১০ ধরনের সম্পদকে বিমা কোম্পানির প্রকৃত সম্পদ বলা যাবে না

  • এই আইনটি বিমা খাতে দুর্নীতি ও অনিয়ম রোধের উদ্দেশ্যে তৈরি হয়েছে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পরিচালক ও মুখপাত্র, আইডিআরএ
  • আইন ভালো হয়েছে, তবে এর বাস্তবায়ন কঠিন হবে। নাসির উদ্দিন আহমেদ, প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন
মাহফুজুল ইসলাম, ঢাকা
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ০৯: ৫৭
ছবি: সংগৃহীত

সম্প্রতি লাইফ বিমাকারীর সলভেন্সি মার্জিন প্রবিধানমালা, ২০২৪-এর গেজেট প্রকাশ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ প্রবিধানমালার আওতায় নতুন জীবনবিমা কোম্পানি গঠনের ক্ষেত্রে প্রাথমিকভাবে যে ব্যয় ধরা হয়, সেগুলোর মধ্যে অফিস স্টেশনারি, জিনিসপত্র, অনাদায়ী প্রিমিয়াম এবং সফটওয়্যারসহ ১০ ধরনের সম্পদকে প্রকৃত সম্পদ হিসেবে বিবেচনা করা যাবে না।

আইডিআরএর পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, এই আইনটি দেশের বিমা খাতে দুর্নীতি ও অনিয়ম রোধের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। নতুন বিধানটি জীবনবিমা কোম্পানি গঠনের শুরু থেকেই অনিয়ম প্রতিরোধে সহায়তা করবে। এ ছাড়াও, সলভেন্সি মার্জিনে ৬টি নতুন প্রবিধান এবং ৩টি তফসিল সংযুক্ত করা হয়েছে।

সম্পদ মূল্যায়ন

নতুন সলভেন্সি মার্জিন প্রবিধানমালা, ২০২৪-এ সম্পদ মূল্যায়নসম্পর্কিত বিধান অনুযায়ী, কোম্পানি গঠনে প্রাথমিক ব্যয়, আদায়যোগ্য নয় এমন ঋণ, অ-আদায়যোগ্য অগ্রিম, আসবাবপত্র, স্থাপিত জিনিসপত্র, ডেড-স্টক, সফটওয়্যার এবং স্টেশনারি মালপত্রকে কোম্পানির প্রকৃত সম্পদ হিসেবে গণনা করা যাবে না। এ ছাড়া, পূর্বে পরিশোধিত খরচ, লাভ ও ক্ষতির হিসাব সমন্বয় স্থিতি, পুনর্বিমাকারীর ৬ মাসের বেশি অনাদায়ী স্থিতি, অস্পর্শযোগ্য (ইনট্যানজিবল) সম্পদ, অনাদায়ী প্রিমিয়াম (যা ৩ মাসের মধ্যে অথবা আইনের ধারা ৩২ অনুযায়ী নিরীক্ষক কর্তৃক রিটার্ন স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত সংগ্রহ করা হয়নি) এবং এজেন্টের স্থিতি (যা আইনের ধারা ৩২ অনুযায়ী নিরীক্ষক কর্তৃক রিটার্ন স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত সমন্বয় করা হয়নি)—এসব খরচকে জীবনবিমা কোম্পানির প্রকৃত সম্পদ হিসেবে বিবেচনা করা যাবে না।

জীবনবিমা কোম্পানির সম্পদ মূল্যায়ন সম্পর্কে আরও বলা হয়েছে, নগদ এবং নগদতুল্য সম্পদ, সরকারি সিকিউরিটিজ (ফেয়ার ভ্যালু অথবা বাজারমূল্য, যা কম হয়), স্থায়ী আমানত (যে পরিমাণ আদায়যোগ্য হয়), শেয়ারে বিনিয়োগ (ফেয়ার ভ্যালু অথবা বাজারমূল্য, যা কম হয়), মিউচুয়াল ফান্ড (ফেয়ার ভ্যালু, নেট অ্যাসেট ভ্যালু, অথবা বাজারমূল্য, যা কম হয়), ডিবেঞ্চার-বন্ড (ফেয়ার ভ্যালু অথবা বাজারমূল্য, যা কম হয়), অন্য সিকিউরিটিজ (ফেয়ার ভ্যালু অথবা বাজারমূল্য, যা কম হয়), স্থাবর সম্পত্তি (ক্রয়মূল্য অথবা ফেয়ার ভ্যালু, যা কম হয়), অন্য স্পর্শনীয় সম্পদ (ক্রয়মূল্য, অবচায়িত মূল্য অথবা ফেয়ার ভ্যালু, যা কম হয়) এবং পলিসি বোনাসকে প্রকৃত সম্পদ হিসেবে গণ্য করা হবে।

প্রবিধান ৪-এ দায়ের পরিমাণের একটি বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে, প্রবিধান ৫-এ প্রয়োজনীয় সলভেন্সি মার্জিন এবং সলভেন্সি মার্জিনের একটি বিবরণী প্রস্তুত করতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রবিধান ৬-এ নন-লাইফ বিমা কোম্পানির সলভেন্সি অনুপাত নির্ধারণ করা হয়েছে।

বিমা কোম্পানিগুলোর মালিকদের সংগঠন বিআইএ প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ পাভেল আজকের পত্রিকাকে বলেন, ‘সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে আইন করা হয়েছে। আইন ভালো হয়েছে, তবে এর বাস্তবায়ন কঠিন হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত