অনলাইন ডেস্ক
মার্কিন ডলারের বিপরীতে রুপির ব্যাপক পতনের পরিপ্রেক্ষিতে গাড়ি, সিগারেটসহ অপরিহার্য নয় এমন ৩৮টি পণ্যের আমদানি নিষিদ্ধ করল পাকিস্তান।
বৃহস্পতিবার (১৯ মে) পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এ ঘোষণা দেন। সরকার একটি ‘জরুরি অর্থনৈতিক পরিকল্পনার’ অধীনে এসব পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানান তিনি।
ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তথ্যমন্ত্রী। এর কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ টুইটারে বলেন, এ সিদ্ধান্ত দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা রক্ষা করবে।
দেশের ক্রমবর্ধমান আমদানি ব্যয়, বাণিজ্য ঘাটতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসের কারণে গত কয়েক সপ্তাহে ডলারের বিপরীতে রুপির ব্যাপক দরপতন হয়েছে। বৃহস্পতিবার ডলার সব রেকর্ড ভেঙেছে এবং আন্তঃব্যাংক বাজারে ২০০ রুপিতে উঠে গেছে।
মরিয়ম আওরঙ্গজেব বলেন, এই সিদ্ধান্তের আলোকে অপরিহার্য নয় এমন সব পণ্যসামগ্রী আমদানিতে নিষেধাজ্ঞা থাকবে। এই আইটেমগুলো এমন পণ্য যেগুলো সাধারণ মানুষের জরুরি ব্যবহারের জিনিস নয়।
পাকিস্তান সরকারের আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় রয়েছে—অটোমোবাইল, মোবাইল ফোন, হোম অ্যাপ্লায়েন্স (গৃহস্থালি যন্ত্রপাতি), ফল এবং শুকনো ফল (আফগানিস্তান ছাড়া), ক্রোকারিজ, ব্যক্তিগত অস্ত্র ও গোলাবারুদ, জুতা, ঝাড়বাতি এবং আলোসজ্জা (এনার্জি সেভিং ছাড়া),
হেডফোন ও লাউডস্পিকার, সস, দরজা ও জানালার ফ্রেম, ট্রাভেলিং ব্যাগ ও স্যুটকেস, স্যানিটারি ওয়্যার, মাছ ও হিমায়িত মাছ, কার্পেট (আফগানিস্তান ছাড়া), সংরক্ষিত ফল, টিস্যু পেপার, আসবাবপত্র, শ্যাম্পু, মিষ্টান্ন, বিলাসবহুল গদি ও স্লিপিং ব্যাগ, জ্যাম ও জেলি, কর্নফ্লেক্স,
প্রসাধন সামগ্রী, হিটার, ব্লোয়ার, সানগ্লাস, রান্নাঘরের জিনিসপত্র, কার্বোনেটেড ওয়াটার, হিমায়িত মাংস, জুস, পাস্তা, আইসক্রিম, সিগারেট, শেভিং সামগ্রী, বিলাসবহুল চামড়ার পোশাক, বাদ্যযন্ত্র, সেলুন আইটেম যেমন হেয়ার ড্রায়ার ইত্যাদি এবং চকলেট।
এটি ‘একটি জরুরি পরিস্থিতি’ বলে বর্ণনা করে তথ্যমন্ত্রী পাকিস্তানিদের অর্থনৈতিক পরিকল্পনার অধীনে জনগণকে ত্যাগ স্বীকার করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, এই নিষেধাজ্ঞার ফলে প্রায় ৬০০ কোটি ডলার সাশ্রয় হবে।
মার্কিন ডলারের বিপরীতে রুপির ব্যাপক পতনের পরিপ্রেক্ষিতে গাড়ি, সিগারেটসহ অপরিহার্য নয় এমন ৩৮টি পণ্যের আমদানি নিষিদ্ধ করল পাকিস্তান।
বৃহস্পতিবার (১৯ মে) পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এ ঘোষণা দেন। সরকার একটি ‘জরুরি অর্থনৈতিক পরিকল্পনার’ অধীনে এসব পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানান তিনি।
ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তথ্যমন্ত্রী। এর কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ টুইটারে বলেন, এ সিদ্ধান্ত দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা রক্ষা করবে।
দেশের ক্রমবর্ধমান আমদানি ব্যয়, বাণিজ্য ঘাটতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসের কারণে গত কয়েক সপ্তাহে ডলারের বিপরীতে রুপির ব্যাপক দরপতন হয়েছে। বৃহস্পতিবার ডলার সব রেকর্ড ভেঙেছে এবং আন্তঃব্যাংক বাজারে ২০০ রুপিতে উঠে গেছে।
মরিয়ম আওরঙ্গজেব বলেন, এই সিদ্ধান্তের আলোকে অপরিহার্য নয় এমন সব পণ্যসামগ্রী আমদানিতে নিষেধাজ্ঞা থাকবে। এই আইটেমগুলো এমন পণ্য যেগুলো সাধারণ মানুষের জরুরি ব্যবহারের জিনিস নয়।
পাকিস্তান সরকারের আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় রয়েছে—অটোমোবাইল, মোবাইল ফোন, হোম অ্যাপ্লায়েন্স (গৃহস্থালি যন্ত্রপাতি), ফল এবং শুকনো ফল (আফগানিস্তান ছাড়া), ক্রোকারিজ, ব্যক্তিগত অস্ত্র ও গোলাবারুদ, জুতা, ঝাড়বাতি এবং আলোসজ্জা (এনার্জি সেভিং ছাড়া),
হেডফোন ও লাউডস্পিকার, সস, দরজা ও জানালার ফ্রেম, ট্রাভেলিং ব্যাগ ও স্যুটকেস, স্যানিটারি ওয়্যার, মাছ ও হিমায়িত মাছ, কার্পেট (আফগানিস্তান ছাড়া), সংরক্ষিত ফল, টিস্যু পেপার, আসবাবপত্র, শ্যাম্পু, মিষ্টান্ন, বিলাসবহুল গদি ও স্লিপিং ব্যাগ, জ্যাম ও জেলি, কর্নফ্লেক্স,
প্রসাধন সামগ্রী, হিটার, ব্লোয়ার, সানগ্লাস, রান্নাঘরের জিনিসপত্র, কার্বোনেটেড ওয়াটার, হিমায়িত মাংস, জুস, পাস্তা, আইসক্রিম, সিগারেট, শেভিং সামগ্রী, বিলাসবহুল চামড়ার পোশাক, বাদ্যযন্ত্র, সেলুন আইটেম যেমন হেয়ার ড্রায়ার ইত্যাদি এবং চকলেট।
এটি ‘একটি জরুরি পরিস্থিতি’ বলে বর্ণনা করে তথ্যমন্ত্রী পাকিস্তানিদের অর্থনৈতিক পরিকল্পনার অধীনে জনগণকে ত্যাগ স্বীকার করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, এই নিষেধাজ্ঞার ফলে প্রায় ৬০০ কোটি ডলার সাশ্রয় হবে।
বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ও নজিরবিহীন বন্যার প্রভাবে মূল্যস্ফীতি হার দুই অঙ্কের ঘর ছাড়িয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ানোসহ কঠোর মুদ্রানীতি অনুসরণ করছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু জিনিসপত্রের দাম আকাশচুম্বী। নিম্ন আয়ের দরিদ্র মানুষদের খেয়ে পরে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে।
৯ ঘণ্টা আগেসম্প্রতি “হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াড”-এর আঞ্চলিক রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এতে জয়ী হয়েছেন ঢাকা অঞ্চলের শীর্ষ ২২ প্রতিভাবান ক্ষুদে শিক্ষার্থী। এ জয়ী শিক্ষার্থীরা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় রাউন্ডে অংশগ্রহণ করতে যাবে
১১ ঘণ্টা আগেনেপাল থেকে ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক পদক্ষেপের সূচনা হয়। অনুষ্ঠানে অংশ নেন ভারতের বিদ্যুৎ, আবাসন ও নগরবিষয়ক মন্ত্রী মনোহর লাল, বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের...
১৭ ঘণ্টা আগেমূল্যস্ফীতির প্রভাব মধ্য ও নিম্ন আয়ের শ্রেণির মধ্যে প্রধানত ভোগের ওপর পড়ছে, কিন্তু উচ্চ আয়ের মানুষদের ওপর এর তেমন প্রভাব নেই। সাম্প্রতিক মাসগুলোতে ভারতে বিলাসদ্রব্যে মানুষের ব্যয় বাড়ছে। জার্মান বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক মার্সিডিজ–বেঞ্জের গাড়ি বিক্রি এ বছরের প্রথম নয় মাসে ভারতে ১৩ শতাংশ বেড়েছে, যা
১৮ ঘণ্টা আগে