নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বরূপে ফিরতে সময় নিচ্ছে অর্থনীতির গতিপ্রকৃতি। এ কারণে গত তিন মাসেও উৎপাদন, নির্মাণ, কৃষি ও সেবার মতো অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলো সংকোচনমূলক অবস্থা থেকে বেরিয়ে আসতে পারছে না। অর্থনীতির এই মূল চারটি খাতের ভিত্তিতে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের (পিই) জরিপ-পারচেজিং ম্যানেজার্স ইনডেক্সের (পিএমআই) মান বিশ্লেষণে এমন তথ্যই উঠে এসেছে। পিএমআই মান সূচক অনুযায়ী এসব খাতসংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে বিদ্যমান অর্থনীতিকে একটি বিশেষ প্রক্রিয়ার জরিপে ১০০-এর মধ্যে ৫০-এর কম মান দেওয়া হলে সেটি সংকোচনমুখী অর্থনীতির ইঙ্গিত দেয়। এর বেশি হলে সম্প্রসারণমূলক দাবি করা যায়। সেপ্টেম্বর মাসের প্রতিবেদনে দেশের বিদ্যমান অর্থনীতি পেয়েছে ৪৯ দশমিক ৭ পয়েন্ট।
তবে পিএমআই মান সূচকে দাবি করা হয়েছে, এ পরিস্থিতিতে অর্থনীতিতে খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা, ব্যবস্থাপক, শ্রমিক ও কৃষকের প্রাণান্ত চেষ্টা রয়েছে; যা অর্থনীতিকে শিগগির সম্প্রসারণমূলক ধারায় ফেরার বার্তা দিচ্ছে। কারণ, নানা প্রতিবন্ধকতার মধ্যেও অর্থনীতির এই মহানায়কেরা ধীরে ধীরে খাতগুলোকে প্রবৃদ্ধির ছোঁয়া দেওয়ার চেষ্টা করছেন। এতে সার্বিকভাবে অর্থনীতি এখনো সংকোচনের ধারায় প্রবাহিত হলেও আগের তুলনায় কিছুটা উন্নতি খাতওয়ারির পাশাপাশি সার্বিক সূচকেও দৃশ্যমান হয়েছে। এতে আগস্টের তুলনায় সেপ্টেম্বরেও দেশের অর্থনীতির সংকোচনের গতি কমেছে।
তথ্য বলছে, সেপ্টেম্বরে পিএমআই সূচক আগের মাসের চেয়ে ৬ দশমিক ২ পয়েন্ট বেড়েছে। আগস্ট মাসে পিএমআই ছিল ৪৩ দশমিক ৫, যা সেপ্টেম্বরে হয়েছে ৪৯ দশমিক ৭। অর্থাৎ আগস্টের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে। বেড়েছে সূচকের মানও। তা সত্ত্বেও অর্থনীতির সার্বিক পিএমআই মান এখনো ৫০-এর নিচে রয়েছে। অর্থাৎ সেপ্টেম্বরেও অর্থনীতি সংকোচনমুখী ছিল। একই অবস্থা ছিল জুলাই মাসেও। জুলাইয়ে পিএমআই ছিল ৩৬ দশমিক ৯। অর্থাৎ গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাস দেশের সামগ্রিক অর্থনীতি সংকোচনমুখী রয়েছে।
গতকাল এক বিজ্ঞপ্তিতে সেপ্টেম্বর মাসের পিএমআই সূচকের তথ্য প্রকাশ করা হয়। এতে সই করেছেন এমসিসিআইয়ের সিইও ফারুক আহমেদ এবং পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ। ২০২৩ সালের ডিসেম্বর থেকে পিএমআই সূচকের মান নির্ণয় করা হচ্ছে। তবে গত মে মাসে প্রথম পিএমআই সূচক প্রকাশ করা হয়। এই সময়ের মধ্যে পিএমআই সূচকের মান ওঠানামা করলেও জুলাই মাসেই প্রথম ৫০-এর নিচে নেমে আসে।
তথ্যমতে, মার্চ মাসে দেশে পিএমআই সূচকের মান ছিল ৬৪ দশমিক ৩ শতাংশ, এপ্রিল মাসে ৬২ দশমিক ২, মে মাসে ৭০ দশমিক ১ এবং জুন মাসে ছিল ৬৩ দশমিক ৯ শতাংশ।
এরপর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট অস্থিতিশীলতার জেরে জুলাই মাসে প্রথম দেশের অর্থনীতির প্রধান চারটি খাত সংকুচিত হয়। পিমএআই সূচকের মান তখন ৩৬ দশমিক ৯ শতাংশে নেমে আসে। অর্থাৎ এক মাসের ব্যবধানে দেশে পিএমআই সূচকের মান কমে যায় ২৭ পয়েন্ট।
জুলাইয়ের পর এখন পর্যন্ত পিএমআই সূচক বেড়েছে প্রায় ১৩ পয়েন্ট। তবে পিএমআই এখনো ৫০-এর নিচে রয়েছে। অর্থাৎ পরিস্থিতির উন্নতি হলেও অর্থনীতি এখনো সম্প্রসারণের ধারায় ফিরতে পারেনি। এদিকে সেপ্টেম্বরের পিএমআই প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতের ব্যবসা সূচক ইতিবাচক। কৃষি, উৎপাদন, নির্মাণ, সেবাসহ সব প্রধান খাতের দ্রুত হারে সম্প্রসারণ হবে বলে ধারণা করা হচ্ছে। শিল্পাঞ্চলে এখনো অস্থিরতা আছে, সে কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। তার মধ্যেও সেপ্টেম্বর মাসে উৎপাদন খাত সম্প্রসারণের ধারায় ফিরেছে। এই বাস্তবতায় ভবিষ্যতের বিষয়ে শিল্পোদ্যোক্তারা আশাবাদী।
সেপ্টেম্বরের সূচক থেকে বোঝা যায়, আগস্টের তুলনায় অর্থনীতি ধীরে ধীরে উন্নতির দিকে এগোচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, যদিও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এখনো চ্যালেঞ্জ আছে। সেপ্টেম্বরে শুধু উৎপাদন খাত সম্প্রসারণের ধারায় ফিরেছে। বাকি তিনটি খাত এখনো সংকোচনের ধারায় আছে। তবে সব খাতেই ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা যাচ্ছে।
সেপ্টেম্বরে কৃষি খাতের পিএমআইয়ের মান ছিল ৪৭, যা আগস্ট মাসে ছিল ৩৮ দশমিক ৭ শতাংশ। উৎপাদন খাতের ৫২ দশমিক ৬, আগস্ট মাসে যা ছিল ৪৭ দশমিক ৭ শতাংশ। নির্মাণ খাতের ৪৬, যা আগস্টে ছিল ৪০ এবং সেবা খাতের পিএমআই ৪৯ দশমিক ৪, যা আগস্টে ছিল ৪৩.২ শতাংশ।
স্বরূপে ফিরতে সময় নিচ্ছে অর্থনীতির গতিপ্রকৃতি। এ কারণে গত তিন মাসেও উৎপাদন, নির্মাণ, কৃষি ও সেবার মতো অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলো সংকোচনমূলক অবস্থা থেকে বেরিয়ে আসতে পারছে না। অর্থনীতির এই মূল চারটি খাতের ভিত্তিতে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের (পিই) জরিপ-পারচেজিং ম্যানেজার্স ইনডেক্সের (পিএমআই) মান বিশ্লেষণে এমন তথ্যই উঠে এসেছে। পিএমআই মান সূচক অনুযায়ী এসব খাতসংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে বিদ্যমান অর্থনীতিকে একটি বিশেষ প্রক্রিয়ার জরিপে ১০০-এর মধ্যে ৫০-এর কম মান দেওয়া হলে সেটি সংকোচনমুখী অর্থনীতির ইঙ্গিত দেয়। এর বেশি হলে সম্প্রসারণমূলক দাবি করা যায়। সেপ্টেম্বর মাসের প্রতিবেদনে দেশের বিদ্যমান অর্থনীতি পেয়েছে ৪৯ দশমিক ৭ পয়েন্ট।
তবে পিএমআই মান সূচকে দাবি করা হয়েছে, এ পরিস্থিতিতে অর্থনীতিতে খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা, ব্যবস্থাপক, শ্রমিক ও কৃষকের প্রাণান্ত চেষ্টা রয়েছে; যা অর্থনীতিকে শিগগির সম্প্রসারণমূলক ধারায় ফেরার বার্তা দিচ্ছে। কারণ, নানা প্রতিবন্ধকতার মধ্যেও অর্থনীতির এই মহানায়কেরা ধীরে ধীরে খাতগুলোকে প্রবৃদ্ধির ছোঁয়া দেওয়ার চেষ্টা করছেন। এতে সার্বিকভাবে অর্থনীতি এখনো সংকোচনের ধারায় প্রবাহিত হলেও আগের তুলনায় কিছুটা উন্নতি খাতওয়ারির পাশাপাশি সার্বিক সূচকেও দৃশ্যমান হয়েছে। এতে আগস্টের তুলনায় সেপ্টেম্বরেও দেশের অর্থনীতির সংকোচনের গতি কমেছে।
তথ্য বলছে, সেপ্টেম্বরে পিএমআই সূচক আগের মাসের চেয়ে ৬ দশমিক ২ পয়েন্ট বেড়েছে। আগস্ট মাসে পিএমআই ছিল ৪৩ দশমিক ৫, যা সেপ্টেম্বরে হয়েছে ৪৯ দশমিক ৭। অর্থাৎ আগস্টের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে। বেড়েছে সূচকের মানও। তা সত্ত্বেও অর্থনীতির সার্বিক পিএমআই মান এখনো ৫০-এর নিচে রয়েছে। অর্থাৎ সেপ্টেম্বরেও অর্থনীতি সংকোচনমুখী ছিল। একই অবস্থা ছিল জুলাই মাসেও। জুলাইয়ে পিএমআই ছিল ৩৬ দশমিক ৯। অর্থাৎ গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাস দেশের সামগ্রিক অর্থনীতি সংকোচনমুখী রয়েছে।
গতকাল এক বিজ্ঞপ্তিতে সেপ্টেম্বর মাসের পিএমআই সূচকের তথ্য প্রকাশ করা হয়। এতে সই করেছেন এমসিসিআইয়ের সিইও ফারুক আহমেদ এবং পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ। ২০২৩ সালের ডিসেম্বর থেকে পিএমআই সূচকের মান নির্ণয় করা হচ্ছে। তবে গত মে মাসে প্রথম পিএমআই সূচক প্রকাশ করা হয়। এই সময়ের মধ্যে পিএমআই সূচকের মান ওঠানামা করলেও জুলাই মাসেই প্রথম ৫০-এর নিচে নেমে আসে।
তথ্যমতে, মার্চ মাসে দেশে পিএমআই সূচকের মান ছিল ৬৪ দশমিক ৩ শতাংশ, এপ্রিল মাসে ৬২ দশমিক ২, মে মাসে ৭০ দশমিক ১ এবং জুন মাসে ছিল ৬৩ দশমিক ৯ শতাংশ।
এরপর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট অস্থিতিশীলতার জেরে জুলাই মাসে প্রথম দেশের অর্থনীতির প্রধান চারটি খাত সংকুচিত হয়। পিমএআই সূচকের মান তখন ৩৬ দশমিক ৯ শতাংশে নেমে আসে। অর্থাৎ এক মাসের ব্যবধানে দেশে পিএমআই সূচকের মান কমে যায় ২৭ পয়েন্ট।
জুলাইয়ের পর এখন পর্যন্ত পিএমআই সূচক বেড়েছে প্রায় ১৩ পয়েন্ট। তবে পিএমআই এখনো ৫০-এর নিচে রয়েছে। অর্থাৎ পরিস্থিতির উন্নতি হলেও অর্থনীতি এখনো সম্প্রসারণের ধারায় ফিরতে পারেনি। এদিকে সেপ্টেম্বরের পিএমআই প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতের ব্যবসা সূচক ইতিবাচক। কৃষি, উৎপাদন, নির্মাণ, সেবাসহ সব প্রধান খাতের দ্রুত হারে সম্প্রসারণ হবে বলে ধারণা করা হচ্ছে। শিল্পাঞ্চলে এখনো অস্থিরতা আছে, সে কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। তার মধ্যেও সেপ্টেম্বর মাসে উৎপাদন খাত সম্প্রসারণের ধারায় ফিরেছে। এই বাস্তবতায় ভবিষ্যতের বিষয়ে শিল্পোদ্যোক্তারা আশাবাদী।
সেপ্টেম্বরের সূচক থেকে বোঝা যায়, আগস্টের তুলনায় অর্থনীতি ধীরে ধীরে উন্নতির দিকে এগোচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, যদিও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এখনো চ্যালেঞ্জ আছে। সেপ্টেম্বরে শুধু উৎপাদন খাত সম্প্রসারণের ধারায় ফিরেছে। বাকি তিনটি খাত এখনো সংকোচনের ধারায় আছে। তবে সব খাতেই ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা যাচ্ছে।
সেপ্টেম্বরে কৃষি খাতের পিএমআইয়ের মান ছিল ৪৭, যা আগস্ট মাসে ছিল ৩৮ দশমিক ৭ শতাংশ। উৎপাদন খাতের ৫২ দশমিক ৬, আগস্ট মাসে যা ছিল ৪৭ দশমিক ৭ শতাংশ। নির্মাণ খাতের ৪৬, যা আগস্টে ছিল ৪০ এবং সেবা খাতের পিএমআই ৪৯ দশমিক ৪, যা আগস্টে ছিল ৪৩.২ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় তারল্য ঘাটটি মেটাতে দুর্বল সাতটি ব্যাংককে ৬ হাজার ৫৮৫ কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে সবল ৯টি ব্যাংক। তবে এসব দুর্বল ব্যাংক থেকে চাওয়া হয়েছিল ১১ হাজার ১০০ কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আ
৭ ঘণ্টা আগেদেশে চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভেজাল, নকল, মানহীন, অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী সামগ্রী। বাংলাদেশ যেন বিদেশি এসব পণ্যের ডাম্পিং স্টেশন। প্রতিরোধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় দিন দিন এসব পণ্যে সয়লাব হচ্ছে বাজার। বিদেশ থেকে চোরাই পথে বিপুল পরিমাণে নিম্নমানের ভেজাল প্রসাধনী ঢুকছে দেশে।
১০ ঘণ্টা আগেরাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী নির্মাণ, আবাসন, বিদ্যুৎ ও সংশ্লিষ্ট সরঞ্জামকেন্দ্রিক দেশের সবচেয়ে বড় ছয়টি পৃথক আন্তর্জাতিক প্রদর্শনী। চলবে ১৬ নভেম্বর পর্যন্ত
১২ ঘণ্টা আগেব্রোকারেজ হাউস সাবভ্যালি সিকিউরিটিজের সব ধরনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। মূলধন ঋণাত্মক ও বিনিয়োগের বিপরীতে দেওয়া ঋণের অনুপাত অনেক বেশি হওয়ায় এই নির্দেশ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
১২ ঘণ্টা আগে