নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি আগের প্রস্তাবের চেয়ে ২১০০ টাকা বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ।
আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় মালিক, শ্রমিক ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে মজুরি বোর্ডের এক বৈঠকে এই প্রস্তাব দেন মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান।
বৈঠকে উপস্থিত দুজন প্রতিনিধি আজকের পত্রিকাকে মালিকপক্ষ থেকে দেওয়া নতুন প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন।
সিদ্দিকুর রহমানের বলেন, ‘আমরা নতুন একটি প্রস্তাব দিয়েছি। এখন মিটিংয়ে আছি কথা বলতে পারব না।’
বৈঠক সূত্রে জানা গেছে, মালিকপক্ষের এই প্রস্তাব নিয়ে শ্রম মন্ত্রণালয় অধিকতর আলোচনার পর সচিবালয়ে আজ ব্রিফিং করা হতে পারে।
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বর্তমানে ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে মালিকপক্ষ থেকে ১০ হাজার ৪০০ টাকা দেওয়ার প্রস্তাব করলে শ্রমিকেরা গাজীপুর আশুলিয়াসহ রাজধানীর কয়েকটি এলাকায় বিক্ষোভ ও ভাঙচুর শুরু করেন। এর জেরে প্রায় ৪০০টির মতো কারখানা বন্ধ হয়ে যায়। গত শনিবার থেকে পুলিশ ও বিজিবি কঠোর নিরাপত্তার মধ্যে আবারও পোশাক কারখানা খুলে দেওয়া হয়। এর মধ্যেও গাজীপুরের কোনো কোনো কারখানায় শ্রমিক বিক্ষোভের খবর আসতে থাকে। ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে আজও গাজীপুরের কয়েকটি এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। পুলিশ টিয়ার শেল, লাঠিচার্জ করে শ্রমিকদের সড়ক থেকে উঠিয়ে দেয়।
আজ ন্যূনতম মজুরি নিয়ে সব পক্ষের সঙ্গে বৈঠক বেলা ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও মালিক ও শ্রমিক প্রতিনিধি দেরিতে আসায় বৈঠক শুরু হয় দুপুর ১২টা ২০ মিনিটে।
দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি আগের প্রস্তাবের চেয়ে ২১০০ টাকা বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ।
আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় মালিক, শ্রমিক ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে মজুরি বোর্ডের এক বৈঠকে এই প্রস্তাব দেন মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান।
বৈঠকে উপস্থিত দুজন প্রতিনিধি আজকের পত্রিকাকে মালিকপক্ষ থেকে দেওয়া নতুন প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন।
সিদ্দিকুর রহমানের বলেন, ‘আমরা নতুন একটি প্রস্তাব দিয়েছি। এখন মিটিংয়ে আছি কথা বলতে পারব না।’
বৈঠক সূত্রে জানা গেছে, মালিকপক্ষের এই প্রস্তাব নিয়ে শ্রম মন্ত্রণালয় অধিকতর আলোচনার পর সচিবালয়ে আজ ব্রিফিং করা হতে পারে।
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বর্তমানে ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে মালিকপক্ষ থেকে ১০ হাজার ৪০০ টাকা দেওয়ার প্রস্তাব করলে শ্রমিকেরা গাজীপুর আশুলিয়াসহ রাজধানীর কয়েকটি এলাকায় বিক্ষোভ ও ভাঙচুর শুরু করেন। এর জেরে প্রায় ৪০০টির মতো কারখানা বন্ধ হয়ে যায়। গত শনিবার থেকে পুলিশ ও বিজিবি কঠোর নিরাপত্তার মধ্যে আবারও পোশাক কারখানা খুলে দেওয়া হয়। এর মধ্যেও গাজীপুরের কোনো কোনো কারখানায় শ্রমিক বিক্ষোভের খবর আসতে থাকে। ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে আজও গাজীপুরের কয়েকটি এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। পুলিশ টিয়ার শেল, লাঠিচার্জ করে শ্রমিকদের সড়ক থেকে উঠিয়ে দেয়।
আজ ন্যূনতম মজুরি নিয়ে সব পক্ষের সঙ্গে বৈঠক বেলা ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও মালিক ও শ্রমিক প্রতিনিধি দেরিতে আসায় বৈঠক শুরু হয় দুপুর ১২টা ২০ মিনিটে।
দীর্ঘদিন ধরেই ডলারের অস্থিরতা ও সংকটে ভুগছিল দেশ। সেটি এখনো পুরোপুরি দূর হয়নি। তবে, প্রায় আড়াই বছরের বেশি সময় পর এখন বৈদেশিক মুদ্রার বাজারে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগেসোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৫২১ তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ১৪ নভেম্বর এই সভার আয়োজন করা হয়।
৩ ঘণ্টা আগেএসিআই পাওয়ার সলিউশন ২৬ তম পাওয়ার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপোতে অংশগ্রহণ করেছে। এটি ১৪-১৬ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায়। এসিআই পাওয়ার সলিউশনের এক্সপোতে অংশগ্রহণের মূল লক্ষ্য সব নতুন পণ্য সম্পর্কে গ্রাহকদের জানানো। যার মধ্যে রেইকেম কেবল এক্সেসরিজ, স্নেইডার সার্কিট ব্র
৩ ঘণ্টা আগেচলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর (তৃতীয়) প্রান্তিকে দেশের ১৭টি সাধারণ বিমা কোম্পানির মুনাফা বৃদ্ধি পেয়েছে। তবে একই সময়ে ২৩ কোম্পানির মুনাফা কমেছে। এ তথ্য ৪০টি সাধারণ বিমা কোম্পানির ১ জুলাই থেকে ৩০ অক্টোবর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে।
৩ ঘণ্টা আগে