প্রযুক্তি ডেস্ক
রেকর্ড পরিমাণ সম্পদ হারিয়ে বিব্রতকর এক বিশ্ব রেকর্ড গড়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। গত বছরের নভেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ২০ হাজার কোটি ডলার হারিয়েছেন তিনি।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন অনুযায়ী, মাস্কের সম্পদের পরিমাণ এতটাই কমেছে যে তাঁকে আধুনিক ইতিহাসে সবচেয়ে বেশি সম্পদ হারানো ব্যক্তির খেতাব দিয়েছে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’। প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ সালের নভেম্বরে মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৩২ হাজার কোটি ডলার। তবে ২০২৩-এর ডিসেম্বরে তা নেমেছে ১৩ হাজার ৭০০ কোটি ডলারে!
এর আগে ফোর্বস ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছিল, ১৮ হাজার কোটি ডলারের মতো সম্পদ হারিয়েছেন মাস্ক। তবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, এর পরিমাণ প্রায় ২০ হাজার কোটি ডলার। এক ব্লগ পোস্টে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস জানায়, ঠিক কী পরিমাণ সম্পদ হারিয়েছেন মাস্ক, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
এর আগে, সফট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়োশি সন ২০০০ সালে প্রায় ৫ হাজার ৮৬০ কোটি ডলার হারিয়েছিলেন।
অর্থনীতি বিশেষজ্ঞরা মনে করছেন, মূল ব্যবসা টেসলার শেয়ারের দর কমার কারণেই মাস্ককে বিপুল পরিমাণ এই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। গত নভেম্বরে টেসলার ৭০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেন মাস্ক। ডিসেম্বরে আবার ৩৫৮ কোটি ডলারের শেয়ার বিক্রি করেন।
গত বছরের এপ্রিল থেকে এখন পর্যন্ত টেসলার মোট ২ হাজার ৩০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন মাস্ক। সম্পদ হারিয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম স্থান থেকে নেমে দ্বিতীয় স্থানে নেমে এসেছেন তিনি। তালিকার প্রথমে উঠে এসেছেন বার্নার্ড আর্নো। তিনি ফ্রান্সের লাক্সারি গ্রুপ ‘এলভিএমএইচ’-এর প্রধান নির্বাহী।
রেকর্ড পরিমাণ সম্পদ হারিয়ে বিব্রতকর এক বিশ্ব রেকর্ড গড়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। গত বছরের নভেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ২০ হাজার কোটি ডলার হারিয়েছেন তিনি।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন অনুযায়ী, মাস্কের সম্পদের পরিমাণ এতটাই কমেছে যে তাঁকে আধুনিক ইতিহাসে সবচেয়ে বেশি সম্পদ হারানো ব্যক্তির খেতাব দিয়েছে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’। প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ সালের নভেম্বরে মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৩২ হাজার কোটি ডলার। তবে ২০২৩-এর ডিসেম্বরে তা নেমেছে ১৩ হাজার ৭০০ কোটি ডলারে!
এর আগে ফোর্বস ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছিল, ১৮ হাজার কোটি ডলারের মতো সম্পদ হারিয়েছেন মাস্ক। তবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, এর পরিমাণ প্রায় ২০ হাজার কোটি ডলার। এক ব্লগ পোস্টে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস জানায়, ঠিক কী পরিমাণ সম্পদ হারিয়েছেন মাস্ক, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
এর আগে, সফট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়োশি সন ২০০০ সালে প্রায় ৫ হাজার ৮৬০ কোটি ডলার হারিয়েছিলেন।
অর্থনীতি বিশেষজ্ঞরা মনে করছেন, মূল ব্যবসা টেসলার শেয়ারের দর কমার কারণেই মাস্ককে বিপুল পরিমাণ এই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। গত নভেম্বরে টেসলার ৭০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেন মাস্ক। ডিসেম্বরে আবার ৩৫৮ কোটি ডলারের শেয়ার বিক্রি করেন।
গত বছরের এপ্রিল থেকে এখন পর্যন্ত টেসলার মোট ২ হাজার ৩০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন মাস্ক। সম্পদ হারিয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম স্থান থেকে নেমে দ্বিতীয় স্থানে নেমে এসেছেন তিনি। তালিকার প্রথমে উঠে এসেছেন বার্নার্ড আর্নো। তিনি ফ্রান্সের লাক্সারি গ্রুপ ‘এলভিএমএইচ’-এর প্রধান নির্বাহী।
দীর্ঘদিন ধরেই ডলারের অস্থিরতা ও সংকটে ভুগছিল দেশ। সেটি এখনো পুরোপুরি দূর হয়নি। তবে, প্রায় আড়াই বছরের বেশি সময় পর এখন বৈদেশিক মুদ্রার বাজারে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগেসোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৫২১ তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ১৪ নভেম্বর এই সভার আয়োজন করা হয়।
৩ ঘণ্টা আগেএসিআই পাওয়ার সলিউশন ২৬ তম পাওয়ার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপোতে অংশগ্রহণ করেছে। এটি ১৪-১৬ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায়। এসিআই পাওয়ার সলিউশনের এক্সপোতে অংশগ্রহণের মূল লক্ষ্য সব নতুন পণ্য সম্পর্কে গ্রাহকদের জানানো। যার মধ্যে রেইকেম কেবল এক্সেসরিজ, স্নেইডার সার্কিট ব্র
৩ ঘণ্টা আগেচলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর (তৃতীয়) প্রান্তিকে দেশের ১৭টি সাধারণ বিমা কোম্পানির মুনাফা বৃদ্ধি পেয়েছে। তবে একই সময়ে ২৩ কোম্পানির মুনাফা কমেছে। এ তথ্য ৪০টি সাধারণ বিমা কোম্পানির ১ জুলাই থেকে ৩০ অক্টোবর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে।
৪ ঘণ্টা আগে