বিজ্ঞপ্তি
ঈদ উৎসবের কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। প্রিমিয়ার ব্যাংক কার্ডধারীরা ছাড় পাবেন বিভিন্ন রেস্তোরাঁয় ইফতার ও সাহরিতে। ব্র্যান্ড ও পণ্য ভেদে নির্দিষ্ট শোরুম থেকে কেনাকাটায় থাকছে ছাড়ের সুবিধা। ব্যাংকটির দেওয়া বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচতারকা হোটেল ম্যারিয়ট ইন্টারন্যাশনালের রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে প্রাইম পার্টনার হিসেবে প্রিমিয়ার ব্যাংক নিয়ে এসেছে রমজানের বিশেষ আয়োজন। পবিত্র মাহে রমজান উপলক্ষে হোটেলটিতে মাসজুড়ে থাকছে বিভিন্ন রকমের আয়োজন এবং সেজে উঠেছে রমজানের সাজসজ্জায়; সঙ্গে গুলশান বেকিং কোম্পানি (জিবিসি) লবি ক্যাফেতে লাইভ ইফতার বাজার, প্রিমিয়াম ইফতার বক্স, যা শুরু ৭০০০ টাকা থেকে।
বাহার মাল্টি কুইজিন বুফে রেস্টুরেন্টে থাকছে ইফতার এবং ডিনার। এতে একটি কিনলে একটি ফ্রি থেকে শুরু করে একটি কিনলে তিনটি ফ্রি পর্যন্ত অফার পাওয়া যাবে, যা প্রিমিয়ার ব্যাংক কার্ডের ৯৫০০ টাকার মধ্যে।
সাপ্তাহিক ছুটির দিন এবং বিশেষ ছুটির দিনগুলোতে থাকছে সুহুর বুফেতে; একটি কিনলে একটি ফ্রি অফার, ৫৫৫৫ টাকায়। সিআর ফাইন ডাইনিংয়ে থাকছে বিশেষ আলা কার্ট ইফতার মেনু।
প্রিমিয়ার ব্যাংকের সব কার্ডহোল্ডার রমজানে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল ছাড়াও সিক্স সিজন্স, লেকশোর হোটেল, রেইন ট্রি, ইনোটেলসহ সারা দেশে বিভিন্ন তারকা হোটেলে, ইফতার-ডিনার ও সাহরিতে একটি কিনলে তিনটি ফ্রি পর্যন্ত বুফে অফার পাবেন কার্ডধারীরা। বড় বড় শহরের ১১০টি হোটেলের রুম রেন্টের ওপর ৩৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।
৬০টি লাইফস্টাইল পার্টনার শপে ব্যাংকের কার্ডহোল্ডাররা ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এ ছাড়া, কার্ডহোল্ডাররা ১০টি বিখ্যাত গয়নার দোকানে মজুরিতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এ ছাড়া এই রমজানে প্রিমিয়ার ব্যাংকের গ্রাহকেরা ৫০০ টিরও বেশি আউটলেটে পাচ্ছেন আকর্ষণীয় ছাড়।
অফার সুবিধা সম্পর্কে ব্যাংকের এমডি এবং সিইও, এম রিয়াজুল করিম, এফসিএমএ বলেন, ‘প্রিমিয়ার ব্যাংক বিশেষ উপলক্ষে সব সময় সেরা অফার নিয়ে আসে। রমজান এবং ঈদের অফারগুলোতে কেনাকাটার ক্ষেত্রে সব ক্যাটাগরি অন্তর্ভুক্ত থাকায় আমাদের গ্রাহকদের পরিবার ও পরিজনদের নিয়ে এই বিশেষ ধর্মীয় উৎসব উদ্যাপনকে আরও বর্ণিল করবে। ৪০০ এর বেশি পার্টনার নিয়ে আমাদের অনেক ক্যাটাগরির ডেবিট এবং ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য সব সময় দিয়ে আসছে সর্বোৎকৃষ্ট সুবিধা। আমরা আশা করি, এই অফারগুলো রমজান জুড়ে গ্রাহকদের জন্য আকর্ষণীয় ও আনন্দময় হবে।’
ঈদ উৎসবের কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। প্রিমিয়ার ব্যাংক কার্ডধারীরা ছাড় পাবেন বিভিন্ন রেস্তোরাঁয় ইফতার ও সাহরিতে। ব্র্যান্ড ও পণ্য ভেদে নির্দিষ্ট শোরুম থেকে কেনাকাটায় থাকছে ছাড়ের সুবিধা। ব্যাংকটির দেওয়া বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচতারকা হোটেল ম্যারিয়ট ইন্টারন্যাশনালের রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে প্রাইম পার্টনার হিসেবে প্রিমিয়ার ব্যাংক নিয়ে এসেছে রমজানের বিশেষ আয়োজন। পবিত্র মাহে রমজান উপলক্ষে হোটেলটিতে মাসজুড়ে থাকছে বিভিন্ন রকমের আয়োজন এবং সেজে উঠেছে রমজানের সাজসজ্জায়; সঙ্গে গুলশান বেকিং কোম্পানি (জিবিসি) লবি ক্যাফেতে লাইভ ইফতার বাজার, প্রিমিয়াম ইফতার বক্স, যা শুরু ৭০০০ টাকা থেকে।
বাহার মাল্টি কুইজিন বুফে রেস্টুরেন্টে থাকছে ইফতার এবং ডিনার। এতে একটি কিনলে একটি ফ্রি থেকে শুরু করে একটি কিনলে তিনটি ফ্রি পর্যন্ত অফার পাওয়া যাবে, যা প্রিমিয়ার ব্যাংক কার্ডের ৯৫০০ টাকার মধ্যে।
সাপ্তাহিক ছুটির দিন এবং বিশেষ ছুটির দিনগুলোতে থাকছে সুহুর বুফেতে; একটি কিনলে একটি ফ্রি অফার, ৫৫৫৫ টাকায়। সিআর ফাইন ডাইনিংয়ে থাকছে বিশেষ আলা কার্ট ইফতার মেনু।
প্রিমিয়ার ব্যাংকের সব কার্ডহোল্ডার রমজানে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল ছাড়াও সিক্স সিজন্স, লেকশোর হোটেল, রেইন ট্রি, ইনোটেলসহ সারা দেশে বিভিন্ন তারকা হোটেলে, ইফতার-ডিনার ও সাহরিতে একটি কিনলে তিনটি ফ্রি পর্যন্ত বুফে অফার পাবেন কার্ডধারীরা। বড় বড় শহরের ১১০টি হোটেলের রুম রেন্টের ওপর ৩৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।
৬০টি লাইফস্টাইল পার্টনার শপে ব্যাংকের কার্ডহোল্ডাররা ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এ ছাড়া, কার্ডহোল্ডাররা ১০টি বিখ্যাত গয়নার দোকানে মজুরিতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এ ছাড়া এই রমজানে প্রিমিয়ার ব্যাংকের গ্রাহকেরা ৫০০ টিরও বেশি আউটলেটে পাচ্ছেন আকর্ষণীয় ছাড়।
অফার সুবিধা সম্পর্কে ব্যাংকের এমডি এবং সিইও, এম রিয়াজুল করিম, এফসিএমএ বলেন, ‘প্রিমিয়ার ব্যাংক বিশেষ উপলক্ষে সব সময় সেরা অফার নিয়ে আসে। রমজান এবং ঈদের অফারগুলোতে কেনাকাটার ক্ষেত্রে সব ক্যাটাগরি অন্তর্ভুক্ত থাকায় আমাদের গ্রাহকদের পরিবার ও পরিজনদের নিয়ে এই বিশেষ ধর্মীয় উৎসব উদ্যাপনকে আরও বর্ণিল করবে। ৪০০ এর বেশি পার্টনার নিয়ে আমাদের অনেক ক্যাটাগরির ডেবিট এবং ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য সব সময় দিয়ে আসছে সর্বোৎকৃষ্ট সুবিধা। আমরা আশা করি, এই অফারগুলো রমজান জুড়ে গ্রাহকদের জন্য আকর্ষণীয় ও আনন্দময় হবে।’
দীর্ঘদিন ধরেই ডলারের অস্থিরতা ও সংকটে ভুগছিল দেশ। সেটি এখনো পুরোপুরি দূর হয়নি। তবে, প্রায় আড়াই বছরের বেশি সময় পর এখন বৈদেশিক মুদ্রার বাজারে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
২৩ মিনিট আগেসোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৫২১ তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ১৪ নভেম্বর এই সভার আয়োজন করা হয়।
৩০ মিনিট আগেএসিআই পাওয়ার সলিউশন ২৬ তম পাওয়ার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপোতে অংশগ্রহণ করেছে। এটি ১৪-১৬ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায়। এসিআই পাওয়ার সলিউশনের এক্সপোতে অংশগ্রহণের মূল লক্ষ্য সব নতুন পণ্য সম্পর্কে গ্রাহকদের জানানো। যার মধ্যে রেইকেম কেবল এক্সেসরিজ, স্নেইডার সার্কিট ব্র
১ ঘণ্টা আগেচলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর (তৃতীয়) প্রান্তিকে দেশের ১৭টি সাধারণ বিমা কোম্পানির মুনাফা বৃদ্ধি পেয়েছে। তবে একই সময়ে ২৩ কোম্পানির মুনাফা কমেছে। এ তথ্য ৪০টি সাধারণ বিমা কোম্পানির ১ জুলাই থেকে ৩০ অক্টোবর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে।
১ ঘণ্টা আগে