নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, বাংলাদেশ সমবায় ব্যাংক এমন কোনো কাজ নেই যা করতে পারবে না। শুধু মানুষের অভাবে, নেতৃত্বের অভাবে এবং লুটেরাদের জন্য এই ব্যাংক আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।
আজ শনিবার বিকেলে রাজশাহী সার্কিট হাউসের সভাকক্ষে রাজশাহীর সমবায় বিভাগ ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ নয়, ইস্ট পাকিস্তান তথা ১৯৪৮ সালের ব্যাংক হচ্ছে সমবায় ব্যাংক, যার সিরিয়াল নম্বর চার। শুধু নেতৃত্বের অভাবে এই ব্যাংকের সব শেষ। আমি জানি না নেতৃত্ব দিতে পারব কিনা। তবে আপনাদের সবার সাহায্য–সহযোগিতায় আমি একটু আলোড়ন তৈরি করার চেষ্টা করছি। আমি না আসলে আপনার ১ লাখ টাকা ঋণ কোনো দিনই পেতেন না। ব্যাংকই চলে না। লোন চাইতে গেলে ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন যে, স্যার মূলধন থেকে বেতন দিচ্ছি। আমি বললাম, তাহলে ব্যাংক রাখছেন কেন, বন্ধ করে দেন। আপনাদের বেতন নিতে কোনো সমস্যা হচ্ছে না, আর লোন দিতে গেলেই সমস্যা হচ্ছে?’
তিনি বলেন, ‘একজন রিকশাচালক, একজন দিনমজুর এই শহরে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাত্র ৫০০ টাকা রোজগার করার জন্য পরিশ্রম করছে। তারা কখনো মাথা ঘুরে পড়ে যাচ্ছে। অথচ আমরা হয়তো মেধার গুণে কিংবা তদবিরের গুণে একটি সুযোগ পেয়েও তা কাজে লাগাচ্ছি না। আমরা কেন এত স্বার্থপর হব? আমি কেন একটু পরিশ্রম করে আর ১০টি লোকের সুবিধা কেন করে দেব না?’
প্রতিমন্ত্রী বলেন, ‘যদিও বাংলাদেশ একটি দেশ যেখানে অনেক ব্যর্থতার গ্লানি বয়ে বেড়িয়েছি। কিন্তু দেখেন, গত ১৭ বছরে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের সাহসী করেছেন। সবকিছুই খুব নাইসলি হচ্ছে। সত্তর–একাত্তর সালে রাজশাহীর ডিসি সাহেবের ভাঙা চেয়ারে খুঁটি মারা ছিল। এই দেশ গড়েছেন শেখ হাসিনা, তাই আমরা এখন ভালো আছি।’
কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের বিপুল জনসংখ্যা আউটসাইড হয়ে যাচ্ছে। এদের জন্য বেশি না, আপনারা তিনটি বছর একটু মনযোগ দিয়ে কাজ করেন। আপনারা যার যে কাজ তা সঠিকভাবে পালন করেন। তাহলে দেখবেন, সবকিছু সহজ হয়ে গেছে। আমাদের টার্গেট বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার। এভাবে কাজ করতে পারলে তাঁর স্বপ্ন বাস্তবায়ন সহজ হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্তকে আমরা বাস্তবে রূপ দিয়ে দেখিয়ে দেব। এ জন্য চাপ নিতে হবে।’
মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী রাজশাহীর চারঘাট উপজেলার ‘কালুহাটি পাদুকা শিল্প মালিক সমিতি লিমিটেড’ এর ১৭ জন সদস্যকে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড এর প্রকল্প ঋণ এবং বিআরডিবি এর আওতাধীন কৃষক সমবায় সমিতিকে এক লাখ টাক করে চেক বিতরণ করেন।
রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. মোখলেসুর রহমান ও রাজশাহী বিআরডিবির উপপরিচালক এ কে এম জাকিরুল ইসলাম।
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, বাংলাদেশ সমবায় ব্যাংক এমন কোনো কাজ নেই যা করতে পারবে না। শুধু মানুষের অভাবে, নেতৃত্বের অভাবে এবং লুটেরাদের জন্য এই ব্যাংক আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।
আজ শনিবার বিকেলে রাজশাহী সার্কিট হাউসের সভাকক্ষে রাজশাহীর সমবায় বিভাগ ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ নয়, ইস্ট পাকিস্তান তথা ১৯৪৮ সালের ব্যাংক হচ্ছে সমবায় ব্যাংক, যার সিরিয়াল নম্বর চার। শুধু নেতৃত্বের অভাবে এই ব্যাংকের সব শেষ। আমি জানি না নেতৃত্ব দিতে পারব কিনা। তবে আপনাদের সবার সাহায্য–সহযোগিতায় আমি একটু আলোড়ন তৈরি করার চেষ্টা করছি। আমি না আসলে আপনার ১ লাখ টাকা ঋণ কোনো দিনই পেতেন না। ব্যাংকই চলে না। লোন চাইতে গেলে ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন যে, স্যার মূলধন থেকে বেতন দিচ্ছি। আমি বললাম, তাহলে ব্যাংক রাখছেন কেন, বন্ধ করে দেন। আপনাদের বেতন নিতে কোনো সমস্যা হচ্ছে না, আর লোন দিতে গেলেই সমস্যা হচ্ছে?’
তিনি বলেন, ‘একজন রিকশাচালক, একজন দিনমজুর এই শহরে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাত্র ৫০০ টাকা রোজগার করার জন্য পরিশ্রম করছে। তারা কখনো মাথা ঘুরে পড়ে যাচ্ছে। অথচ আমরা হয়তো মেধার গুণে কিংবা তদবিরের গুণে একটি সুযোগ পেয়েও তা কাজে লাগাচ্ছি না। আমরা কেন এত স্বার্থপর হব? আমি কেন একটু পরিশ্রম করে আর ১০টি লোকের সুবিধা কেন করে দেব না?’
প্রতিমন্ত্রী বলেন, ‘যদিও বাংলাদেশ একটি দেশ যেখানে অনেক ব্যর্থতার গ্লানি বয়ে বেড়িয়েছি। কিন্তু দেখেন, গত ১৭ বছরে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের সাহসী করেছেন। সবকিছুই খুব নাইসলি হচ্ছে। সত্তর–একাত্তর সালে রাজশাহীর ডিসি সাহেবের ভাঙা চেয়ারে খুঁটি মারা ছিল। এই দেশ গড়েছেন শেখ হাসিনা, তাই আমরা এখন ভালো আছি।’
কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের বিপুল জনসংখ্যা আউটসাইড হয়ে যাচ্ছে। এদের জন্য বেশি না, আপনারা তিনটি বছর একটু মনযোগ দিয়ে কাজ করেন। আপনারা যার যে কাজ তা সঠিকভাবে পালন করেন। তাহলে দেখবেন, সবকিছু সহজ হয়ে গেছে। আমাদের টার্গেট বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার। এভাবে কাজ করতে পারলে তাঁর স্বপ্ন বাস্তবায়ন সহজ হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্তকে আমরা বাস্তবে রূপ দিয়ে দেখিয়ে দেব। এ জন্য চাপ নিতে হবে।’
মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী রাজশাহীর চারঘাট উপজেলার ‘কালুহাটি পাদুকা শিল্প মালিক সমিতি লিমিটেড’ এর ১৭ জন সদস্যকে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড এর প্রকল্প ঋণ এবং বিআরডিবি এর আওতাধীন কৃষক সমবায় সমিতিকে এক লাখ টাক করে চেক বিতরণ করেন।
রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. মোখলেসুর রহমান ও রাজশাহী বিআরডিবির উপপরিচালক এ কে এম জাকিরুল ইসলাম।
দীর্ঘদিন ধরেই ডলারের অস্থিরতা ও সংকটে ভুগছিল দেশ। সেটি এখনো পুরোপুরি দূর হয়নি। তবে, প্রায় আড়াই বছরের বেশি সময় পর এখন বৈদেশিক মুদ্রার বাজারে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগেসোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৫২১ তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ১৪ নভেম্বর এই সভার আয়োজন করা হয়।
২ ঘণ্টা আগেএসিআই পাওয়ার সলিউশন ২৬ তম পাওয়ার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপোতে অংশগ্রহণ করেছে। এটি ১৪-১৬ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায়। এসিআই পাওয়ার সলিউশনের এক্সপোতে অংশগ্রহণের মূল লক্ষ্য সব নতুন পণ্য সম্পর্কে গ্রাহকদের জানানো। যার মধ্যে রেইকেম কেবল এক্সেসরিজ, স্নেইডার সার্কিট ব্র
৩ ঘণ্টা আগেচলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর (তৃতীয়) প্রান্তিকে দেশের ১৭টি সাধারণ বিমা কোম্পানির মুনাফা বৃদ্ধি পেয়েছে। তবে একই সময়ে ২৩ কোম্পানির মুনাফা কমেছে। এ তথ্য ৪০টি সাধারণ বিমা কোম্পানির ১ জুলাই থেকে ৩০ অক্টোবর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে।
৩ ঘণ্টা আগে