নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) ২০২৩-২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুবুল আলম। বর্তমানে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছন। তিনি সংগঠনটির ২৪ তম সভাপতি হিসেবে দায়িত্ব নিবেন।
নির্বাচনে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতির ও এফবিসিসিআইর বর্তমান সহসভাপতি মো. আমিন হেলালী।
আজ বুধবার এফবিসিসিআইয়ের সেমিনার হলে নির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ মতিন। এ সময় কমিটির সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মো. শামছুল আলম, অপর সদস্য অগ্রণী ব্যংকের পরিচালক কে এম এন মঞ্জুরুল হক, এফবিসিসিআইর বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন, সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম ইলেকশন বোর্ডের সদস্য কে. এম. এন মঞ্জুরুল হক, মো. শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
শিল্পপতিদের শীর্ষ সংগঠনের ২০২৩-২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হয়েছেন হয়েছেন ৬ জন পরিচালক। এর মধ্যে চেম্বার গ্রুপ থেকে সহসভাপতি নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল, গাজীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি যশোদা জীবন দেবনাথ।
অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সহসভাপতি নির্বাচিত হয়েছেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শমী কায়সার, মেইজি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি রাশেদুল হোসেন চৌধুরী রনি এবং এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশের সভাপতি মো. মুনির হোসেন। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী ১৮ আগস্টের মধ্যে নতুন কমিটি দায়িত্ব নেবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এফবিসিসিআই নব নির্বাচিত সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘আমরা এক সঙ্গে কাজ করব। এ জন্য সকলের সহযোগিতা চাই। আজকে থেকে আমরা সবাই এক। আমাদের কথা এবং দাবীও হবে অভিন্ন। আর ২০২৪ সালে একটি বিজনেস সামিট করার পরিকল্পনা রয়েছে আমাদের। এজন্য বোর্ডের সকলের সহযোগিতা চাই।’
জানা গেছে, মাহবুব আলম ১৯৫৮ সালের ১ ফেব্রুয়ারি বন্দর নগরী চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম নুরুল আলম ও মায়ের নাম আনোয়ারা বেগম। তিনি ঘইরা উচ্চ বিদ্যালয়ের বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরবর্তীতে হাজি মুহম্মদ মুহসিন উচ্চমাধ্যমিক কলেজেরও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ছিলেন। পরবতিতে তিনি ব্যবসায়ী নেতা হয়ে পড়েন। তিনি চট্টগ্রাম চেম্বারের ২০০৭–০৮ কমিটির সহসভাপতি এবং ২০১১–১২ মেয়াদে একউ সংগঠনের সেনিয়রর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।
এছাড়া ২০১৫-২০১৭ মেয়াদে ব্যএফবিসিসিআই পরিচালনা পর্ষদে সহ-সভাপতির দায়িত্ব পালন করেন মাহবুবুল আলম। বর্তমানে তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি। এছাড়াও তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন।
এদিকে এফবিসিসিআই পরিচালনা পর্ষদের মোট ৮০ জন পরিচালকের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৭ জন করে মোট ৩৪ জন পরিচালক হিসেবে আগেই মনোনীত হয়েছেন। এর বাইরে জেলা চেম্বার গ্রুপে ২৩ জন এবং খাতভিত্তিক অ্যাসোসিয়েশন গ্রুপে ২৩টি পদে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু চেম্বার গ্রুপের ২৩টি পদের বিপরীতে ২৩টি মনোনয়ন পত্র জমা পড়ায় তারা আগেই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। সে কারণে ৩১ জুলাই কেবল অ্যাসোসিয়েশন গ্রুপের ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৯ জন।
নির্বাচনী তফসিল অনুযায়ী, পরিচালকদের মধ্য থেকে সভাপতি, সিনিয়র সহসভাপতি এবং ৬ জন সহসভাপতির নাম ঘোষণা করে পরিচালনা বোর্ড। এর আগে ৩১ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের ২৩টি পদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ১৫ জন এবং ব্যবসায়ী ঐক্য পরিষদ ৮ জন পরিচালক নির্বাচিত হয়েছে। তফসিলের আলোকে সদস্যের নাম ফেডারেশনে পাঠানোর শেষ তারিখ ছিল ৩ জুন। নির্বাচন পরিচালনা বোর্ড ১১ জুন প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করে। যাচাই–বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় ২১ জুন। নির্বাচনে পরিচালক পদের প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ১ জুলাই। ১৫ জুলাই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। আর প্রার্থিতা বাতিলের শেষ দিন ছিল ১৮ জুলাই।
উল্লেখ্য, ২০২১ সালের মে মাসে এফবিসিসিআইয়ের সর্বশেষ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন মো. জসিম উদ্দিন। তবে পরিচালক থেকে শুরু করে সভাপতি ও সাত সহসভাপতি পদের নির্বাচনের কোনো পর্যায়েই ভোট হয়নি। তার আগে ২০১৯ সালে নির্বাচন ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফেডারেশনের নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এফবিসিসিআইয়ে সর্বশেষ ভোট হয় ২০১৭ সালে, তা–ও আংশিক। ওই সময় সভাপতি হন শফিউল ইসলাম মহিউদ্দিন।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) ২০২৩-২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুবুল আলম। বর্তমানে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছন। তিনি সংগঠনটির ২৪ তম সভাপতি হিসেবে দায়িত্ব নিবেন।
নির্বাচনে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতির ও এফবিসিসিআইর বর্তমান সহসভাপতি মো. আমিন হেলালী।
আজ বুধবার এফবিসিসিআইয়ের সেমিনার হলে নির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ মতিন। এ সময় কমিটির সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মো. শামছুল আলম, অপর সদস্য অগ্রণী ব্যংকের পরিচালক কে এম এন মঞ্জুরুল হক, এফবিসিসিআইর বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন, সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম ইলেকশন বোর্ডের সদস্য কে. এম. এন মঞ্জুরুল হক, মো. শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
শিল্পপতিদের শীর্ষ সংগঠনের ২০২৩-২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হয়েছেন হয়েছেন ৬ জন পরিচালক। এর মধ্যে চেম্বার গ্রুপ থেকে সহসভাপতি নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল, গাজীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি যশোদা জীবন দেবনাথ।
অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সহসভাপতি নির্বাচিত হয়েছেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শমী কায়সার, মেইজি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি রাশেদুল হোসেন চৌধুরী রনি এবং এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশের সভাপতি মো. মুনির হোসেন। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী ১৮ আগস্টের মধ্যে নতুন কমিটি দায়িত্ব নেবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এফবিসিসিআই নব নির্বাচিত সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘আমরা এক সঙ্গে কাজ করব। এ জন্য সকলের সহযোগিতা চাই। আজকে থেকে আমরা সবাই এক। আমাদের কথা এবং দাবীও হবে অভিন্ন। আর ২০২৪ সালে একটি বিজনেস সামিট করার পরিকল্পনা রয়েছে আমাদের। এজন্য বোর্ডের সকলের সহযোগিতা চাই।’
জানা গেছে, মাহবুব আলম ১৯৫৮ সালের ১ ফেব্রুয়ারি বন্দর নগরী চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম নুরুল আলম ও মায়ের নাম আনোয়ারা বেগম। তিনি ঘইরা উচ্চ বিদ্যালয়ের বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরবর্তীতে হাজি মুহম্মদ মুহসিন উচ্চমাধ্যমিক কলেজেরও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ছিলেন। পরবতিতে তিনি ব্যবসায়ী নেতা হয়ে পড়েন। তিনি চট্টগ্রাম চেম্বারের ২০০৭–০৮ কমিটির সহসভাপতি এবং ২০১১–১২ মেয়াদে একউ সংগঠনের সেনিয়রর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।
এছাড়া ২০১৫-২০১৭ মেয়াদে ব্যএফবিসিসিআই পরিচালনা পর্ষদে সহ-সভাপতির দায়িত্ব পালন করেন মাহবুবুল আলম। বর্তমানে তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি। এছাড়াও তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন।
এদিকে এফবিসিসিআই পরিচালনা পর্ষদের মোট ৮০ জন পরিচালকের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৭ জন করে মোট ৩৪ জন পরিচালক হিসেবে আগেই মনোনীত হয়েছেন। এর বাইরে জেলা চেম্বার গ্রুপে ২৩ জন এবং খাতভিত্তিক অ্যাসোসিয়েশন গ্রুপে ২৩টি পদে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু চেম্বার গ্রুপের ২৩টি পদের বিপরীতে ২৩টি মনোনয়ন পত্র জমা পড়ায় তারা আগেই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। সে কারণে ৩১ জুলাই কেবল অ্যাসোসিয়েশন গ্রুপের ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৯ জন।
নির্বাচনী তফসিল অনুযায়ী, পরিচালকদের মধ্য থেকে সভাপতি, সিনিয়র সহসভাপতি এবং ৬ জন সহসভাপতির নাম ঘোষণা করে পরিচালনা বোর্ড। এর আগে ৩১ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের ২৩টি পদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ১৫ জন এবং ব্যবসায়ী ঐক্য পরিষদ ৮ জন পরিচালক নির্বাচিত হয়েছে। তফসিলের আলোকে সদস্যের নাম ফেডারেশনে পাঠানোর শেষ তারিখ ছিল ৩ জুন। নির্বাচন পরিচালনা বোর্ড ১১ জুন প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করে। যাচাই–বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় ২১ জুন। নির্বাচনে পরিচালক পদের প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ১ জুলাই। ১৫ জুলাই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। আর প্রার্থিতা বাতিলের শেষ দিন ছিল ১৮ জুলাই।
উল্লেখ্য, ২০২১ সালের মে মাসে এফবিসিসিআইয়ের সর্বশেষ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন মো. জসিম উদ্দিন। তবে পরিচালক থেকে শুরু করে সভাপতি ও সাত সহসভাপতি পদের নির্বাচনের কোনো পর্যায়েই ভোট হয়নি। তার আগে ২০১৯ সালে নির্বাচন ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফেডারেশনের নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এফবিসিসিআইয়ে সর্বশেষ ভোট হয় ২০১৭ সালে, তা–ও আংশিক। ওই সময় সভাপতি হন শফিউল ইসলাম মহিউদ্দিন।
দীর্ঘদিন ধরেই ডলারের অস্থিরতা ও সংকটে ভুগছিল দেশ। সেটি এখনো পুরোপুরি দূর হয়নি। তবে, প্রায় আড়াই বছরের বেশি সময় পর এখন বৈদেশিক মুদ্রার বাজারে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগেসোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৫২১ তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ১৪ নভেম্বর এই সভার আয়োজন করা হয়।
১ ঘণ্টা আগেএসিআই পাওয়ার সলিউশন ২৬ তম পাওয়ার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপোতে অংশগ্রহণ করেছে। এটি ১৪-১৬ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায়। এসিআই পাওয়ার সলিউশনের এক্সপোতে অংশগ্রহণের মূল লক্ষ্য সব নতুন পণ্য সম্পর্কে গ্রাহকদের জানানো। যার মধ্যে রেইকেম কেবল এক্সেসরিজ, স্নেইডার সার্কিট ব্র
২ ঘণ্টা আগেচলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর (তৃতীয়) প্রান্তিকে দেশের ১৭টি সাধারণ বিমা কোম্পানির মুনাফা বৃদ্ধি পেয়েছে। তবে একই সময়ে ২৩ কোম্পানির মুনাফা কমেছে। এ তথ্য ৪০টি সাধারণ বিমা কোম্পানির ১ জুলাই থেকে ৩০ অক্টোবর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে।
২ ঘণ্টা আগে