নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে কারখানা স্থাপনে ৩১ মিলিয়ন বা ৩ কোটি ১০ লাখ ডলার বিনিয়োগ চুক্তি করেছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান মেসার্স কিডো ঢাকা কোম্পানি লিমিটেড।
আজ সোমবার দুপুরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেপজা) এবং কিডো ঢাকা কোম্পানির মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সাক্ষরিত হয়। রাজধানীর বেপজা কার্যালয়ে চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বেপজার সদস্য (বিনিয়োগ ও উন্নয়ন) আলী রেজা মজিদ এবং কিডো ঢাকা কোম্পানির ভারপ্রাপ্ত পরিচালক আন ইয়াং দাই জোসেফ।
এসময় বেপজার বিদায়ী নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম, সদ্য যোগদানকারী নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য প্রকৌশলী মো. ফারুক আলম, নাফিজা বানু, সচিব মো. জাকির হোসেন চৌধুরী, মহাব্যবস্থাপক নাজমা বিনতে আলমগীর, মহাব্যবস্থাপক তানভির হোসেন এবং মহাব্যবস্থাপক মো. খুরশিদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ কোরীয় শিল্প প্রতিষ্ঠান মেসার্স কিডো ঢাকা কোম্পানি লিমিটেড আদমজী ইপিজেডে উচ্চমান সম্পন্ন গার্মেন্টস ও স্পোর্টসওয়্যার সামগ্রী তৈরির কারখানা স্থাপন করবে। এ কারখানা স্থাপনে প্রতিষ্ঠানটি ৩১ দশমিক ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এ কারখানায় ৬ হাজার মানুষের কর্মসংস্থান হবে। কারখানাটিতে বার্ষিক ২০ লাখ পিস ক্লথ জ্যাকেট, মোটরসাইকেল সেফটি জ্যাকেট, চামড়া ও ফাইবার জ্যাকেট, সোয়েটার শার্ট, পিপিই উৎপাদন করবে প্রতিষ্ঠানটি।
এ ব্যাপারে বেপজার বিদায়ী নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে বেপজা নিরলসভাবে কাজ করছে। করোনা পরিস্থিতির মধ্যেও বিনিয়োগবান্ধব পরিবেশ থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কিডো দক্ষিণ কোরিয়ার শীর্ষ স্থানীয় কোম্পানি হাই অ্যান্ড গার্মেন্টস অ্যান্ড স্পোর্টস আইটেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান। ভিয়েতনাম, মিয়ানমার এবং ইন্দোনেশিয়াতে প্রতিষ্ঠানটির পাঁচটি কারখানা রয়েছে।
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে কারখানা স্থাপনে ৩১ মিলিয়ন বা ৩ কোটি ১০ লাখ ডলার বিনিয়োগ চুক্তি করেছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান মেসার্স কিডো ঢাকা কোম্পানি লিমিটেড।
আজ সোমবার দুপুরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেপজা) এবং কিডো ঢাকা কোম্পানির মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সাক্ষরিত হয়। রাজধানীর বেপজা কার্যালয়ে চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বেপজার সদস্য (বিনিয়োগ ও উন্নয়ন) আলী রেজা মজিদ এবং কিডো ঢাকা কোম্পানির ভারপ্রাপ্ত পরিচালক আন ইয়াং দাই জোসেফ।
এসময় বেপজার বিদায়ী নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম, সদ্য যোগদানকারী নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য প্রকৌশলী মো. ফারুক আলম, নাফিজা বানু, সচিব মো. জাকির হোসেন চৌধুরী, মহাব্যবস্থাপক নাজমা বিনতে আলমগীর, মহাব্যবস্থাপক তানভির হোসেন এবং মহাব্যবস্থাপক মো. খুরশিদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ কোরীয় শিল্প প্রতিষ্ঠান মেসার্স কিডো ঢাকা কোম্পানি লিমিটেড আদমজী ইপিজেডে উচ্চমান সম্পন্ন গার্মেন্টস ও স্পোর্টসওয়্যার সামগ্রী তৈরির কারখানা স্থাপন করবে। এ কারখানা স্থাপনে প্রতিষ্ঠানটি ৩১ দশমিক ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এ কারখানায় ৬ হাজার মানুষের কর্মসংস্থান হবে। কারখানাটিতে বার্ষিক ২০ লাখ পিস ক্লথ জ্যাকেট, মোটরসাইকেল সেফটি জ্যাকেট, চামড়া ও ফাইবার জ্যাকেট, সোয়েটার শার্ট, পিপিই উৎপাদন করবে প্রতিষ্ঠানটি।
এ ব্যাপারে বেপজার বিদায়ী নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে বেপজা নিরলসভাবে কাজ করছে। করোনা পরিস্থিতির মধ্যেও বিনিয়োগবান্ধব পরিবেশ থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কিডো দক্ষিণ কোরিয়ার শীর্ষ স্থানীয় কোম্পানি হাই অ্যান্ড গার্মেন্টস অ্যান্ড স্পোর্টস আইটেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান। ভিয়েতনাম, মিয়ানমার এবং ইন্দোনেশিয়াতে প্রতিষ্ঠানটির পাঁচটি কারখানা রয়েছে।
নেপাল থেকে ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক পদক্ষেপের সূচনা হয়। অনুষ্ঠানে অংশ নেন ভারতের বিদ্যুৎ, আবাসন ও নগরবিষয়ক মন্ত্রী মনোহর লাল, বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের...
৩ ঘণ্টা আগেমূল্যস্ফীতির প্রভাব মধ্য ও নিম্ন আয়ের শ্রেণির মধ্যে প্রধানত ভোগের ওপর পড়ছে, কিন্তু উচ্চ আয়ের মানুষদের ওপর এর তেমন প্রভাব নেই। সাম্প্রতিক মাসগুলোতে ভারতে বিলাসদ্রব্যে মানুষের ব্যয় বাড়ছে। জার্মান বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক মার্সিডিজ–বেঞ্জের গাড়ি বিক্রি এ বছরের প্রথম নয় মাসে ভারতে ১৩ শতাংশ বেড়েছে, যা
৪ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরেই ডলারের অস্থিরতা ও সংকটে ভুগছিল দেশ। সেটি এখনো পুরোপুরি দূর হয়নি। তবে, প্রায় আড়াই বছরের বেশি সময় পর এখন বৈদেশিক মুদ্রার বাজারে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগেসোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৫২১ তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ১৪ নভেম্বর এই সভার আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে