জয়নাল আবেদীন খান, ঢাকা
ঋণখেলাপিদের ধরতে কঠোর হচ্ছেন গভর্নর। এ জন্য ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) তথ্য ধরেই আগানোর চিন্তা করছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু এ ক্ষেত্রে রয়ে গেছে একটি বিপত্তি। তা হলো, বাণিজ্যিক ব্যাংকগুলোর সিআইবিতে সরাসরি তথ্য আপলোডের ক্ষমতা। সিআইবির ড্যাশবোর্ডে সরাসরি তথ্য আপলোড করার সুযোগ থাকায় ব্যাংক কর্তৃপক্ষ চাইলেই কোনো গ্রাহকের খেলাপি ঋণের তথ্য গোপন করতে পারে। এ কারণে সিআইবিতে বাণিজ্যিক ব্যাংকের সরাসরি তথ্য দেওয়ার ক্ষমতা খর্ব করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সিআইবির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, খেলাপিদের ধরতে কঠোর নির্দেশনা রয়েছে গভর্নরের। তবে সিআইবিতে অনেক ব্যাংক খেলাপি ঋণকে নিয়মিত দেখানোর কৌশল করেছে। এ জন্য বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে সিআইবির ড্যাশবোর্ডে সরাসরি তথ্য আপলোডের ক্ষমতা কেড়ে নেওয়া হবে। এ নিয়ে কাজ চলমান রয়েছে। এরপর খেলাপি আদায়ের মহাপরিকল্পনা অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করা হবে। আগামী ডিসেম্বরে বাণিজ্যিক ব্যাংকের কাছে সিআইবির তথ্য হালনাগাদের ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের হাতে ফিরতে পারে।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের সিআইবি একটি স্পর্শকাতর ইস্যু। বাণিজ্যিক ব্যাংকগুলোর দ্বারা সরাসরি সিআইবির ড্যাশবোর্ডে তথ্য হালনাগাদ নিয়ে গভর্নর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। নির্দেশনাও দিয়েছেন। করণীয় নির্ধারণে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ডেপুটি গভর্নর নুরুর নাহার। তবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট কমিটি করা হয়নি।’
আগে শুধু বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা সিআইবির ড্যাশবোর্ডে তথ্য দিতে পারতেন। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কেন্দ্রীয় ব্যাংকের সেই ক্ষমতা খর্ব করেন স্বয়ং গভর্নর। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর সিআইবিতে ঋণের তথ্য হালনাগাদের নিয়মে পরিবর্তন আনার নির্দেশ দেন তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার। তাঁর নির্দেশনা অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকের ঋণের তথ্য সরাসরি সিআইবির ড্যাশবোর্ডে আপলোড করার ক্ষমতা পায়। সেই সুযোগে সরকারের মদদপুষ্ট অনেকেই বাণিজ্যিক ব্যাংকগুলোকে চাপ দিয়ে সিআইবি রিপোর্টে পরিবর্তন করে খেলাপি ঋণকে নিয়মিত দেখিয়েছেন। এমনকি প্রকৃত ঋণখেলাপি হয়েও সিআইবির রিপোর্ট পরিবর্তন করে নির্বাচনে অংশ নিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, দেশের অন্তত ২০০ জন আওয়ামী লীগ নেতা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ এবং ব্যবসায় সুযোগ বাড়তি দিতে খেলাপি ঋণ নিয়মিত দেখানোর ব্যবস্থা করেছিলেন। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খেলাপি ঋণ নিয়মিত দেখানোর লক্ষ্যে সিআইবিতে তথ্য হালনাগাদের ব্যবস্থা করেন সাবেক গভর্নর। পাশাপাশি এ বিষয়ে পরিদর্শন ও তদন্ত বন্ধ করে রাখেন। যার ফলে খেলাপি ঋণের অতীতের সব রেকর্ড ভেঙে ইতিহাস সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে ব্যাংকগুলোর খেলাপি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা, যা মোট ঋণের ১২ দশমিক ৫৬ শতাংশ। যদিও এর ছয় মাস আগে অর্থাৎ গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা।
ঋণখেলাপিদের ধরতে কঠোর হচ্ছেন গভর্নর। এ জন্য ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) তথ্য ধরেই আগানোর চিন্তা করছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু এ ক্ষেত্রে রয়ে গেছে একটি বিপত্তি। তা হলো, বাণিজ্যিক ব্যাংকগুলোর সিআইবিতে সরাসরি তথ্য আপলোডের ক্ষমতা। সিআইবির ড্যাশবোর্ডে সরাসরি তথ্য আপলোড করার সুযোগ থাকায় ব্যাংক কর্তৃপক্ষ চাইলেই কোনো গ্রাহকের খেলাপি ঋণের তথ্য গোপন করতে পারে। এ কারণে সিআইবিতে বাণিজ্যিক ব্যাংকের সরাসরি তথ্য দেওয়ার ক্ষমতা খর্ব করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সিআইবির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, খেলাপিদের ধরতে কঠোর নির্দেশনা রয়েছে গভর্নরের। তবে সিআইবিতে অনেক ব্যাংক খেলাপি ঋণকে নিয়মিত দেখানোর কৌশল করেছে। এ জন্য বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে সিআইবির ড্যাশবোর্ডে সরাসরি তথ্য আপলোডের ক্ষমতা কেড়ে নেওয়া হবে। এ নিয়ে কাজ চলমান রয়েছে। এরপর খেলাপি আদায়ের মহাপরিকল্পনা অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করা হবে। আগামী ডিসেম্বরে বাণিজ্যিক ব্যাংকের কাছে সিআইবির তথ্য হালনাগাদের ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের হাতে ফিরতে পারে।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের সিআইবি একটি স্পর্শকাতর ইস্যু। বাণিজ্যিক ব্যাংকগুলোর দ্বারা সরাসরি সিআইবির ড্যাশবোর্ডে তথ্য হালনাগাদ নিয়ে গভর্নর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। নির্দেশনাও দিয়েছেন। করণীয় নির্ধারণে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ডেপুটি গভর্নর নুরুর নাহার। তবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট কমিটি করা হয়নি।’
আগে শুধু বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা সিআইবির ড্যাশবোর্ডে তথ্য দিতে পারতেন। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কেন্দ্রীয় ব্যাংকের সেই ক্ষমতা খর্ব করেন স্বয়ং গভর্নর। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর সিআইবিতে ঋণের তথ্য হালনাগাদের নিয়মে পরিবর্তন আনার নির্দেশ দেন তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার। তাঁর নির্দেশনা অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকের ঋণের তথ্য সরাসরি সিআইবির ড্যাশবোর্ডে আপলোড করার ক্ষমতা পায়। সেই সুযোগে সরকারের মদদপুষ্ট অনেকেই বাণিজ্যিক ব্যাংকগুলোকে চাপ দিয়ে সিআইবি রিপোর্টে পরিবর্তন করে খেলাপি ঋণকে নিয়মিত দেখিয়েছেন। এমনকি প্রকৃত ঋণখেলাপি হয়েও সিআইবির রিপোর্ট পরিবর্তন করে নির্বাচনে অংশ নিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, দেশের অন্তত ২০০ জন আওয়ামী লীগ নেতা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ এবং ব্যবসায় সুযোগ বাড়তি দিতে খেলাপি ঋণ নিয়মিত দেখানোর ব্যবস্থা করেছিলেন। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খেলাপি ঋণ নিয়মিত দেখানোর লক্ষ্যে সিআইবিতে তথ্য হালনাগাদের ব্যবস্থা করেন সাবেক গভর্নর। পাশাপাশি এ বিষয়ে পরিদর্শন ও তদন্ত বন্ধ করে রাখেন। যার ফলে খেলাপি ঋণের অতীতের সব রেকর্ড ভেঙে ইতিহাস সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে ব্যাংকগুলোর খেলাপি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা, যা মোট ঋণের ১২ দশমিক ৫৬ শতাংশ। যদিও এর ছয় মাস আগে অর্থাৎ গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা।
ভোজ্যতেলের দাম যাতে না বাড়ে, সে জন্য আমদানি পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট ছাড় দিয়েছিল সরকার। ব্যবসায়ীরাও দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কথা রাখেননি তাঁরা। ঘোষণা দিয়ে দাম না বাড়ালেও বাজারে খোলা তেলের সরবরাহ কমিয়ে দিয়েছেন তাঁরা। এতে বেড়েছে দামও। এক মাসে সয়াবিনের লিটারে বেড়েছে ২০ টাকা। এ অবস্থায়
১৮ মিনিট আগেদক্ষিণের বিভাগীয় শহর খুলনায় উদ্বোধন হয়েছে ওয়ালটন কম্পিউটারের নতুন শোরুম ও এক্সপেরিয়েন্স সেন্টার। নগরীর প্রাণকেন্দ্র খান-এ-সবুর রোডে অবস্থিত কম্পিউটার পণ্যের মার্কেট জলিল টাওয়ারের তৃতীয় তলায় ওয়ালটনের কম্পিউটার পণ্যের জন্য ডেডিকেটেড এই আউটলেট চালু করা হয়েছে। এখান থেকে ক্রেতারা ওয়ালটনের সব ধরনের কম্পিউ
৪৪ মিনিট আগেশীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে পেরোল চুক্তি সই করেছে জালালাবাদ মেটাল লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠানটির সঙ্গে এ চুক্তি করে প্রাইম ব্যাংক।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় তারল্য ঘাটটি মেটাতে দুর্বল সাতটি ব্যাংককে ৬ হাজার ৫৮৫ কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে সবল ৯টি ব্যাংক। তবে এসব দুর্বল ব্যাংক থেকে চাওয়া হয়েছিল ১১ হাজার ১০০ কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আ
১০ ঘণ্টা আগে