনে ভ্যালু ক্রিয়েট করতে হবে। এই দরকারী বিষয়ের উপর আলোচনা করার জন্যে এই ব্র্যান্ডটকের পৃষ্ঠপোষক হতে পেরে দারাজ পরিবার আনন্দিত।’
অনুষ্ঠানের আয়োজক ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ এর ফাউন্ডার এবং প্রধান নির্বাহী মির্জা মুহাম্মদ ইলিয়াস বলেন, ‘বর্তমান করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে একটি ব্র্যান্ডের জন্য টিকে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিকূল পরিবেশে টিকে থাকা এবং এগিয়ে যাওয়া এই গুরুত্বপূর্ণ দুটি বিষয় আলোচনা করা হয়েছে এবারের ব্র্যান্ডটকে। দারুণ দারুণ সেসানের পাশাপাশি অনেকদিন পর এই ব্র্যান্ডটকে কম্যুনিটির মানুষের একের সঙ্গে অন্যের সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়েছে যা অংশগ্রহণকারীদের কাছে আনন্দদায়ক ব্যাপার ছিল।’ তিনি এবারের ব্র্যান্ডটকের পৃষ্ঠপোষক, পার্টনার, আলোচক এবং অংশগ্রহনকারীদের ধন্যবাদ প্রদান করেন। সর্বশেষে প্রোগ্রাম প্রধান এবং ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স এর এডমিন সোহরাব হোসেন গুড্ডু সবাইকে ধন্যবাদ জানিয়ে ডিনারের আমন্ত্রণ জানান!
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ড. মিজানুর রহমান (প্রফেসর, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), সৈয়দ ফারহাত আনোয়ার (প্রফেসর, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়), সৈয়দ আলমগীর (ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, আকিজ ভেঞ্চার লিমিটেড), আশরাফ বিন তাজ (প্রেসিডেন্ট, মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ), বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, সৈয়দ ইকবাল মাহমুদ (হেড অফ সেলস, নেসলে), অনুপ কুমার সাহা (সিওও, নাবিল গ্রুপ), জিএম কামরুল হাসান (সিইও, সিন্দাবাদ), এএনএম জিয়াউল ইসলাম (সিইও, কান্তার বাংলাদেশ), খন্দকার শামীম রহমান (জিএম, মার্কেটিং, এসএমসি), রুহিনা হালিম (পার্টনার ও বিজনেস হেড, কোয়ান্টাম কন্স্যুমার সলিউসন্স), গালীব বিন মোহাম্মদ (হেড অফ মার্কেটিং, ডানো), সাজিদ মাহবুব (সিওও এন্ড ম্যানেজিং এডিটর, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম) এস এম দিদারুল হাসান (ডিজিএম, মার্কেটিং), মনসুরুল আজিজ (হেড অফ কর্পোরেট কম্যুনিকেসান, নগদ) প্রমুখ!
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ডানো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক পিটার হলবার্গ এবং এডকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধূরী।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রথম ব্র্যান্ডটক আয়োজন করে ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ। ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ ২০১৪ সাল থেকেই বাংলাদেশের মার্কেটিং পেশাজীবীদের মাঝে আলোচনা এবং নেটওয়ার্কিংয়ের জন্যে প্রভাবশালী একটি কমিউনিটি। এরই মধ্যে ব্র্যান্ডটক বাদেও ফুড অ্যান্ড বেভারজ মার্কেটিং ফেস্ট, বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেস্ট, ইন্টার ইউনিভার্সিটি মার্কেটিং ডিবেট, ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং বিজনেস শিরোনামে গুরুত্বপূর্ণ ইভেন্ট আয়োজন করেছে ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক পণ্য আমদানির ওপর শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশের বাণিজ্য ব্যাপক হারে হ্রাস পাবে। বিশ্বব্যাপী এর প্রভাব কেমন হবে? এটি ১৯৮০ সালে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের বাণিজ্য উদারীকরণ যুগের অবসান ঘটাবে নাকি...
১৩ মিনিট আগেস্বাধীনতার পর জাহাজে করে পাকিস্তান থেকে বাংলাদেশের সমুদ্রবন্দরে পণ্য পরিবহন বন্ধ ছিল। এতদিন পাকিস্তানি পণ্য তৃতীয় দেশ হয়ে জাহাজে করে বাংলাদেশ আসত। সেসব পণ্যও বন্দরে পৌঁছার পর শতভাগ কায়িক পরীক্ষা করা হতো। কিন্তু গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়ে পাকিস্তানের সঙ্
২৪ মিনিট আগেবাংলাদেশের দুটি কিডনিই খেয়ে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ও অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য
৪ ঘণ্টা আগেঅক্টোবরে ভারতের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৩৫ শতাংশ, আর টেক্সটাইল রপ্তানি বেড়েছে ১১ দশমিক ৫৬ শতাংশ। বাংলাদেশে অস্থিরতা শুরুর পর ভারতে পোশাক রপ্তানির অর্ডার বেড়েছে বলে দ্য হিন্দুর প্রতিবেদনে তুলে ধরা হয়।
৬ ঘণ্টা আগে