নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ করতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলায় তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছেন। এতে দুই দেশের ভোক্তারাও উপকৃত হবে বলে জানান ফারুক হাসান।
আজ বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত কটন ইউএসএ আয়োজিত এক অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান এসব কথা বলেন।
ফারুক হাসান বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা দিয়ে তৈরি করা পোশাকের জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার দিলে বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারিত করতে পারব। এতে শুধু বাংলাদেশি পোশাক রপ্তানিকারকেরা উপকৃত হবেন তা নয়, বরং মার্কিন তুলাচাষিরা, সরবরাহকারী ও ভোক্তারা লাভবান হবেন। সবার জন্যই লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে।’
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর সম্ভাবনার ওপর জোর দিয়ে ফারুক হাসান আরও বলেন, ‘আমদানি করা মার্কিন কটনের ওপর সম্প্রতি বাধ্যতামূলক ডাবল ফিউমিগেশন বিধি অপসারণের ইতিবাচক প্রভাব ফেলেছে। এটা আমদানি প্রক্রিয়াকে সহজ, সময় সাশ্রয়, ঝামেলা ও খরচ কমিয়েছে।’
বাণিজ্য বাড়ানোর উপায়গুলোর মধ্যে কটন হচ্ছে একটি প্রতিশ্রুতিশীল খাত, যেখানে উভয় পক্ষের জন্যই বিশাল সুযোগ রয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলা আমদানিকারক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান বিবেচনা করে এ ধরনের কৌশলগত সহযোগিতার গুরুত্ব রয়েছে বলেও জানান ফারুক হাসান।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বৃহত্তর বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা রয়েছে।
কটন ডে উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস, কটন কাউন্সিল ইন্টারন্যাশনালের (সিসিআই) বাংলাদেশের প্রতিনিধি আলী আরসালান, সিসিআইর আঞ্চলিক পরিচালক উইলিয়াম বেটেনডর্ফ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন, কটন ইউএসএ সলিউশনের লেই পেল এবং এলডিসি প্রধান জোয়ের্গ বাউরসাচস।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ করতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলায় তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছেন। এতে দুই দেশের ভোক্তারাও উপকৃত হবে বলে জানান ফারুক হাসান।
আজ বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত কটন ইউএসএ আয়োজিত এক অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান এসব কথা বলেন।
ফারুক হাসান বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা দিয়ে তৈরি করা পোশাকের জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার দিলে বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারিত করতে পারব। এতে শুধু বাংলাদেশি পোশাক রপ্তানিকারকেরা উপকৃত হবেন তা নয়, বরং মার্কিন তুলাচাষিরা, সরবরাহকারী ও ভোক্তারা লাভবান হবেন। সবার জন্যই লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে।’
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর সম্ভাবনার ওপর জোর দিয়ে ফারুক হাসান আরও বলেন, ‘আমদানি করা মার্কিন কটনের ওপর সম্প্রতি বাধ্যতামূলক ডাবল ফিউমিগেশন বিধি অপসারণের ইতিবাচক প্রভাব ফেলেছে। এটা আমদানি প্রক্রিয়াকে সহজ, সময় সাশ্রয়, ঝামেলা ও খরচ কমিয়েছে।’
বাণিজ্য বাড়ানোর উপায়গুলোর মধ্যে কটন হচ্ছে একটি প্রতিশ্রুতিশীল খাত, যেখানে উভয় পক্ষের জন্যই বিশাল সুযোগ রয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলা আমদানিকারক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান বিবেচনা করে এ ধরনের কৌশলগত সহযোগিতার গুরুত্ব রয়েছে বলেও জানান ফারুক হাসান।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বৃহত্তর বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা রয়েছে।
কটন ডে উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস, কটন কাউন্সিল ইন্টারন্যাশনালের (সিসিআই) বাংলাদেশের প্রতিনিধি আলী আরসালান, সিসিআইর আঞ্চলিক পরিচালক উইলিয়াম বেটেনডর্ফ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন, কটন ইউএসএ সলিউশনের লেই পেল এবং এলডিসি প্রধান জোয়ের্গ বাউরসাচস।
দীর্ঘদিন ধরেই ডলারের অস্থিরতা ও সংকটে ভুগছিল দেশ। সেটি এখনো পুরোপুরি দূর হয়নি। তবে, প্রায় আড়াই বছরের বেশি সময় পর এখন বৈদেশিক মুদ্রার বাজারে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগেসোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৫২১ তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ১৪ নভেম্বর এই সভার আয়োজন করা হয়।
৩ ঘণ্টা আগেএসিআই পাওয়ার সলিউশন ২৬ তম পাওয়ার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপোতে অংশগ্রহণ করেছে। এটি ১৪-১৬ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায়। এসিআই পাওয়ার সলিউশনের এক্সপোতে অংশগ্রহণের মূল লক্ষ্য সব নতুন পণ্য সম্পর্কে গ্রাহকদের জানানো। যার মধ্যে রেইকেম কেবল এক্সেসরিজ, স্নেইডার সার্কিট ব্র
৩ ঘণ্টা আগেচলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর (তৃতীয়) প্রান্তিকে দেশের ১৭টি সাধারণ বিমা কোম্পানির মুনাফা বৃদ্ধি পেয়েছে। তবে একই সময়ে ২৩ কোম্পানির মুনাফা কমেছে। এ তথ্য ৪০টি সাধারণ বিমা কোম্পানির ১ জুলাই থেকে ৩০ অক্টোবর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে।
৪ ঘণ্টা আগে